PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং ব্যবসায় সফল হওয়ার জন্য কোন বিষয় টি কোব জরুরী???



Romjan1989
2020-07-10, 08:08 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসায় কোন বিষয় টি অনুসরণ করলে ট্রেডিং এ লস হওয়ার সসম্ভাবনা কম এবং লাভবান হওয়া যায়। সিনিয়র ভাইদের কে এ বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করা হলো। কারণ ফরেক্স ট্রেডিং ব্যবসায় আমরা অনেকেই নতুন তাই আমরা বুঝতে পারি না কি করলে লাভ বান হওয়া যাবে। কিছু কৌশল নিয়ে আলোচনা করুন এতে আমদের অনেকেরই উপকারে আসবে বলে আমার ধারণা।

KF84
2020-07-11, 10:14 AM
ফরেক্স ট্রেডিং এ সফল হতে চাইলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের মধ্যে ধৈর্য থাকতে হবে অসীম এবং ব্যবসাটি শেখার জন্য একাগ্রতা থাকতে হবে । সাথে সাথে নিজেকে ক্রমাগত পরিশীলিত করতে হবে সেটা আপনার ব্যক্তিত্ব এবং জ্ঞ্যন দুটির ক্ষেত্রেই । একটি বিষয় খেয়াল করলে দেখা যায় যে ট্রেডারের মন মানসিকতা কেমন সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে তা আপনি তার ট্রেড হিস্টোরি দেখেই বলে দিতে পারবেন । তাই আগে নিজের চিন্তা ধারনা কে একজন ব্যবসায়ীর মত তৈরি করা অতিব জরুরী ।

Devdas
2021-07-20, 03:07 PM
ফরেক্স ট্রেডিং এ আমার মতে যে গুলো সব থেকে বড় বিষয় গুলো হল অনেক পরিশ্রম ও ধৈর্য্য ধরে ফরেক্স করা এবং ফরেক্স এর রুলস মেনে নিয়মিত কাজ করা। আর সব থেকে কমন বিষয় হল মানি ম্যানেজমেন্ট মেনে চলা। ফরেক্স এ ধৈর্য্য ও পরিশ্রম করে দিনের পর দিন ফরেক্স করে যান এবং কোন প্রকার লোভ না করে মানি ম্যানেজমেন্ট ঠিক মত মেনে চলুন দেখবেন আপনি ফরেক্স এ সাফলতা অর্জন করতে পারবেন এবং টিকে থাকতে পারবেন।

EmonFX
2021-07-20, 04:41 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসায় কোন বিষয় টি অনুসরণ করলে ট্রেডিং এ লস হওয়ার সসম্ভাবনা কম এবং লাভবান হওয়া যায়। সিনিয়র ভাইদের কে এ বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করা হলো। কারণ ফরেক্স ট্রেডিং ব্যবসায় আমরা অনেকেই নতুন তাই আমরা বুঝতে পারি না কি করলে লাভ বান হওয়া যাবে। কিছু কৌশল নিয়ে আলোচনা করুন এতে আমদের অনেকেরই উপকারে আসবে বলে আমার ধারণা।

ফরেক্স ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার সঠিক মানি ম্যানেজমেন্ট করা এবং লোভ নিয়ন্ত্রণের মাধ্যমে ধৈর্যের সাথে ট্রেডিং করা। আপনারা হয়ত লক্ষ করেছেন, যে সময়ে আপনি ৫০০ ডলার মেইক করতে পারেন আরেকজন ঠিক একই সময়ে একই ডিপোজেটে তার ডাবল মেইক করতে পারে অথবা আপনি যে পরিমানে লস করেন এবং আপনার রিটার্ন এর যে হার আরেকজন তার অনেক কম হারে লস করে এবং তার রিটার্ন ও বেশি, আসলে এইসব বিষয়গুলো কারো এক্সট্রা কোন পাওয়ার নয় , পাওয়ার যদি থেকে থাকে তা হল তার জানার পরিধি ভালো, যা আপনিও করতে পারেন। তাই আপনার ট্রেডিং চালিয়ে যেতে যে যে বিষয় গুলো প্রয়োজন তা আগে ভালোভাবে ক্যাপচার করে নিন তারপর ট্রেড শুরু করুন আপনি লস করবেন না।
অনেকগুলো কারণে ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক মানি ম্যানেজমেন্ট আপনার মূলধন রক্ষা করে নিয়মিত প্রফিট অর্জনে সহায়তা করতে পারে।

১। মানি ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং মূলধন কে একটি সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত করবে।
২। গাণিতিক সূত্রে আপনার মূলধন এর সময়ভিত্তিক রিটার্ন তৈরির ফর্মুলা দিবে।
৩। আপনার ট্রেডের রিস্ক ফ্রী লাভ এবং লস রেশিও তৈরি করে দিবে।
৪। প্রোপার এবং ইম্প্রোপার ট্রেডিং তৈরিতে সাহায্য করবে।
৫। আপনার মূলধনের সেইফ রিটার্ন ফর্মুলা তৈরি করে দিবে।
৬। একাউন্ট ফায়ারিং থেকে আপনাকে সেভ করবে।
৭। লং এবং শর্ট টাইম ভিত্তিক ভিন্ন ভিন্ন ধারনায় ট্রেড করতে সাহায্য করবে।
৮। আপনি কখন থেকে এই ফর্মুলায় ট্রেড করবেন তা নিশিত করবে।
৯। আপনার ফরেক্স আল্টিমেট গোল কি হতে পারে তার সঠিক ব্যবস্থাপনা দিবে।
১০। মার্কেটে লং লাইভ হওয়ার মত স্টেবিলিটিতে সাহায্য করবে।
আপনার ট্রেডিং চালিয়ে যেতে যে যে বিষয় গুলো প্রয়োজন তা আগে ভালোভাবে ক্যাপচার করে নিন তারপর ট্রেড শুরু করুন আপনি লস করবেন না।

md mehedi hasan
2021-07-20, 04:52 PM
ফরেক্স মার্কেটে সফলতার মূল চাবিকাঠি হলো ধৈর্য্য ধরে শেখা।মানিমেনেজমে ্ট করে ট্রেড করা লোভ ত্যাগ করে ধৈর্য্য সহকারে ট্রেড করা।আপনি ফরেক্স মার্কেটে হতে অর্থ ইনকাম করতে চাইলে আগে ফরেক্স শিখতে হবে।আর মানিমেনেজমেন্ট বিষয় টা যদি ঠিক রেখে ফরেক্স মার্কেটে ট্রেড না করেন।তাহলে ফরেক্স শিখে লাভ নেই।

Starship
2021-07-23, 10:52 PM
আমার মতে ফরেক্সের সফলতার একমাত্র পথ হলো অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে একজন সফল ট্রেডার হওয়া। আপনি যদি সকল নিয়ম কানুন সম্পর্কে অবহিত হয়ে তা যথাযথ প্রয়োগ করার মাধ্যমে ফরেক্স ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। আর যদি নিয়মকানুন অবজ্ঞা করে অতিরিক্ত লোভে ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত ফরেক্স লস করবেন এবং ফরেক্স থেকে ছিটকে যাবেন। সেই ক্ষেত্রে আপনার উচিত নিজের সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অ্যাডভান্স লেভেলের জ্ঞান অর্জন করা। কেননা মানি ম্যানেজমেন্ট এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পাশাপাশি অপরের সিগন্যাল ফলো করা যাবে না। সবচেয়ে বড় বিষয় অবশ্যই যোগ্যতাসম্পন্ন ট্রেডারের কারণে আপনাকে ফরেক্স ট্রেডিং শিখতে হবে জানতে হবে।

Sakib42
2021-07-23, 11:16 PM
ফরেক্স মার্কেটে সফলতা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পরিকল্পনা অনুযায়ী ধৈর্য এর সাহায্যে কাজ করা। আপনার যদি একটি সুন্দর পরিকল্পনা না থাকে তাহলে আমার কাছে মনে হয় যে আপনি ঠিকভাবে ফরেক্স মার্কেটে সবকিছু বুঝে শুনে কাজ করতে পারবেন না। শুধু পরিকল্পনা থাকলে হবেনা আপনার অনেক বেশি ধৈর্য্য থাকা লাগবে যে ধৈর্য ধারণ করে আপনি একদিন সফল হতে পারবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এছাড়াও আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে পাশাপাশি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোমতো মার্কেট এনালাইসিস করতে হবে এবং সব ব্যাপারে দক্ষ হয়ে তবেই কাজ করতে হবে। শুধু পরিকল্পনা নিয়েই ফরেক্স মার্কেটে সফল হওয়া যাবেনা উপরোক্ত বিষয়গুলো আয়ত্তে আনতে হবে।