PDA

View Full Version : ফরেক্স মার্কেটে কোন পেয়ারে ট্রেড করলে খুব তাড়াতাড়ি এবং বেশি লাভ করা যায় ?



IFXmehedi
2020-06-25, 12:25 PM
আমরা সবাই জানি ফরেক্স মার্কেটে আমরা যেকোন পেয়ারে ট্রেডিং করে আমাদের কাঙ্ক্ষিত পরিমান অর্থ উপার্জন করতে পারি ।কিন্তু অনেক সময় দেখি কিছু কিছু পেয়ার খুবই কম মুভ করে আবার কিছু কিছু পেয়ার অনেক বেশি মুভ করে । আর সে কারণেই আমাদের জানা উচিত কোন পেয়ারে ট্রেড করলে হয়তো একটু কম সময়ের মধ্যে হলেও একটু ভালো পরিমাণ প্রফিট করা যাবে । আমরা যারা নতুন তারা সাধারণত ইউএসডি বেইজড পেয়ার গুলোকে ট্রেডিং করে থাকি । এর ভেতরে কিছু কিছু পেয়ারে মুভমেন্ট ভালো আর কিছু কিছু পেয়ারে মুভমেন্ট খারাপ । আমি সাধারণত ইউরো/ইউএসডি পেয়ারে ট্রেডিং করি । আপনাদের যদি কোন ভালো পেয়ার সম্পর্কে ধারণা থাকে, তাহলে জানাবেন আমরা সবাই তাহলে উপকৃত হব ।

FREEDOM
2020-06-25, 02:03 PM
আপনি যদি দ্রুত প্রফিট করতে চান তবে আপনাকে ট্রেড করতে ক্রুড ওয়েলে, গোল্ডে কারন এগুলোতে অনেক বেশি মুভমেন্ট হয় যেকারনে দ্রুত প্রফিট বা লস করতে পারেন। তবে এ দুটি পেয়ার আমারে কাছে খুবই রিস্কি মনে হয় আমি যতবারই ট্রেড করেছি গোল্ডে ততবারই লসের কবলে পড়েছি। দক্ষ ট্রেডার ছারা আসলে গোল্ডে ট্রেড করতে যাওয়া ঠিক হবেনা। তবে স্বাভাবিকভাবে জিবিপি-ইউএসডি পেয়ারটিতে ট্রেড করাই ভালো কারন এতে ভালো মুভমেন্টও থাকে এবং দ্রুত প্রফিট করাও সম্ভব হয় তবে অবশ্যই দক্ষ হতে হবে।

IFXmehedi
2020-06-26, 12:50 PM
আপনি যদি দ্রুত প্রফিট করতে চান তবে আপনাকে ট্রেড করতে ক্রুড ওয়েলে, গোল্ডে কারন এগুলোতে অনেক বেশি মুভমেন্ট হয় যেকারনে দ্রুত প্রফিট বা লস করতে পারেন। তবে এ দুটি পেয়ার আমারে কাছে খুবই রিস্কি মনে হয় আমি যতবারই ট্রেড করেছি গোল্ডে ততবারই লসের কবলে পড়েছি। দক্ষ ট্রেডার ছারা আসলে গোল্ডে ট্রেড করতে যাওয়া ঠিক হবেনা। তবে স্বাভাবিকভাবে জিবিপি-ইউএসডি পেয়ারটিতে ট্রেড করাই ভালো কারন এতে ভালো মুভমেন্টও থাকে এবং দ্রুত প্রফিট করাও সম্ভব হয় তবে অবশ্যই দক্ষ হতে হবে।

আপনি ঠিকই বলেছেন আমরা যদি ফরেক্স মার্কেটের ট্রেডিং করে তাড়াতাড়ি লাভ করতে চায় তাহলে আমাদের গোল্ড এ ট্রেড করা উচিত । কিন্তু গোল্ড এ ট্রেড করা অনেক রিস্কি একটা বিষয় । কারণ এখানে চ্যাটিং করতে আপনার অনেক বেশি মূলধনের প্রয়োজন হয় যদি আপনার মূলধন যদি বেশি থাকে তবে গোল্ড আপনার জন্য ঠিক আছে কিন্তু আপনার মূলধন যদি কম থাকে তাহলে ভুলেও কখনো কোন ট্রেডিং করতে যাবেন না । সেক্ষেত্রে আপনার জিবিপি/ইউএসডি বা ইউএসডি/ক্যাড এ ট্রেড করা বেশি ভালো হবে বলে আমি মনে করি ।