PDA

View Full Version : লং টাইম ট্রেডিং এর জন্য কোন টাইমফ্রেম উপযোগী?



NEWVISION2020
2020-07-02, 12:39 PM
আমি সাধারণত ফরেক্স মার্কেটে লং টাইম ট্রেডিং করে থাকি কেননা এটা আমার কাছে যেমন কম ঝুঁকিপূর্ণ মনে হয় ঠিক তেমনি অনেক বেশি প্রফিটেবল বলেও মনে হয়ে থাকে।কারণ এই পদ্ধতিতে একজন ট্রেডার খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করার সুযোগ পায়। আর হ্যাঁ আমি এ পদ্ধতিতে ট্রেডিং করার সময় সাধারণত 30 মিনিট এবং 1 ঘন্টার টাইমফ্রেম ব্যবহার করে থাকি।কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আসলে লং টাইম ট্রেডিং এর জন্য সবথেকে উপযোগী টাইমফ্রেম কোনটা। অর্থাৎ কোন টাইমফ্রেম ব্যবহার করে ট্রেডিং করলে প্রফিট করার সম্ভাবনা বেশি থাকবে।

KF84
2020-07-20, 04:24 PM
আমি সাধারণত ফরেক্স মার্কেটে লং টাইম ট্রেডিং করে থাকি কেননা এটা আমার কাছে যেমন কম ঝুঁকিপূর্ণ মনে হয় ঠিক তেমনি অনেক বেশি প্রফিটেবল বলেও মনে হয়ে থাকে।কারণ এই পদ্ধতিতে একজন ট্রেডার খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করার সুযোগ পায়। আর হ্যাঁ আমি এ পদ্ধতিতে ট্রেডিং করার সময় সাধারণত 30 মিনিট এবং 1 ঘন্টার টাইমফ্রেম ব্যবহার করে থাকি।কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আসলে লং টাইম ট্রেডিং এর জন্য সবথেকে উপযোগী টাইমফ্রেম কোনটা। অর্থাৎ কোন টাইমফ্রেম ব্যবহার করে ট্রেডিং করলে প্রফিট করার সম্ভাবনা বেশি থাকবে।
লং টার্ম ট্রেডের জন্য ৪ ঘণ্টা, ১ দিন এর টাইমফ্রেম ব্যবহার করা ভাল । তবে মাঝে মাঝে মার্কেট বুঝতে পারার জন্য অনেকে ১ সপ্তাহের টাইমফ্রেম দেখে থাকেন । আসলে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে যে এই তিনটির মধ্যে থেকে আপনি মার্কেট মুভমেন্ট সম্পর্কে কি রকম ধারনা পাবেন । লং টার্ম ট্রেড বলতে ট্রেডটি ৪-১৫ দিন পর্যন্ত থাকতে পারে আবার আপনি অল্প লাভেও কেটে দিতে পারেন । তবে লং টার্ম ট্রেড করার ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে করা অত্যন্ত জরুরী ।

rakib.r
2020-07-20, 07:44 PM
৩০ মিনিটের টাইম ফ্রেম টা মূলত যারা স্ক্যাল্প করে থাকে তাদের জন্য। যারা লং টাইম ট্রেড করতে চায় তাদের জন্য আসলে লং টাইম ফ্রেম ই বেস্ট, শর্ট টাইম ফ্রেমে যেমন নয়েজ বেশি থাকে তেমনি মেনুপুলেশন ও বেশি থাকে। তাই শর্ট টাইম ফ্রেম টা ধরে এনালাইজ করলে সেটা সঠিক হবার সম্ভবনা অনেক টাই কমে যায়। আমি মনে করি লট টাইম ট্রেডের জন্য ৪ ঘন্টার উপরের যে টাইম ফ্রেম গুলো রয়েছে সেগুলো দেখে এনালাইজ করা উচিৎ। কারন এখানে যেমন নয়েজ কম পাওয়া যাবে তেমনি বড় টাইম ফ্রেমের যে সাপোর্ট রেজিস্ট্যান্স হবে সেটা ছোট টাইম ফ্রেম মেনে চলবে। এনালাইজ টা সুন্দর করে করতে হবে আর সেই সাথে মানিম্যানেজমেন্ট টা খুব সুন্দর ভাবে করতে হবে, লট সাইজ টা মানি ম্যানেজমেন্ট ফলো করে নিতে হবে , একাউন্টে পর্যাপ্ত পরিমান ব্যালেন্স থাকতে হবে

FREEDOM
2020-07-20, 09:42 PM
ছোট ছোট যে টাইমফ্রেমগুলো রয়েছে সেগুলো মুলত স্ক্যালপারদের জন্য যেমন ৫ মিনিট, ১৫ মিনিটের টাইমফ্রেম, ৩০ মিনিটের টাইমফ্রেম। তবে আপনি যদি লং ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনাকে ডেইলি বা সাপ্তাহিক ক্যান্ডেল দেখে ট্রেড করতে হবে পাশাপাশি শর্ট ট্রেডের জন্য ৪ ঘন্টার টাইমফ্রেমও দেখতে পারেন। আমি সাধারানত ৪ ঘন্টা ও ১ দিনের টাইমফ্রেমে এনালাইসিস করে ট্রেড করে থাকি।

Soh1952
2020-07-20, 10:58 PM
ফরেক্সে ট্রেড করতে হলে অবশ্যই টাইম ফ্রেম ফলো করতে হবে।ফরেক্সে ১ মি. ৫মি.১৫মি.৩০মি.১ ঘন্টা. ৪ ঘন্টা. ১ সপ্তাহ . ১ মাসের টাইম ফ্রেম রয়েছে। সর্ট টাইম ট্রেডিং এার জন্য কম টাইম ফ্রেম ব্যবহার করা উচিত।ঠিক তেমনি লং টাইম ট্রেড করতে হলে ৪ ঘন্টা থেকে ১ মাস টাইম ফ্রেম ব্যবহার করা উচিত।

samun
2020-07-20, 11:15 PM
ফরেক্সে 2 ভাবে ট্রেড করা যায়: যেমন- 1. স্ক্যাল্পিং । 2. লং টাইম।
1. স্ক্যাল্পিং হল শর্ট টাইম ফ্রেমে ট্রেড করা ( m1, m5, m15 ও m30) এবং
2. লং টাইম ফ্রেম হল দীর্ঘ সময় ধরে ট্রেড করা ( h4, d1, w1ও mn)
নতুন ট্রেডারদের জন্য স্ক্যাল্পিং ট্রেড বেশ ঝুকিপুর্ণ এবং কঠিন। আর লং টাইম ফ্রেম হল নিরাপদ। লং টাইম ফ্রেমে ট্রেড করলে ঝুঁকি কম থাকে এবং লাভও করা যায়। লং ট্রেডিং এর ক্ষেত্রে h4, d1, w1 ও mn উপযুক্ত টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমে কোন প্রকার ঝামেলা ছাড়াই ট্রেড করা যায়। লং টাইম ফ্রেমে এনালাইসিস করতে খুব কষ্ট হয় না। তাই নতুনদের ক্ষেত্রে লং টাইম ফ্রেম বেছে নেওয়াটাই উত্তম হবে বলে আমি মনে করি।