PDA

View Full Version : লন্ডন,নিউইয়র্ক,সিড নী ও টোকিও সেশনগুলো মার্কেট ট্রেন্ড লাইনকে কতটুকু প্রভাবিত করে। ?



Mahmud1984fx
2020-06-28, 11:09 AM
যতটুকু বুঝেছি ফরেক্স মার্কেটে ট্রেন্ড লাইন অনেক গুরুত্বপূর্ণ। কেউ যদি সঠিকভাবে ট্রেন্ড লাইন বুঝতে বা ধরতে পারে তার জন্য প্রফিট করা একেবারেই সহজ হয়ে যায়। ফরেক্স মার্কেটে ২৪ঘন্টাকে চারটি সেশনে ভাগ করা হয়েছে। এই সেশনগুলো মার্কেট ট্রেন্ড লাইনে কতটুকু প্রভাব ফেলে ? লন্ডন সেশনে ( দুপুর ১.০০- রাত ১০.০০) এ্যাক্টিভ কারেন্সি EUR, GBP, CHP, নিউইয়র্ক সেশনে (সন্ধ্যা ৬.০০-রাত ৩.০০) এ্যাক্টিভ কারেন্সি USD, CAD, সিডনী সেশনে (রাত ৩.০০-দুপুর ১২.০০) AUD,NZD এবং টোকিও সেশনে (ভোর ৬.০০ - দুপুর ৩.০০) JPY। সেশন অনুযায়ী ঐসময়গুলোতে উক্ত কারেন্সিগুলো সবচেয়ে বেশী লেনদেন হয়। ঐসময়গুলোতে উক্ত মুদ্রাগুলোর লেনদেন যেমন বেড়ে যায় ,সাথে সাথে মার্কেটের উঠানামাও বেড়ে যায়। ট্রেন্ড লাইন বোঝার জন্য এগুলো কতটুকু গুরুত্বপূর্ণ ? মতামত চাই । ধন্যবাদ।



ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297

Hasinapx
2020-06-28, 11:52 AM
আমার মনে হয় অবশ্যই এই সেশনগুলো ট্রেন্ড লাইনকে প্রভাবিত করে। কারণ ভিন্ন ভিন্ন সেশনে ভিন্ন কারেন্সীগুলোর ব্যাপক লেনদেন হয় , মার্কেট ও দ্রুত উঠানামা করে, মার্কেটের গতিও বেড়ে যায়। তখন মার্কেট ট্রেন্ড লাইন সেশন অনুযায়ী বেশী দ্রুতগামী হওয়ায় এ্যানালাইসিস করে ট্রেড করা তখন বেশ কঠিন হয়ে যায়। শুধুমাত্র চার্ট দেখে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করলে ভাল প্রফিট আসতে পারে। আবার বেশী রিস্ক নিলে ব্যালেন্স ও জিরো হওয়ার সম্ভাবনা থাকে।

FREEDOM
2020-06-28, 12:12 PM
ফরেক্স মার্কেটকে চারটি সেশনে ভাগ করা হয়েছে। আর এর মধ্যে আমার কাছে দুটি সেশন গুরুত্বপূর্ণ বেশি বলে মনে হয় এক লন্ডন সেশন এবং দ্বিতিয়টি নিউইয়র্ক সেশন। মার্কেট যখন লন্ডন সেশনের মাঝামাঝি এবং নিয়ইয়র্ক সেশনের শুরুতে থাকে তখন মার্কেটে ট্রেডারদের সংখ্যা অনেক বৃদ্ধি পায়। এ অবস্হায় মার্কেটে সাপোর্ট রেজিস্টান্স , ট্রেন্ড লাইন এগুলো স্ট্রং হিসেবে কাজ করে এবং মুভমেন্টও অন্য সেশনের তুলনায় বেশি হয়ে থাকে।

Starship
2020-06-28, 03:21 PM
ফরেক্স মার্কেটে সেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সেশন গুলো ট্রেড লাইনকে অনেক ভাবে প্রভাবিত করে থাকে। ফরেক্স মার্কেটে সেশন গুলো সাধারণত চার ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটাই গুরুত্বপূর্ণ তবে এর মধ্যে লন্ডন সেশন ও নিউইয়র্ক সেশন বেশী গুরুত্বপূর্ণ। এই সেশনে ট্রেডারদের সংখ্যা বেশী হওয়ায় এই সময় বেশী মুভমেন্ট হয়।

Mas26
2020-06-28, 04:20 PM
প্রতিটাই গুরুত্বপূর্ণ তবে এর মধ্যে লন্ডন সেশন ও নিউইয়র্ক সেশন বেশী গুরুত্বপূর্ণ।*
মার মনে হয় অবশ্যই এই সেশনগুলো ট্রেন্ড লাইনকে প্রভাবিত করে। কারণ ভিন্ন ভিন্ন সেশনে ভিন্ন কারেন্সীগুলোর ব্যাপক লেনদেন হয় , মার্কেট ও দ্রুত উঠানামা করে, মার্কেটের গতিও বেড়ে যায়।*

mamunjd97
2020-06-28, 08:35 PM
ট্রেন্ড হলো মার্কেটের একটি স্বাভাবিক মুভমেন্ট। মার্কেট ট্রেন্ড কখনো সোজাসুজিভাবে চলে না। মার্কেট মূলত; প্রগতিশীল : কখনও উর্ধ্বমুখী কখনও নিম্নমুখী আবার কখনও সমান্তরাল থাকে। ট্রেন্ড লাইন মূলত: টেকনিক্যাল এ্যানালাইসিসের সবচেয়ে জনপ্রিয় একটি টুল। সেশন ৪টি : সিডনী,টোকিও,লন্ডন এবং নিউইয়র্ক ।আমি মনে করি ট্রেন্ড লাইনের সাথে এই সেশনগুলোর সম্পর্ক নিবিড়ভাবে জড়িত। যেমন লন্ডন সেশন দুপুর ১.০০ - রাত ১০.০০ আর নিউইয়র্ক সেশন সন্ধ্যা ৬.০০ - রাত ৩.০০ । দেখা যায় লন্ডল এবং নিউইয়র্ক দুটি সেশন সন্ধ্যা ৬.০০ - রাত ১০.০০ নাগাদ একই সাথে অবস্থান করায় মার্কেট মুভমেন্ট খুব বেশী হয় ।

Emamul
2020-06-28, 10:34 PM
আমরা যদি এই সেশন গুলো ঠিক মত ফলো করি তাহলে দেখতে পাবো যে যখন দুটি সেশন এক সাথে চালু হয় তখন মার্কেটের ভোলাটিলিটি বেড়ে যায়। ফলে মার্কেট প্রচুর উঠানামা করে। এই সময় ট্রেড নেয়ার জন্য উপযুক্ত সময়। তাই আমাদের সেশন অনুযায়ী নির্ধারিত পেয়ারে ট্রেড করলে আশানুরূপ ফলাফল পেতে পারি।