PDA

View Full Version : পিপস এবং পিপেটিস কি ও এর গুরুত্ব কতটা???



Emarif
2020-06-30, 12:42 AM
ফরেক্স ট্রড শেখার প্রাথমিক ধাপ হচ্ছে, পিপস এবং পিপেটিস। পরেক্স ট্রেড শেখার জন্য আপনি যখন ঘাটাঘাটি শুরু করবেন তখন বার বার এই দুটি নাম আপনার সামনে আসবে। নতুন ট্রেডার ভাইদের জন্য এই পিপস এবং পিপেটিস বিষয় সম্পর্কে ধারণা থাকাটা অত্যন্ত আবশ্যক।

১. পিপস- হচ্ছে পিপস হচ্ছছে একটি পরিমাপের একক যা দুটি কারেন্সসির দুটি মধ্যকার পার্থক্যকে পরিমাপ করে, মনে করি, eur/usd কারেন্সি পেয়ার এর মান 1.1050 প্রাইস থেকে 1.1051 প্রাইসে পরিবর্তিত হল। এর অর্থ হচ্ছে এই কারেন্সি পেয়ারে 0.0001 usd বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এর ভেলু বেড়েছে ১ পিপ।

2. অপরদিকে পিপেটিস হচ্ছে কোন একটি কারেন্সি পেয়ারে দশমিক এর পরের ৫ নং ডিজিটকে বলে।
ধরুন, gbp/usd কারেন্সি পেয়ারের মান 1.30542 থেকে 1. 30543 এ পরিবর্তিত হল। এর অর্থ হচ্ছে এই কারেন্সি পেয়ারে 0.00001 usd বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এর ভেলু বেড়ছে 1 পিপেটিস।

habibi
2020-06-30, 05:40 PM
ফরেক্সে শেখার প্রথম শব্দটি আসে তা হল পিপস এবং পিপেটিস। পিপস এবং পিপেটিস কি এটি না বুঝলে ফরেক্স করা সম্ভব হলে ধারনা করা হয়। তবে এটি জটিল কিছু নয়।

পিপস
পিপস কি দুটি মুদ্রার মধ্যে মান পরিবর্তন করার পরিমাপের একককে "পিপস " বলা হয়। কোন কারেন্সি পেয়ারে দশমিক এর পর চার টা ডিজিট থাকে তার একক পরিবর্তন হল ১ পিপস মুভমেন্ট। একটি উদাহরণ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি- ধরুন eur/usd পেয়ারের এক্সচেঞ্জ রেট হল ১.৪৪৫০ এখন দাম বেড়ে যদি ১.৪৪৫১ হয় তাহলে ১ যে বেড়েছে সেটিই পিপ্স অর্থাৎ আমরা বলতে পারি যে eur/usd পিপ্স বেড়েছে। যদি eur/usd পেয়ারের এক্সচেঞ্জ রেট ১.৪৪৫০ থেকে বেড়ে ১.৪৫৬০ হয় তাহলে আমরা বলতে পারি যে এটি ১০ বিপ্স বেড়েছে। অর্থ .(দশমিক) এর পরে সর্বশেষ সংখ্যার পরিবর্তন হল পিপ্স।

পিপেটিস
কোন কারেন্সি পেয়ারে দশমিক এর পর পাঁচ টা ডিজিট থাকে তার একক পরিবর্তন হল ১ পিপেটিস মুভমেন্ট। পিপেটিস হল পিপস এর ক্ষুদ্রতম একক। একটি উদাহরণ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি- ধরুন eur/usd পেয়ারের এক্সচেঞ্জ রেট হল ১.৪৪৫১০ এখন দাম বেড়ে যদি ১.৪৪৫১১ হয় তাহলে ১ যে বেড়েছে সেটিই পিপেটিস অর্থাৎ আমরা বলতে পারি যে eur/usd পিপেটিস বেড়েছে। যদি eur/usd পেয়ারের এক্সচেঞ্জ রেট ১.৪৪৫১০ থেকে বেড়ে ১.৪৪৫২০ হয় তাহলে আমরা বলতে পারি যে এটি ১০ পিপেটিস বেড়েছে। অর্থ .(দশমিক) এর পরে সর্বশেষ সংখ্যার পরিবর্তন হল পিপেটিস।

DEARMUM100
2020-07-05, 01:18 PM
পিপস -ফরেক্স মাকের্টে কোনো কারেন্সি পেয়ারের দশমিকের পর ৪র্থ সংখ্যার প্রতি এক একক পরির্বতন বা মুভমেন্টকে পিপ বলে।পিপস হচ্ছে পিপ এর বহুবচন। যেমন-মাকের্টে আজকে ১২০পিপস পরির্বতিত হয়েছে।অনেকে পিপসকে পয়েন্ট ও বলে।আন্তজার্তিকভ বে পিপসই বহুল পরিচালিত। ফরেক্স মাকের্টের মুভমেন্ট সঠিকভাবে জানার জন্য পিপস এর সাহায্য গণনা করা হয়।
পিপেটস-কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকেরর পর পাচঁ ডিজিট থাকে।পিপেটিস হলোও পিপস এর ক্ষুদ্রতম একক