PDA

View Full Version : নন বোনাস পোস্ট কি?



Starship
2020-07-02, 11:31 AM
নো বোনাস পোস্ট কি ?

আমি ফরেক্স এ নতুন গত মাসে (জুন ২০২০) ২৩ তারিখে আমি বাংলা ফরেক্স ফোরামে একাউন্ট খোলেছি। এর আগে আমার ইংরেজি ফরেক্স ফোরামে এক বছর কাজ করার অভিজ্ঞতা আছে। আমি এই সাত দিনে ১৫৩ টি পোস্ট করি। মাস শেষে ১৫৩ টি পোস্ট নো বোনাস পোস্ট (দ্যা বোনাস ফর দেম ইজনট কাউন্টেড) লিস্টে শো করছে। এর কারন জানতে চাই। অভিজ্ঞ ভাইদের কাছে মতামত আশা করছি।

ধন্যবাদ।

NEWVISION2020
2020-07-02, 12:50 PM
আপনি হয়তো জেনে থাকবেন যে ফোরামে আমরা গত মাসে যে পোস্ট করেছিস সেই পোষ্টের জন্য পরবর্তী মাসের 10 থেকে 12 তারিখের ভিতরে ফোরাম আমাদেরকে বোনাস প্রদান করে থাকে।আর আপনি যেটা বলেছেন এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে নয় বরং প্রত্যেকটা ট্রেডার এর ক্ষেত্রে হয়ে থাকে অর্থাৎ গত মাসে যতগুলো পোস্ট করা হয়েছে সেই পোস্টগুলো নতুন মাস শুরু হওয়ার আগে 30 তারিখে নো বোনাস লিস্টে জমা হয়ে যায়। তাই বলব এই বিষয় নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই।সেই সাথে আপনাকে আর একটা বিষয়ে অবগত করতে চাই তাহলো ফোরামের নিয়ম অনুসারে একজন ট্রেডারের ৎএকদিনে সর্বোচ্চ 10 টা পোস্ট করা উচিত।তবে আপনি চাইলে এর থেকে বেশি কষ্ট করতে পারবেন কিন্তু এই বাড়তি পোস্ট এর জন্য তারা বোনাস প্রদান করবে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে কেননা এটা ফোরামের নিয়মের বহির্ভূত।