PDA

View Full Version : কোন টাইমফ্রেমে ট্রেড করবেন??



FREEDOM
2020-06-25, 01:24 AM
ফরেক্স মার্কেটে অনেক ধরনের টাইমফ্রেমই রয়েছে আর সঠিক টাইমফ্রেম নির্বাচন গুরুত্বপূর্ণ একটি বিষয় কারন আপনি সঠিক টাইমফ্রেমে ট্রেন না করলে মার্কেটের প্রোপার সাপোর্ট রেজিস্টান্স বা ট্রেন্ড লাইন বুঝতে পারবেন। আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইমফ্রেম মনে হয় ৪ ঘন্টা ও একদিনের ক্যান্ডেল। নতুন ট্রেডারদের উচিত হবে ছোট টাইমফ্রেমের প্রতি বেশি ফোকাস না করে বড় টাইমফ্রেম এ ফোকাস করা কারন মার্কেট মুলত বড় টাইমফ্রেম এর সাপোর্ট রেজিস্টান্স গুলোই বেশি মেনে চলে।

Srijon40
2020-06-25, 07:21 AM
ফরেক্স মার্কেট এ বিভিন্ন ধরনের টইপ ফ্রেম থাকে। বিভিন্ন ইউজাররা বিভিন্ন টইম ফ্রেম ব্যবহার করে থাকে তাদের রুচি ও তাদের সঠিক টার্গেটের উপর। তবে কিছু কিছু টাইপ ফ্রেম আছে যেগুলোতে সার্পোট ও রেজিস্টান্স ও বিভিন্ন ট্রেন্ড লাইন এর উপর। আমি বেশির ভাগ H1, H4, Daily টাইপ ফ্রেম গুলো বেশি ব্যবহার করে থাকি। কারন আমি এই টাইপ ফ্রেম গুলো ভাল বুঝতে পারি যে মার্কেট কোন দিকে যাবে। ডাউট টেন্ড নাকি আপ ট্রেন্ড।

samun
2020-06-25, 09:20 AM
শর্ট টাইম ফ্রেমে ট্রেড করাটা আমার কাছে বেশ ঝুঁকিপূর্ণ মনে হয়। সাধারণত আমি লং টাইম ফ্রেমে ট্রেড করে থাকি, যেমন: H1,H4,D1 ও w1 টাইম ফ্রেমে ট্রেড করি। অল্প লটে লং টাইম ফ্রেমে ট্রেড করে নিরাপদে থাকা যায় কিছুটা।

MINARULRFL100
2020-06-26, 02:32 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে টাইম ফ্রেম সম্পর্কে বিস্তারিত জানতে হবে।কারন আপনি যখন এনালাইসিস করবেন তখন কোন টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করবেন সেই টা সিলেক্ট করবেন।নিচে টাইম ফ্রেম দেওয়া হলোঃঃ
১। ১মিনিট টাইম ফ্রেম।
২। ৫মিনিট টাইম ফ্রেম।
৩। ১৫মিনিট টাইম ফ্রেম।
৪। ৩০ মিনিট টাইম ফ্রেম।
৫। ১ ঘন্টা টাইম ফ্রেম।
৬। ৪ ঘন্টা টাইম ফ্রেম।
৭। ১ দিন টাইম ফ্রেম।
৮। ১ সপ্তাহ টাইম ফ্রেম।
৯। ১ মাস টাইম ফ্রেম।

K.K.BABY
2020-06-27, 07:14 AM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি খুবই গুরুত্বপূর্ণ কারন আপনি কোন টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করবেন সেই টা আপনার উপর নির্ভর করে।তাই যখন আপনি ডেমোতে অনুশীলন করবেন তখন অবশ্যই আপনাকে টাইম ফ্রেম নির্বাচন করে তার পর ট্রেড করতে হবে।যেই টাইম ফ্রেম আপনার জন্য ভালো হবে অর্থাৎ আপনি ভালো প্রফিট করতে পারবেন সেই টাইম ফ্রেম নিয়ে ট্রেড এন্ট্রি নেওয়া উচিত।তবে আমি মনে করি লং টার্ম টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করা উচিত তাহলে আপনার লসের সম্ভাবনা খুব কম থাকবে।তাই আমি মনে করি ৪ ঘন্টা অথবা ১ দিন টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করে ট্রেড করা উচিত।

DEARMUM100
2020-07-01, 06:37 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । মেটা ট্রেডারে সাধারনত টাইমফ্রেমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন m1,m5,m15,m30,h1,h4,d1,w1,mn । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । এটি সাধারনত স্ক্যাল্পিং এর জন্য ব্যবহার হয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । এই টাইম ফ্রেমে মার্কেট এ্যনালাইসিস করা খুবই কার্যকারী বলে মনে হয়