PDA

View Full Version : ফরেক্স মার্কেটে সফলতার সীমা বলতে আমরা কতদূর কি বুঝি ?



IFXmehedi
2020-07-02, 12:01 AM
ভাই আমরা সবাই ফরেক্স মার্কেটে সফল হতে চাই কিন্তু আমার কাছে একটা বিষয় একটু ক্লিয়ার হতে হবে ফরেক্স মার্কেটে সফল হওয়াটা বলতে আমরা কি বুঝি ? কিংবা কত ডলার প্রফিট করলে আমরা ফরেক্স মার্কেটে নিজেকে সফল বলে দাবি করতে পারব ? আমার কাছে ফরেক্স মার্কেটে সফল হওয়াটা প্রফিট এর উপর নির্ভর করে না । আমি মনে করি এটা নির্ভর করে আপনি মার্কেটটি বুঝে আপনি যে ট্রেড গুলো করছেন সেগুলো থেকে আপনি কি আপনার এনালাইসিসকে সঠিক প্রমাণিত করতে পারছে । আমি মনে করি যদি আপনার এনালাইসিস সঠিক হয় তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফল একজন ট্রেডার হতে পারবেন । আপনাদের কাছে কি মনে হয় ?

Emarif
2020-07-02, 01:20 AM
ভাই, আপনি সঠিক বলেছেন কেননা ফরেক্স এমন একটি মার্কেটপ্লেস যেখানে সফল হতে হলে, অবশ্যই ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান পর্যাপ্ত পরিমাণ অর্জন করতে হবে। আর ফরেক্স সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে নিজেকে প্রমান করতে পারাই হচ্ছে ফরেক্স এ একজন সফল ট্রেডার হিসেবে নিজেকে দাবি করা।
আর হ্যা এটা সত্য এবং সবাইকেই মানতে হবে যে ফরেক্স এ একজন সফল ট্রেডার প্রমাণ করনে নিজের এনালাইসিস দ্বারা ফরেক্স থেকে প্রফিট অর্জন করাটাই বোঝানো হয়।

FATEMARUMA
2020-07-02, 07:31 AM
ফরেক্স সফলতা মানে আমার মতে একটি ধারাবাহিক আয় এর নিশ্চয়তা। আর এটা সম্ভব তার পক্ষে চিনি কাজ শিখে ট্রেডিং করা শুরু করেন।

FATEMAKHATUN
2020-07-02, 07:47 AM
আমার মতে ফরেক্স মার্কেটে সফলতা বলতে একটা স্থায়ী ইনকাম ডেভেলপকেই বোঝায়। অর্থাৎ নিয়মিত ধারাবাহিক লাইফটাইম ইনকামের নিশ্চয়তায় আমার মতে স্থায়ী সফলতা।

HASIBURRAHMAN
2020-07-02, 09:03 AM
ফরেক্স এর সফলতা মানে সাময়িক সফলতা নয়। অথবা প্রাথমিক কাছে ইনকাম করাও নয়। আমার মতে ফরেক্স এর সফলতা মানে ফরেক্স ট্রেডিং ভালো করে শেখা এরপর ধারাবাহিকভাবে অগ্রসর হওয়া।

Mahmud1984fx
2020-07-02, 12:25 PM
ফরেক্স মার্কেটে সফলতার সীমা প্রত্যেক ট্রেডারের নিজের উপর ডিপেন্ড করে। আপনার ফরেক্স ট্রেডিং নিয়ে স্বপ্ন,টার্গেট বা পরিকল্পনা কী ?ফরেক্স মার্কেটে আপনার টার্গেট বা পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়ে বা আপনার যে স্বপ্ন ছিল ফরেক্স ট্রেডিং নিয়ে তা যদি পূরণ হয়ে যায় তাহলে সেটাই আপনার সফলতা। আমি মনে করি যার যার স্বপ্ন বা টার্গেট পূরণই হলো তার সফলতার সীমা। এখানে সকলের স্বপ্ন বা পরিকল্পনা এক রকম নয় , এক এক জন ট্রেডারের স্বপ্ন এক এক রকম, এজন্য এক এক জনের সফলতার সীমাও এক এক রকম।

mamunjd97
2020-07-02, 01:56 PM
ভাই আমরা সবাই ফরেক্স মার্কেটে সফল হতে চাই কিন্তু আমার কাছে একটা বিষয় একটু ক্লিয়ার হতে হবে ফরেক্স মার্কেটে সফল হওয়াটা বলতে আমরা কি বুঝি ? কিংবা কত ডলার প্রফিট করলে আমরা ফরেক্স মার্কেটে নিজেকে সফল বলে দাবি করতে পারব ? আমার কাছে ফরেক্স মার্কেটে সফল হওয়াটা প্রফিট এর উপর নির্ভর করে না । আমি মনে করি এটা নির্ভর করে আপনি মার্কেটটি বুঝে আপনি যে ট্রেড গুলো করছেন সেগুলো থেকে আপনি কি আপনার এনালাইসিসকে সঠিক প্রমাণিত করতে পারছে । আমি মনে করি যদি আপনার এনালাইসিস সঠিক হয় তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফল একজন ট্রেডার হতে পারবেন । আপনাদের কাছে কি মনে হয় ?

আমি মনে করি আপনি যা টার্গেট করেন বা প্লান করেন বা যা করতে চান সেটা যদি অর্জিত হয় সেটাই আপনার সফলতার সীমা।আমি যেটা চাই বা যা করতে চাই সেটা যদি হাসিল হয়ে যায় সেটাই আমার সফলতার সীমা। তবে আমাদের সফলতার সীমা একেক জনের একেক রকম। ট্রেড করার সময় আমরা যা টার্গেট করি তা যদি সাকসেস হয়ে তাই ঐ ট্রেডের সফলতার সীমা। ধন্যবাদ।

MINARULRFL100
2020-07-02, 08:51 PM
ফরেক্স এর সফলার সীমা বলতে আমরা বুঝি ফরেক্স মার্কেটের থেকে আমরা আমাদের সব পাওনা শেষ করেছি।কিন্তু আমি ফরেক্স মার্কেটে সব সময় সফলতা পেতে চায়।কারন আমি যতো বেশি সফলতা পাবো ততো বেশি আমি আমার নিজের অর্থনৈতিক চাহিদা মেটাতে পারবো।তাই আমি মনে করে ফরেক্স এ কখনো সফলতার সীমা ভাবাটা ঠিক না।সব সময় নিজেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে।তাহলে সফলতা এমনিতেই ধরা দিবে।