PDA

View Full Version : ইন্ডিকেটর কি?



DIGITALBABU2020
2020-07-08, 12:58 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কোন কারেন্সি পেয়ারের প্রাইস কমবে না বাড়বে এ বিষয়ে সঠিক জ্ঞান থাকা জরুরী। আমরা জানি মার্কেট যখন আপট্রেন্ডে থাকে তখন আমরা বাই এ ট্রেড করি এবং যখন কারেন্সি প্রাইস ডাউনট্রেন্ডে থাকে তখন সেলে ট্রেড করি। কিন্তু মার্কেট এর প্রাইস কমবে না বাড়বে তা সব সময় সঠিকভাবে বোঝা যায় না। এর জন্য ইন্ডিকেটর ব্যবহার করা হয়।

DEARMUM100
2020-07-09, 11:18 AM
এক ধরণের নির্দেশক যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে তা নিদের্শ করে তাকে ইন্ডিকেটর বলে।ইন্ডিকেটর সাধারণত কিছু ফর্মুলা দিয়ে কাজ করে।ইন্ডিকেটর যে সবসময় সঠিক সিগন্যাল দিবে এটা ভুল।সবমসময় সঠিক সিগন্যাল পাবেন তা নয়।অনেক সময় ভুল সিগন্যাল ও আসতে পারে।আবার অনেক সময় ফান্ডামেন্টাল নিউজের কারণে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবেনা।

samun
2020-07-09, 04:06 PM
ফরেক্সে অনেক পুরতন ও অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন সময় তাদের নিজেদের সিগনাল বিক্রয় করে থাকে। কিন্তু সব সময় তাদের সিগনাল যে পজিটিভ হবে এমন কোন কথা নেই। তবে ফরেক্সে ট্রেড ভাল ভাবে শিখতে গেলে অবশ্যই অপরের সিগনাল না দেখে নিজে এনালাইসিস করে ট্রেড করা। তাতে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করা যায় ।

FREEDOM
2020-07-26, 05:52 PM
আমরা অনেকে সময়েই ট্রেড করার জন্য আরএসআই, পিভট পয়েন্ট, ফিবোনাকি লেভেল, মুভিং এভারেজ ইত্যাদি দেখে থাকি এগুলোই মুলত ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরের সাহায্যে আমরা মার্কেটের প্রাইস মুভমেন্ট কিছুটা হলেও ধরতে পারি তবে শুধু ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করা সেটা আবার ঠিক হবে না

Emamul
2020-07-26, 06:08 PM
ফরেক্সে ইন্ডিকেটর এমন একটা টুল, যার সাহায্যে মার্কেটের মুভমেন্ট অনুমান করা যায়। তবে কোনো ইন্ডিকেটর কখোনও আপনাকে ১০০% সিগনাল দিবে না। শুধুমাত্র মার্কেটের ট্রেন্ড বা মুভমেন্ট বুঝাবে। কখনো একশো পার্সেন্ট রাঈট সিগনাল নাও পেতে পারেন।