PDA

View Full Version : ডেমো একাউন্টে ভার্চুয়াল টাকা এত বেশি কেন ?



abdulguffer
2020-06-25, 03:47 AM
ফরেক্স মার্কেট এর ব্রোকাররা তাদের সাইটে একাউন্ট হোল্ডারদের ডেমো ট্রেড করার সুযোগ দিয়ে থাকে। ডেমো একাউন্টে ট্রেডাররা ভার্চুয়াল টাকা দিয়ে ট্রেড করার সুযোগ পায় যেই ভার্চুয়াল টাকার পরিমাণ ব্রোকার ভেদে 10,000$ থেকে 5,00,000$ পর্যন্ত হয়ে থাকে ।
কিন্তু রিয়েল একাউন্টে এত টাকা ডিপোজিট করা আমাদের পক্ষে সম্ভব নয় । তাই অতিরিক্ত লিভারেজ নিয়ে বড় লট এ ট্রেড করে আমরা ক্ষতির সম্মুখীন হই। সুতরাং ডেমো একাউন্টেও যদি জমার পরিমাণ 50$ থেকে সর্বোচ্চ 500$ হয় তাহলে এই ডেমো একাউন্টে ট্রেড করে আমরা রিয়েল একাউন্টে ট্রেডিং এর অভিজ্ঞতা অর্জন করতে পারবো এবং সত্যি সত্যিকারের দক্ষ ট্রেডার হতে পারবো।

FREEDOM
2020-06-25, 11:39 AM
হ্যা ডেমো একাউন্টে সবসময়ই ব্যালেন্স বেশি দেয়া হয়ে থাকে যার কারনে আসলে ট্রেড করলে খুব একটা লস হয় না আবার হলেও তা রিকোভার হয়ে যায় যা আসলে রিয়েল মার্কেটের সাথে সাদৃশ্য নয়। এজন্য আমাদের ডেমোতে ততটুকুই ব্যালেন্স নিয়ে ট্রেড করতে হবে যতটুকু ব্যালেন্স আমারা রিয়েল ইনভেস্ট করতে পারবো। এজন্য অনেক ব্রোকারের অধীনে ডেমো একাউন্ট খুললে তখন নিজের পছন্দমত ব্যালেন্স নিয়ে শুরু করা যায়।

Devdas
2020-07-17, 05:55 PM
ফরেক্স এ ডেমোতে এত বেশী দেওয়ার কারন হল আপনি যাতে বেশী পরিমান এ লিভারেজ নিয়েও ট্রেড করে ফরেক্স শিখতে পারেন। এছাড়া আপনার যদি ভুল ট্রেড এ অনেক ব্যালেন্স ও কমে যায় এতে আপনি বুঝতে পারবেন যে কী ভাবে লস হলে এত ব্যালেন্স করে যায়। এছাড়া আপনি যত বার লস করবেন তত বার যেন ট্রেড করে আপনি সাফলতা অর্জন করেন তার জন্য এত ব্যালেন্স দিয়ে থাকে ডেমোতে। ধন্যবাদ।

NEWVISION2020
2020-07-17, 06:05 PM
আপনি ঠিকই বলেছেন ডেমো একাউন্টে ব্রোকার আমাদেরকে অনেক বেশি পরিমাণে ভার্চুয়াল ডলার প্রদান করে থাকে ট্রেডিং করার জন্য। অবশ্য এত বেশি ডলার দেওয়ার প্রধান কারণ হলো প্রথম অবস্থায় একজন ট্রেডারের ট্রেডিংয়ের তেমন কোন অভিজ্ঞতা থাকে না যার ফলে সে বারবার লোসের সম্মুখীন হয় এবং এই লস করার পরেও যেন তার অ্যাকাউন্টে অবশিষ্ট ব্যালেন্স দিয়ে সে লসকরা ব্যালান্স রিকভার করত পারে। সেই সাথে কি ভুলের কারনে লস হলো সেটা খুঁজে বের করে নিজেকে ওই বিষয়ে দক্ষ করে তুলতে পারে। তবে এত বেশি ডলার দিয়ে ডেমো একাউন্ট এর ট্রেডিং করা আমাদের জন্য পরবর্তীতে একটা সমস্যা তৈরি করে দেয় কারণ রিয়েল অ্যাকাউন্ট আমাদের ডিপোজিট এর পরিমাণ থাকে খুবই সামান্য। কিন্তু আপনি চাইলে ডেমো অ্যাকাউন্ট করার সময় আপনার পছন্দমত ব্যালেন্স ডিপোজিট হিসাবে নিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন।

IFXmehedi
2020-07-22, 10:18 AM
ফরেক্স মার্কেট এর ব্রোকাররা তাদের সাইটে একাউন্ট হোল্ডারদের ডেমো ট্রেড করার সুযোগ দিয়ে থাকে। ডেমো একাউন্টে ট্রেডাররা ভার্চুয়াল টাকা দিয়ে ট্রেড করার সুযোগ পায় যেই ভার্চুয়াল টাকার পরিমাণ ব্রোকার ভেদে 10,000$ থেকে 5,00,000$ পর্যন্ত হয়ে থাকে ।
কিন্তু রিয়েল একাউন্টে এত টাকা ডিপোজিট করা আমাদের পক্ষে সম্ভব নয় । তাই অতিরিক্ত লিভারেজ নিয়ে বড় লট এ ট্রেড করে আমরা ক্ষতির সম্মুখীন হই। সুতরাং ডেমো একাউন্টেও যদি জমার পরিমাণ 50$ থেকে সর্বোচ্চ 500$ হয় তাহলে এই ডেমো একাউন্টে ট্রেড করে আমরা রিয়েল একাউন্টে ট্রেডিং এর অভিজ্ঞতা অর্জন করতে পারবো এবং সত্যি সত্যিকারের দক্ষ ট্রেডার হতে পারবো।

ভাই ডেমো অ্যাকাউন্ট বলতে আমরা ফরেক্স ট্রেডিং শেখার জন্য একটা প্র্যাকটিস একাউন্ট কে বুঝি । আমরা ডেমো অ্যাকাউন্ট চ্যাটিং করি ফরেক্স ট্রেডিং শেখার জন্য । আর আমরা জানি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদেরকে মূলধনের প্রয়োজন হয় । সেই মূলধন যার যেমন সামর্থ্য সে তেমন বিনিয়োগ করতে পারে । কিন্তু সত্যি কথা বলতে কি ফরেক্স মার্কেটে অল্প মূলধন দিয়ে কখনোই ভালোভাবে প্রফিট করা যায় না । যার কারণে ডেমো অ্যাকাউন্টে ভার্চুয়াল ডলার টা একটু বেশি দেয় যেন আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পারে ।

Devdas
2020-07-22, 10:30 AM
ফরেক্স ডেমো একাউন্টে ভার্চুয়াল টাকা এত বেশী হওয়ার কারন হল এই ডেমো একাউন্ট এ শুধু ফরেক্স কোম্পানিই আপনাকে ফ্রিতে ফরেক্স শিখার জন্য দিয়ে থাকে।আপনি যদি ডেমোতে লস যতই লস করেন আপনার ব্যালেন্স সহজে শেষ হবে না বিধায় ডেমোতে এত টাকা দিয়ে থাকেন। এই টাকা আপনি উত্তোলন করতে পারবেন না কিন্তু ট্রেড করতে পারবেন এবং ফরেক্স এর সব কিছুই করতে পারবেন লাভ লস ও করতে পারবেন। কিন্তু এই টাকা আপনি উত্তোলন করতে পারবেন না।

Emamul
2020-07-22, 10:30 AM
আমরা ফরেক্সে ডেমো একাউন্ট খুললে এমটি৪ প্লাটফর্ম এ ৫০০০০$ এর মত দেয় প্রাক্টিস করার জন্য। কম বেশি ও হতে পারে। আসলে এটা ব্রোকারদের একটা টোপ। আপনার প্রাক্টিস ডলার যত বেশি হবে আপনি চাইবেন তত বেশি লট সাইজ বেশি রাখতে, আর সেটা প্রফিটে গেলে আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে। মনে হবে আমি তো ফরেক্স শিখে ফেলেছি। সে এক অন্যরকম অনুভূতি। পরবর্তিতে যখন রিয়েলে যাবেন আর লস খাবেন। ব্রোকাররা তখন ফাইদা লুটে নিবে।
বিভিন্ন ব্রোকার ডেমো প্রাক্টিস করার সুযোগ দেয়। আপনি চাইলে যেকোনো একটা ব্রোকারে ডেমো একাউন্ট খুলতে পারেন। তবে অবশ্যই ভার্চুয়াল মানি কম রাখতে হবে, তাতে নিজেকে অনেক ঝালিয়ে নিতে পারবেন।

Rokibul7
2020-07-22, 12:12 PM
ভাই ডেমো অ্যাকাউন্ট বলতে আমরা ফরেক্স ট্রেডিং শেখার জন্য একটা প্র্যাকটিস একাউন্ট কে বুঝি । আমরা ডেমো অ্যাকাউন্ট চ্যাটিং করি ফরেক্স ট্রেডিং শেখার জন্য । আর আমরা জানি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদেরকে মূলধনের প্রয়োজন হয় । সেই মূলধন যার যেমন সামর্থ্য সে তেমন বিনিয়োগ করতে পারে । কিন্তু সত্যি কথা বলতে কি ফরেক্স মার্কেটে অল্প মূলধন দিয়ে কখনোই ভালোভাবে প্রফিট করা যায় না । যার কারণে ডেমো অ্যাকাউন্টে ভার্চুয়াল ডলার টা একটু বেশি দেয় যেন আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পারে ।

ঠিক বলছেন ভাই,ফরেক্স টেডিং এ অল্প ব্যালেন্স নিয়ে প্রফিট করা যায় না।১০০,১০০ব্যালেন স আমি বহুবার নষ্ট করে ফেলছি।ফোরামের বোন ছিল বিধায় লস মেনপ নিতে পেরেছি।কিন্তু রিয়েল বলতে পকেটের টাকা দিয়ে হয়তো এতদিন ঠিকতাম না।চলে যেতাম।

rakib.r
2020-07-22, 01:20 PM
ডেমো একাউন্টে ১০০ ডলার ও দেয়া হয়। একাউন্ট ওপেন করার সময় আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আসলে আপনি কত পরিমান ব্যালেন্স নিয়ে একাউন্ট ওপেন করতে চান। আর ব্রোকার গুলো আসলে শুধু আমাদের মত উন্নয়নশীল দেশের কথা মাথায় রেখে তাদের ব্যালেন্স সীমা নির্ধারন করে না। তাদের সবার কথা মাথায় রেখেই ব্যালেন্স নির্ধারন করতে হয়।আপ্নার বা আমার কাছে ১০০ ডলার অনেক টাকা হতে পারে কিন্তু অনেকের কাছে ১০০০ ডলার ও কোন টাকাই নয়। তাই যত কম পরিমান টাকা নিয়ে একাউন্ট ওপেন করতে পারেন করেন নয়তো ট্রেড ওপেন করে লস দিয়ে আপনার কাংক্ষিত পরিমান টাকায় নিয়ে এসে তারপর ডেমো শুরু করুন

Hredy
2020-07-22, 01:27 PM
ফরেক্স এ ডেমোতে এত বেশী দেওয়ার কারন হল আপনি যাতে বেশী পরিমান এ লিভারেজ নিয়েও ট্রেড করে ফরেক্স শিখতে পারেন। এছাড়া আপনার যদি ভুল ট্রেড এ অনেক ব্যালেন্স ও কমে যায় এতে আপনি বুঝতে পারবেন যে কী ভাবে লস হলে এত ব্যালেন্স করে যায়। এছাড়া আপনি যত বার লস করবেন তত বার যেন ট্রেড করে আপনি সাফলতা অর্জন করেন তার জন্য এত ব্যালেন্স দিয়ে থাকে ডেমোতে। ধন্যবাদ।