PDA

View Full Version : ফরেক্স Rectangle chart প্যাটার্ন???



FREEDOM
2020-06-26, 04:53 PM
11405
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আমরা মাঝে মাঝেই এ ধরনের চার্টট প্যাটার্ন দেখতে পাই যার দ্বারা ট্রেড করলে ভালো প্রফিট করাও সম্ভব হয়। মার্কেট যখন আপট্রেন্ড বা ডাউনট্রেন্ডে থাকে তখন একটা সময় গিয়ে মার্কেট এরকম রেংটাংগেল বা রেন্জিং অবস্হায় থাকে যেখানে মুলত স্ক্যাপারদের ট্রেড করতে সুবিধা হয়। তবে আমরা যারা লং টার্ম ট্রেড করি তাদের জন্য ধৈর্য ধরে রেন্জিং এরিয়া ব্রেক না করা পর্যন্ত অপেক্ষা করা উচিত। মার্কেট যখন রেন্জিং এরিয়া ব্রেক করবে এবং রিটেস্ট করবে তখনই আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি আর এতে করে ভালো প্রফিট করাও সম্ভব হবে বলে আমি মনে করি। আমি নিজেও এখন এধরনের প্যাটার্ন দেখে ট্রেড করার চেষ্টা করে চলেছি। ধন্যবাদ

Sakib42
2020-06-26, 11:22 PM
ফরেক্স ট্রেডিংয়ে আয়তক্ষেত্রের অনেকগুলি ব্যবহার রয়েছে। যেমনটি আপনি উল্লেখ করেছেন, এটি ব্রেকআউট বাণিজ্য করতে ব্যবহৃত হতে পারে। আপনি যে বাজারের কাঠামোটি দেখছেন সেটি কভার করতে আপনি আয়তক্ষেত্রটি টানবেন এবং দামের একটি বিরতি র্ধ্বমুখী দিক বা নীচের দিকের দিকে প্রত্যাশা করবেন। আমার জন্য আমি আমার অঞ্চলগুলি চিহ্নিত করতে আয়তক্ষেত্রটি ব্যবহার করতে পছন্দ করি। এর মধ্যে চাহিদা ও সরবরাহের অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। অঞ্চলগুলি এমন দামের ব্যাপ্তি যা সমর্থন বা প্রতিরোধ হিসাবে ব্যবহৃত হতে পারে। একটি চাহিদা জোন সমর্থন হিসাবে ব্যবহৃত হয় যখন সরবরাহ জোনগুলি প্রতিরোধ হিসাবে ব্যবহৃত হয়।

Runil
2020-06-26, 11:31 PM
হ্যা এ ধরনের প্যাটার্ন অনেক সময়ই দেখা যায় এবং ভালো প্রফিটেবলও বটে। দেখে কিছুটা হলেও ক্লিয়ার হলাম এতে করে ভালো কাজে লাগানো সম্ভব হবে বলে দারনা করছি।

forex_fighter
2020-06-30, 11:16 PM
রিংটাংগেল অনেক কার্যকরী একটি প্যাটার্ন আমরা খুব সহজেই এট দেখে ট্রেড করতে পারি আর হ্যা ঠিকই বলেছেন এটা বেশ প্রফিটেবল স্ট্রাটেজি যদি ভাল করে ড্র করা যায়।

Devdas
2020-07-05, 05:02 PM
রিয়াকটাংগেল এ অনেক সময় অনেক ভাল কাজ করে আবার অনেক সময় আমরা রিয়াকটাংগেল চার্ট করেও মার্কেট এদিক সেদিক চলে যায় যার ফলে আমরা কনফিউশন এ পরে যায়। তবে আমার মতে এই ধরনের রিয়াকটাংগেল চার্ট তৈরী করেও আমরা ভাল প্রফিটেবল করতে পারি। আমার মতে এই রিয়াকটাংগেল প্যার্টন গুলো আরো ভালভাবে প্রাকটিস্ করলে ভাল সুফল পাওয়া যাবে।