PDA

View Full Version : লোয়ার টাইমফ্রেম ..



salim16
2015-06-29, 02:19 PM
নতুন যারা ট্রেড করে বেশিরভাগই ১-১৫ মি: টাইমফ্রেমে ট্রেড করে। এটা কিন্তু লস হওয়ার বড় একটা কারন ।কারন হায়ার টাইমফ্রেমে *পুরো মার্কেট টা বুঝা যায়। মার্কেটের ট্রেন্ড বুঝা যায় । লোয়ার টাইমফ্রেমে সেটা কিন্তু সম্ভব হয়না।

TselimRezaa
2015-06-29, 05:00 PM
মার্কেটে টাইম ফ্রেম দুই ধরনের । ১। শর্ট টাইম ফ্রেম ২। লং টাইম ফ্রেম। শর্ট টাইম ফ্রেম কেই আপনি লোয়ার তাইম ফ্রেম বলেছেন। ১মিনিট, ৫মিনিট, ১৫ মিনিট, ৩০মিনিট টাইম্ফ্রেম কে শর্ট টাইম ফ্রেম বলে। শর্ট টাইম ফ্রেম দিয়ে মার্কেট ভালোভাবে এনালাইসিস করা যায় না। স্ক্যাল্পিং এর জন্য শর্ট টাইম ফ্রেম ব্যবহার করা হয়। আমার মতে শর্ট টাইম ফ্রেম ব্যবহার করা উচিত নয়।

maziz6989
2015-06-29, 08:02 PM
আসলে নতুনদের জন্য লওয়ার টাইমফ্রেম কোন ক্রমেই উচিত নয়। লওয়ার টাইমফ্রেম মূলত স্ক্যল্পার দের জন্য। আর আপনি যদি নবাগত হন এবং ছোট টাইম ফ্রেমে ট্রেড করেন তবে তা আপনার জন্য সুফল এর অধিক কুফল বয়ে আনবে। আগে বড় টাইমফ্রেমে নিজের হাত পাকিয়ে ছোট টাইম ফ্রেমে আসা ভাল।

shakawath
2015-10-21, 09:05 PM
লোয়ার টাইম্ফ্রেম এ ট্রেড করলে লসের সম্ভাবনা রয়েছে। স্ক্যল্পাররা ট্রেড করার জন্য ছোট টাইম্ফ্রেম পছন্দ করলেও বাকী ট্রেডাররা শর্টটাইমফ্রেমে ট্রেড করতে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। এনালাইসিস করতেও ঝামেলা। তাই আমার মতে ৩০ মিনিট থেকে ৪ ঘন্টা টাইম্ফ্রেম এনালাইসিস করার জন্য উপযোগী। আর এতে প্রাইস একশান কমপ্লিট হওয়ার যথেষ্ট সময় পাওয়া যায়।

AbuRaihan
2015-10-21, 11:46 PM
সাধারণত ১ মিনিট ,৫ মিনিট ,১০ মিনিট এবং ১৫-২০ মিনিটের টাইমফ্রেমকে বলা হয় শর্ট টাইম ফ্রেম । শর্ট টাইম ফ্রেম ব্যবহার করা হয় মূলত স্কাল্পিং করার জন্য । এতে করে এখানে ভালভাবে এনালাইসিস এর কোন ভাল সুযোগ থাকে না । লোয়ার টাইমফ্রেম কিংবা শর্ট টাইম ফ্রেম মূলত ব্যবহার করে স্কল্পাররা এবং এটা নুতনদের ব্যবহার করা মোটেও উচিত নয় । কারণ তারা প্রথমদিকে টাইমফ্রেমের গতি সম্পর্কে তেমন একটা ধারণা রাখে না ।

mlbasumata
2015-10-22, 12:29 AM
শর্ট টাইমফ্রেমে বাজার খুব ওঠানামা করে, এখানে বেশি পরিমাণে ট্রেড করা যায় কিন্তু ট্রেডের কোন নিশ্চয়তা থাকে না। এতে লাভের চেয়ে লসের সম্ভাবনাই বেশি থাকে। লং টাইমফ্রেমের মিনিমাম অর্থাৎ ১ ঘন্টা টাইমফ্রেমে ট্রেড করুন। এতে সঠিক মার্কেট এনালাইজ সম্ভব ফলে লাভের সম্ভাবনা বেশি।

Sahed
2016-01-25, 05:50 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । সাধারনত স্কাল্পিং এর জন্য ১ মিনিট থেকে ৩০ মিনিট পযর্ন্ত টাইম ফ্রেম ব্যবহার করা হয় । আর আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । এই টাইম ফ্রেমে মার্কেট এ্যনালাইসিস করা খুবই কার্যকারী বলে মনে হয় । ধন্যবাদ ।।

raju0000
2016-01-25, 06:33 PM
অনেক নতুন রাই শর্ত টাইম ফ্রেম এ ট্রেড করে থাকে, আসলে তাদের মাঝে অনেকেই মার্কেট এর মুভমেন্ট নিয়ে খুব একটা বুঝে না, এনালাইসিস জানে না, তারা যা করে তা হছে চার্ট এর মুভমেন্ট খেয়াল করে, চার্ট টি কতটুকু মুভমেন্ট করে সেটা বুঝে শুনে তারা যেকোনো একটা ট্রেড নেই, এবং অল্প কিছু প্রফিট এর মাঝে তারা ট্রেড গুলো ক্লাসে করে দেয়, তাই তারা লবের টাইম ফ্রেম ই ট্রেড করে.

maziz6989
2016-01-25, 08:29 PM
আসলে আমরা যারা বাংলাদেশি ট্রেডার আছি তারা মার্কেট এ আসার আসার আগেই চিন্তা করি কেমন করে স্ক্যল্পিং করা যায়। তাই আমরা প্রথমেই মনে করি আমি অনেক বড় একজন ট্রেডার যে চাইলেই যে কোন দিকে মার্কেট মুভ করাতে পারব। এই মনে করে আমরা গনহারে স্ক্যাল্পিং করতে যাই এবং যা হওয়ার কথা তাই হয় আমাদের সাথে। পরে আমরা মার্কেট কে দোষ দেই এই বলে যে এটা স্বপ্নবাজি।

Md Akter Hossain
2016-01-25, 08:46 PM
আমার কাছে মনে হয় লোয়ার টাইমফ্রেমে ট্রেড করার থেকে হাইয়ার টাইমফ্রেমে ট্রেড করা অনেক নিরাপদ ও প্রফিটেবল । লোয়ার টাইমফ্রেমে মার্কেটের ডিরেকশন সঠিকভাবে বুঝা যায় না । কিন্তু হাইয়ার টাইমফ্রেমে মার্কেটের ডিরেকশন সঠিকভাবে বুঝা যায় । তাই রিস্ক অনেক কম থাকে ।

Marufa
2016-02-15, 07:52 PM
আমি মনে করি কোন টাইমফ্রেম ব্যবহার করবেন এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার ট্রেডিং এর স্ট্রাটিজির ওপর । আপনি কিভাবে আপনার ট্রেডিং এর পরিকল্পনা করছেন তার উপর নির্ভর করবে আপনি কোন টাইমফ্রেম ব্যবহার করবেন । মনে করুন আমি স্ক্র্যাফ্পিং করেন তাহলে আপনি যদি বড় টােইমফ্রেম ব্যহহার করেন তবে কোন দিনই সফল হতে পারবেন না ।

MotinFX
2016-02-15, 10:34 PM
ফরেক্স মার্কেটে লস করার আরেকটা কারন হল কম সময়ের টাইম ফ্রেম ব্যাবহার করা। আমরা বুঝতে পারিনা কোন টাইম ফ্রেম ব্যাবহার করলে ফরেক্স মার্কেট থেকে সফলতা বের করা সহজ হবে। সেটা আমাদের কে দীর্ঘ দিন এনালাইসিস করে বের করতে হয়। আমার কাছে এক ঘন্টা এবং ডেইলি টাইম ফ্রেম ভাল লাগে।

dursy
2016-02-15, 10:47 PM
ছোট টাইমফ্রেম এ ট্রেড করলে রিক্স অনেক বেশি। কিন্তু বড় টাইমফ্রেমে ট্রেড ওপেন করলে রিকস কম। তবে বড় টাইমফ্রেম এ ট্রেড করলে আপনাকে অবশ্যই ডিপজিট বেশি করতে হবে। তাছাড়া ক্যান্ডেল সম্পর্কে ভাল ধারনাও থাকতে হবে। আমার মনে হয় ৩০ মিনিটের টাইমফ্রেম ব্যাবহার করা উত্তম।

Furkan
2016-03-13, 02:10 PM
আমরা সবাই কম বেশী জানি তাহলো টাইম ফ্রেম হলো ২ প্রকার এক হলো লং টাইম ফ্রেম দুই হলো সট টাইম ফ্রেম। সট টাইম ফ্রেম হলো ১ মিনিট থেকে ৩০ মিনিট টাইম কে বলে। আর লং টাইম ফ্রেম হলো ১ ঘন্টা থেকে ১ মাস টাইম কে। আর যারা রিকস নিয়ে অধিক লাভের আশা করে তারা সট টাইম ফ্রেম এ ট্রেড করে। আর যারা রিকস না নিয়ে কম লাভের আশা করে তারা লং টাইম ফ্রেম এ ট্রেড করে।

fatemaakhter
2016-03-13, 02:19 PM
আসলে আপনি ফরেক্স মার্কেটে যে ধরনের ট্রেড করেন না কেন সেটা লং ট্রেড হক বা শর্ট ট্রেড বা সুইং ট্রেড বা স্কালপিং হকনা কেন আপনার যদ ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন কোন অভিজ্ঞতা বা দক্ষতা অর্জন রতে না পারেন তাহলে তো আপনি লস খাবেন তবে ফরেক্স মার্কেটে স্কাল্পিং এর চেয়ে লং টেডের সুবিধা বেশি।আমি ফরেক্স মার্কেটে লং ট্রেড করি। আপনি প্রথম অবস্থায় লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করলে লস করার সম্ভাবনা বেশি থাকে ।

Realifat
2016-03-13, 03:19 PM
আপনি অনেক ভালো বলেছেন।ফরেক্স এমন একটা মার্কেটে যেখানে মার্কেট বুঝার জন্য টাইমফ্রেম রয়েছে।সচরাচর লং টাইমফ্রেমে মার্কেটের প্রকৃত অবস্থা জানা যায় আর লোয়ার বা সর্ট টাইমফ্রেমে মার্কেটের সাময়িক অবস্থা জানা যায়।কিন্তু নতুনরা প্রকৃত বিষয়টা না বুঝে দ্রুতই প্রফিট করার জন্য লোয়ার টাইমফ্রেমে ট্রেড করে এবং বেশিরভাগে লস করে ফেলে।

Md Akter Hossain
2016-03-13, 08:30 PM
লোয়ার টাইম ফেমে ট্রেড করলে সাধারণতো সারাক্ষণ মেটা ট্রেডারের সামনে চোখ রাখতে হয় । যেটা আমার পক্ষে খুব কঠিন কিছু । কেননা আমাকে আমার অফিসের কাজের ফাকে ফাকে ট্রেড করতে হয় । তাই অামি হািইয়ার টাইম ফেম অনুসরণ করি । এতে করে আমাকে বার বার পিসি চেক করতে হয় না ।

darda7538
2016-03-13, 08:36 PM
আমি লোয়ার টাইম ফ্রেম এ স্ক্যাল্পিন করা যায় । বড় ধরনের ট্রেড ধরা যায় না । এতে লস হবীর সভাবনা বেশি থাকে ।

sharifulbaf
2016-03-22, 07:02 PM
ফরেক্স মার্কেটে যারা স্কাল্পিং করে তাদের জন্য হচ্ছে লোয়ার টাইম ফ্রেম তাই ভাল করে প্রফিট করা যায় স্কাল্পিং করে,যদি মার্কেটের লং ট্রেড করতে চান তাদের জন্য লং টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করা,ফরেক্স মার্কেটে অমাদের ট্রেডিং করার জন্য ভাল হল লং টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করা।

hipo777
2016-08-24, 04:10 AM
সবসময় তারা শর্তক থাকে । মার্কেটের ক্সে খুব ভাল ইমপ্যাক্ট কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ফেলে এর নিউজ। আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে । মুভমেন্ট বুঝে তারা ট্রেড করে কখনো লোভ করে না । নিজের শততার উপর বিশাস্ব রেখে সবসময় ট্রেড করে

hipo777
2016-08-24, 04:12 AM
ঠিক তেমনি আবর কষ্টও দেই.কিন্তু এই সাইট ফলো করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। নিউজ এর জন্য।তবে আমি ব্যক্তিগত ভাবে forexfactory ফলো করি।কারন এই সাইটের নিউজ গুলি সহজে বুঝা যায় এবং দ্রুত পাওয়া যায়। এঅবেগকে পাশে রেখে কাজে মনঘোগ দিলে ভালো করা সম্ভব.কারণ এঅবেগ এর বশবর্তী হয়েই আমরা অনেক সময় ভুউল সিদ্ধান্ত নেয়ে থাকি.তাই আমাদের উচিত ভুউল থেকে শিখা আর সফলতা কে অনুসরণ করা

hipo777
2016-08-24, 04:13 AM
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।

hipo777
2016-08-24, 04:24 AM
নালাইসিস আছে সে গুলকে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। b ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে

hipo777
2016-08-24, 04:26 AM
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ

hipo777
2016-08-24, 04:27 AM
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।

hipo777
2016-08-24, 04:38 AM
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু

hipo777
2016-08-24, 04:40 AM
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা

hipo777
2016-08-24, 04:42 AM
ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু দেকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। শের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং

uzzal05
2016-08-24, 11:03 AM
ফরেক্স মার্কেট এ দিনে ১০ টা ট্রেড করার চাইতে মাসে ১০-১৫ ট্রেড করা অনেক ভাল। হাইয়ার টাইমে ফ্রেম এ ট্রেড সেটাপ কম পাওয়া যায়। কম হলে এখানে রিস্ক রেশিও থাকে অনেক। ১০-১৫ টা ট্রেড করেই মাস ৫০০-১০০০ পিপস এর বেশি আয় করা যায়। লোয়ার টাইম ফ্রেম ট্রেড করে বেশিরভাগ সময় ট্রেড এ লস হয়।

sheam
2016-08-24, 11:41 AM
স্ক্যল্পিং যারা করে তাদের জন্য লোয়ার টাইমফ্রেম ভাল। সাধারণ 1-30 মিনিট এর টাইমফ্রেম গুলো লোয়ার টাইমফ্রেম হিসেবে পরিচিত।কিন্তু নতুনদের জন্য এটা অনেক বিপদজনক। কারন লোয়ার টাইমফ্রেম দেখে মাকেট এর ট্রেন্ড সম্পকে কিছুই ধারনা করা যায় না।

Md Sanuwar Hossain Hossai
2016-08-24, 02:58 PM
আমি মনেকরি,, ফরেক্স ট্রেডারদের মধ্যে যারা নতুন ট্রেডার তাদের প্রথমে লং টাইম ফ্রেমে ট্রেড করা উচিৎ। লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করা নতুন ট্রেডারদের পক্ষে সম্ভব নয়। লোয়ার টাইম ফ্রেম শিখতে হলে আগে লং টাইম ফ্রেমের মুভমেন্ট বুঝতে হবে।। ফরেক্স ট্রেডিং করারচজন্য লং টাইম ফ্রেমই আমার কাছে অনেক ভাল মনে হয়।।।

mithun30
2016-12-01, 12:13 AM
ফরেক্স ট্রেডিং এর জন্য মোট চারটি সেশন আছে । এর মধ্যে সবচেয়ে ট্রেডিং এর উপযুক্ত সেশন হল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা । এছাড়াও সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পযর্ন্ত ট্রেডিং করা যেতে পারে ।

ONLINE IT
2016-12-01, 02:12 PM
৫ মিটিন বা ১৫ মিনিটের টাইম ফ্রেমে তারাই কাজ করে যারা ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ। মার্কেটের মুভমেন্ট ভাল করে বুঝতে পারে। নতুনদের উচিত এই দুই টাইম ফ্রেমে এড়িয়ে চলা। আমার মতে নতুনদের ঘন্টা এবং ৪ঘন্টার টাইম ফ্রেমে দেখে ট্রেড করা উচিত। তাহলেই তারা ভাল করতে পারবে। আর যারা অভিজ্ঞ তাদের কথা ভিন্ন।

kumarkhali
2016-12-01, 02:57 PM
ফরেক্স এর টার্মিনাল এর চার্ট এ ১ মিনিট থেকে ১ মাস পর্যন্ত টাইম ফ্রেম থাকে, আর এই টাইম ফ্রেম দেখেই সব ট্রেডার করে থাকেন, আমি যেটা মনে করি সব থেকে ভালো টাইম ফ্রেম হল ১ ঘণ্টা থেকে ৪ ঘণ্টা, কিন্তু যারা ফরেক্স মার্কেটে নতুন আসে তারা আসলে লং টাইম টা ইউস করতে পারে না, কারন তাঁদের জন্য এতো সময় টা অপেক্ষা মানেতে পারে না, তাই আমার মনে হয় নতুন্দের জন্য লং টাইম টা ভালো।

uzzal05
2016-12-01, 03:26 PM
আমি ও যখন ট্রেড শুরু করি তখন লোয়ার টাইম ফ্রেম ট্রেড করতাম। তখন হাইয়ার টাইম্ফ্রেম যে কি সেটা বুঝতামই না। শুধু মনে করতাম স্কাল্পিং করাই ভালো। এতে দ্রুত প্রফইট আসে। কিন্তু যা দেখালাম ফরেক্স এ দ্রুত আয় করা সম্ভব না। এখানে ধীরে ধীরে আগাতে হবে।

ucall
2017-02-09, 04:20 PM
আমরা জানি মার্কেটে টাইম ফ্রেম দুই ধরনের । ১। শর্ট টাইম ফ্রেম ২। লং টাইম ফ্রেম। শর্ট টাইম ফ্রেম কেই আপনি লোয়ার তাইম ফ্রেম বলেছেন। ১মিনিট, ৫মিনিট, ১৫ মিনিট, ৩০মিনিট টাইম্ফ্রেম কে শর্ট টাইম ফ্রেম বলে। শর্ট টাইম ফ্রেম দিয়ে মার্কেট ভালোভাবে এনালাইসিস করা যায় না। স্ক্যাল্পিং এর জন্য শর্ট টাইম ফ্রেম ব্যবহার করা হয়। আমার মতে শর্ট টাইম ফ্রেম ব্যবহার করা উচিৎ নয়।

siddiquecec
2017-02-09, 06:16 PM
আমি কয়েক বছর এরকম করেছি লস করেছি। তাই আমাদের নতুন আর পরাতন যে কেউ হই না কেন কমপক্ষে 30 মিনিটের টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেড করা দরকার। লোয়ার টাইমফ্রেমে যেমন ঝুকি বেশি তেমন analysis করা খুব কঠিন। তবে EA trade করলে আপনি লোয়ার টাইমফ্রেমগুলি কাজে লাগাতে পারবেন।

nbfx
2017-02-11, 12:24 PM
আমি অনুরোধ করব লোয়ার টাইমফ্রেম পরিহার করুন। তাহলেই আপনি নিয়মিত লাভ করতে পারনে। আমার ট্রেডের ইতিহাস থেকে বলছি ২ বৎসর যাবৎ আমি লস করেছি শুধু লোয়ার টাইমফেম ব্যবহার করে। বর্তমানে ৪ বৎসর যাবৎ নিয়মিত লাভ করে যাচ্ছি ইনশাল্লাহ। নিশ্চিন্তে ট্রেড করি কোন টেনশন থাকে না। বেশিক্ষণ ট্রেডে সময় দিতে হয় না। টাইমফ্রেম এখানে বিবেচ্য বিষয়, ৪ঘন্টার নিচে কোন টাইমফ্রেম ব্যবহার করবেন না।

sujon30
2017-02-11, 01:21 PM
সর্ট টাইম ফ্রেম ব্যবহার মানেই হল 1 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত। আমি বেশীর ভাগ সর্ট টাইম কম ব্যবহার করি। কারন আমি অতি কম সময় দিয়ে আমি ভাল করে বুঝার চেষ্টা করি সর্ট টাইম ব্যবহার করে। যখন আমি ভাল কোন পজিশন দেখি যে লঙ্গ টাইম মার্কেট ভাল যাবে। তখন আমি লঙ্গ টাইম ব্যবহার করি।

maziz6989
2017-02-11, 01:50 PM
সত্যি কথা বলতে কি একসময় আমিও সেইম ভূল গুলো করেছি। আমি এমন ও হয়েছে গোল্ডও ট্রেড করেছি ৫ মিনিটের চার্টে। এখন আমার প্লাটফর্মে ৪ ঘন্টার নিচে কোন টাইম ফ্রেমই নাই। আমি এখন চার ঘন্টার নিচে কোন টাইম ফ্রেম ভূল করেও দেখি না।

lemon777
2017-02-15, 02:11 PM
আমি বলবো নতুনদের জন্য লওয়ার টাইমফ্রেম কোন ক্রমেই উচিত নয়। লওয়ার টাইমফ্রেম মূলত স্ক্যল্পার দের জন্য। আর আপনি যদি নবাগত হন এবং ছোট টাইম ফ্রেমে ট্রেড করেন তবে তা আপনার জন্য সুফল এর অধিক কুফল বয়ে আনবে। আগে বড় টাইমফ্রেমে নিজের হাত পাকিয়ে ছোট টাইম ফ্রেমে আসা ভাল।

riponinsta
2017-02-15, 02:28 PM
আমি আপনার সাথে একমত কারন নতুন ফরেক্স ট্রেডার ছোট টাইম এ ট্রেড করে অ্যাকাউন্ট ০ করে ফেলে কিন্তু তারা যদি একটু বড় টাইম এ ট্রেড করতো তাহলে বুঝত ট্রেড কোন দিকে আছে আর আপনি যদি সেই দিকে ট্রেড করেন তা হলে আপনার লস ট্রেড হবার সম্ভাবনা কম থাকবে তাই আপনি যদি ছোট টাইম এ ট্রেড করেন তা হলে বড় টাইম দেখে নিবেন ট্রেড কোন দিকে আছে তা হলে লস হবে কম আর লাভ হবে বেশি ফরেক্স মার্কেট

Mamun13
2017-02-15, 02:31 PM
লোয়ার টাইমফ্রেমে ট্রেড করা মানেই হলো শর্ট টার্ম ট্রেডিং বা স্ক্যাল্পিং করা৷স্ক্যাল্পিং করা মানেই হলো হাই রিস্কে ট্রেড করা৷যার কারনে নতুন ট্রেডারগণ বার বার তাদের পুজিঁ লস করতেই থাকবে৷লসের হাত কোনো রকম রেহাই পাবেনা৷তাই নতুনদের অবশ্যই হায়ার টাইমফ্রেমে বা লং টার্ম ট্রেড করে করে অভ্যস্ত হতে হবে৷হায়ার টাইম ফ্রেমেই একমাত্র নিরাপদে ট্রেড করতে পারবেন৷

Md Masud
2017-05-26, 10:43 AM
১মিনিট, ৫মিনিট, ১৫ মিনিট, ৩০মিনিট টাইম্ফ্রেম কে শর্ট টাইম ফ্রেম বলে । শর্ট টাইম ফ্রেম দিয়ে মার্কেট ভালোভাবে এ্যানালাইসিস করা যায় না । স্ক্যাল্পিং এর জন্য শর্ট টাইম ফ্রেম ব্যবহার করা হয় । লোয়ার টাইমফ্রেমে মার্কেটের ডিরেকশন সঠিকভাবে বুঝা যায় না । কিন্তু হাইয়ার টাইমফ্রেমে মার্কেটের ডিরেকশন সঠিকভাবে বুঝা যায় । তাই রিস্ক অনেক কম থাকে ।

uzzal05
2017-06-16, 09:04 PM
৫-১৫ মিনিটের চার্ট এ ট্রেড করেও প্রফিট করা যায়। কিন্তু যারা অভিজ্ঞ তারা ঠিকই প্রফিট করতে পারে। আর যারা অনভিজ্ঞ তারা মার্কেট থেকে প্রফিট করতে পারে না। আমি লোয়্যার টাইম দেখে মাঝে মাঝে স্ক্লাপিং করি। কিন্তু লং ট্রেড করার জন্য হাইয়ার টাইমফ্রমে অনুসরন করি।