PDA

View Full Version : সুপারকম্পিউটার- ফুগাকু



FXBD
2020-06-24, 04:58 PM
যুক্তরাষ্ট্র ও চীনের আধিপত্যের অবসান ঘটিয়ে গত সপ্তাহে ২০১১ সালের পর প্রথমবারের মতো গতিময় কম্পিউটারের ‘টপ৫০০’ তালিকায় এক নম্বর স্থান দখলের গৌরব অর্জন করে জাপানের সুপারকম্পিউটার ফুগাকু। উল্লেখ্য যে বিশ্বের কম্পিউটার জগতে বিবর্তন আর কে কোনটির চেয়ে শক্তিশালী, সে ব্যাপারে খোঁজ রাখে ও তালিকা করে ‘টপ৫০০’।
ফুগাকু এক সেকেন্ডে ৪১৫ কুয়াড্রিলিয়ন (দশ লাখের চতুর্ঘাত বা ১-এর পর ১৫টি শূন্য) গণনা করতে পারে, যা আগের শীর্ষস্থানধারী যুক্তরাষ্ট্রের ওক ন্যাশনাল ল্যাবরেটরির তৈরি সামিট সিস্টেম-এর চেয়ে ২ দশমিক ৮ গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন। াপানের প্রযুক্তি জায়ান্ট ফুজিত্সু আর সরকারি গবেষণা প্রতিষ্ঠান রিকেনের যৌথ প্রয়াসে তৈরি ফুগাকুতে অন্তর্ভুক্ত করা হয়েছে ১ লাখ ৫০ হাজার হাই পারফরম্যান্স প্রসেসিং ইউনিট, যা কিনা এক সপ্তাহে হাজারো পরীক্ষা সম্পন্ন করতে পারে। একটি সাধারণ কম্পিউটারের চেয়ে ১ হাজার গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন হয়ে থাকে সুপারকম্পিউটার। এটি পারমাণবিক বিস্ফোরণ, অস্ত্রশস্ত্র পরীক্ষা ও জলবায়ু পরীক্ষাজনিত নানা কাজে ব্যবহূত হয়ে থাকে। নিক্কি বিজনেস নিউজপেপার জানিয়েছে, ভূকম্পনের দিক থেকে বিশ্বে সবচেয়ে সক্রিয় দেশ জাপানে এই সুপারকম্পিউটার ভূমিকম্প ও সুনামির প্রভাব নির্ণয়ে মডেল প্রণয়ন করবে এবং এ থেকে বাঁচার উপায়ও বলে দেবে। ফুগাকু এর বর্তমান মুল্য ১৩০ বিলিয়ন ইয়েন (১.২ বিলিয়ন ডলার)
11375

Tofazzal Mia
2020-07-23, 07:36 PM
এবার সুপারকম্পিউটারে নাম লেখাচ্ছে এনভিডিয়া! কিছুদিন আগেই বাজারমূল্যের বিচারে পেছনে ফেলেছে চিপ নির্মাতা শীর্ষ প্রতিষ্ঠান ইনটেলকে। এবার নতুন এক দিগন্তে নজর বাড়িয়েছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়া। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক দ্রুততম সুপারকম্পিউটার তৈরিতে জোট বেঁধেছে এনভিডিয়া ও ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা। উচ্চশিক্ষার কাজে সুপারকম্পিউটারটি ব্যবহারের লক্ষ্য রয়েছে নির্মাতাদের। পুরো প্রকল্পটি সাত কোটি ডলারের। ওই সাত কোটি ডলারের মধ্যে আড়াই কোটি ডলারের হার্ডওয়্যার, সফটওয়্যার দেবে প্রতিষ্ঠানটি। বাদবাকি সাড়ে চার কোটি ডলার আসবে বিশ্ববিদ্যালয় থেকে। এনভিডিয়া চিপের মাধ্যমে নিজেদের বর্তমান সুপারকম্পিউটার ‘হাইপারগেটর’-এর কর্মক্ষমতাও বাড়াতে চাইছে বিশ্ববিদ্যালয়টি। ২০২১ সাল নাগাদ কার্যকর হয়ে যাওয়ার কথা রয়েছে হাইপারগেটরের। কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এনভিডিয়া একটি পরিচিত নাম। দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত কম্পিউটারের জন্য উচ্চক্ষমতার গ্রাফিক্স চিপ সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। এখন গবেষকরাও এনভিডিয়ার সাহায্য নিচ্ছেন। কম্পিউটারকে ছবি আরও ভালো করে চেনানোর মতো কাজে ডেটা সেন্টারের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দক্ষ করে তুলতে এনভিডিয়ার চিপ ব্যবহার করা শুরু করেছেন গবেষকরা।
11691