View Full Version : ফরেক্স শুরু করার পূর্বে আপনাকে কি কি জানা উচিত???
Emarif
2020-06-27, 11:52 PM
ফরেক্স মার্কেটপ্লেস একটি আকর্ষণীয়, সম্ভাবনাময় এবং চ্যালেঞ্জিং। প্রচুর ট্রেডার রয়েছেন যারা শুধুই আকর্ষণের তাগিদেই ফরেক্স ট্রডিং শুরু করে। কিন্তু এটা সত্য যে ফরেক্স এ সবাই গেইন করতে পারে না। তাই যেসকল জিনিস ফরেক্স ট্রেডিং শুরু করার পূর্বেই আমাদের জানা অত্যান্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয় গুলো নিম্নে দেওয়া হল..........
১। একটি নির্দিষ্ট, সুগঠিত পরিকল্পনা থাকতে হবে।
২। নিজের সীমা সম্পর্কে জানতে হবে।
৩। ফরেক্স অর্থ উৎপাদনের মেশিন নয়।
৪। নিজের ধৈয্যধারনের সীমা কতটুকু।
৫। অর্থ উপার্জনের জন্য যেমন প্রয়োজন প্রচুর মেধা ও পরিশ্রম, ঠিক তেমনই প্রয়োজন হয় অর্থের।
৬। ব্রোকারের অবদান কতটুকু।
এইসকল জিনিস জেনে বুঝেই আমাদেরকে ফরেক্স এ আশা উচিত।
K.K.BABY
2020-06-28, 08:39 AM
অধিকাংশ ট্রেডাররা ফরেক্স মার্কেটে ব্যাবসা করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করার আশা করে।আর সেই লক্ষ্যে ফরেক্স মার্কেটে ব্যাবসা করে।কিন্তু ফরেক্স মার্কেটে এসেই ৯৫%ট্রেডাররা তাদের গতি হারিয়ে ফেলে।এর কারন হলো তারা অতিরিক্ত লোভের কারনে ফরেক্স মার্কেটের থেকে প্রচুর ক্ষতির সম্মুখীন হয় যার কারনে একটা সময় ফরেক্স মার্কেট বাদ দেওয়ার চিন্তাভাবনা করে। তাই ফরেক্স মার্কেটে প্রবেশ করার আগে যেসকল বিষয়গুলি আপনাকে জানতে হবেঃঃ
১। ফরেক্স কি? এবং কিভাবে কাজ করতে হয়।
২। মিনিমাম ৬-১২ মাস ডেমোতে প্রাক্টিস করতে হবে।
৩। টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস বুঝতে হবে।
৪।একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে।
৫।আপনি কোন ব্রোকারে ব্যাবসা করবেন?কতোটুকু নির্ভরশীল সেই ব্রোকারের উপর।
Mahmud1984fx
2020-06-28, 09:55 AM
ফরেক্স শুরু করার পূর্বে জানা উচিত : কম্পিউটার/স্মার্টফোন চালাতে জানা,ইন্টারনেট সম্পর্কে ভাল ধারণা,ফরেক্স সম্পর্কে বিস্তারিত তথ্য, ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে বাস্তব জ্ঞান- এ্যাকাউন্ট ওপেন,কিভাবে ট্রেড করতে হয় ?, কিভাবে লাভ-লস হয়-নিয়ন্ত্রণ করতে হয় ? মানি ম্যানেজমেন্ট কি-প্রয়োগ নীতিমালা ?,লিভারেজ,লট,টেকপ্র িট-স্টপলস,ট্রেন্ড লাইন এবং মার্কেট এ্যানালাইসিস ইত্যাদি বিষয়ে জানতে হবে। ফরেক্সে কিভাবে টিকে থাকা যায় তাও বিস্তারিত জানতে হবে।
FREEDOM
2020-06-28, 12:07 PM
ফরেক্স মার্কেটে আশার পুর্বে অনেকেই ফরেক্সকে টাকার মেশিন মনে করে থাকে যেটা আসলে অনেকেরই ভুল ধারনা। ফরেক্স সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন না করে ফরেক্সে ট্রেডিং করতে আশা উচিত নয়।
ফরেক্সে ট্রেড করতে হলে প্রথমত আপনাকে মেধাবী হতে হবে বলেই আমি মনে করি, এছারা নিজেদের যথেষ্ট পরিশ্রম ও ধৈর্য ধরে ট্রেড করতে হবে। সর্বোপরি মার্কেটে ট্রেড করার আগে একটি প্রোপার স্ট্রাটেজি সেটআপ করেই চালিয়ে যেতে হবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.