PDA

View Full Version : ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য কি পরিমান মূলধনের প্রয়োজন?



NEWVISION2020
2020-07-10, 10:37 PM
আমার জানামতে একজন ট্রেডার মাত্র 1 ডলার দিয়েও ফরেক্স মার্কেটে ট্রেডিং বা ব্যবসা শুরু করতে পারে। কিন্তু তার পরেও দেখা যায় অভিজ্ঞ ট্রেডাররা তাদের একাউন্টে হাজার হাজার ডলার ডিপোজিট করে থাকে। তাহলে আমার প্রশ্ন হল যদি 1 ডলার দিয়েও ট্রেডিং করা সম্ভব হয় তাহলে হাজার হাজার ডলার ডিপোজিট করার প্রয়োজন কি। অন্যদিকে যদি হাজার হাজার ডলার ডিপোজিট ছাড়া খুব ভাল প্রফিট করা সম্ভব না হয় সে ক্ষেত্রে যেসব ট্রেডারের সামর্থ্য খুবই কম বা হাজার হাজার ডলার ডিপোজিট করার ক্ষমতা নেই তারা কিভাবে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আয় করবে।

Shole33
2020-07-10, 11:57 PM
:drink:ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য কি পরিমান মূলধনের প্রয়োজন?:writer:
আমরা সকলেই জানি ফরেক্স আমাদের সকলের জন্য অনেক সুফল আনতে পেরেছে । আর এটা নিশ্চিত যে এখানে যে কেউ তার নিজের জমানো টাকা দিয়ে এখানে ট্রেড করে নিজের জীবন পরিবর্তন করতে পারে। আর যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্য অংশ তাই এখানে USD তে লেনদেন করা হয়। তাই। এখানে ট্রেডিং এর সর্বনিন্ম লিমিট ১ডলার।

KF84
2020-07-11, 10:32 AM
ফরেক্স এ ভাল অর্থ উপার্জন করতে হলে ভাল একটি মুনাফার অবশ্যই প্রয়োজন যেমন ১ জন ট্রেডার যদি .১ লটের একটি ট্রেড ওপেন করে ১০$ লাভ করেন তাহলে তিনি ১০০ পিপ্স লাভ করেছেন । এখন ঐ ট্রেডারই যদি ১$ এর ট্রেড ওপেন করতেন তাহলে তিনি ঐ একই পরিমান পিপ্স লাভ করেও অর্থের দিক দিয়ে ১০০$ লাভ করতে পারতেন । কিন্তু শুধু মূলধন অল্প থাকার কারনে তিনি তা করতে পারেন নি । তাই ফরেক্স এ ভাল লাভ করতে হলে ভাল মূলধন প্রয়োজন তবে দক্ষতা ছাড়া তা কল্পনাই করা উচিত নয় ।

mamunjd97
2020-07-11, 11:07 AM
পৃথিবীর যে কোন ব্যবসায় যেমন স্বাধীন পেশা তেমনি এখানে ইনভেস্ট বা মুলধন কত হবে সেটাও স্বাধীন। ব্যবসায় আপনি যত বেশী মূলধন রাখবেন তত বেশী সুবিধা। ফরেক্স ট্রেডিং যেহেতু বিশ্বের সবচেয়ে বড় মুদ্রা বাজার এখানে যত মূলধন হবে তত ট্রেড করতে সুবিধা এবং প্রফিট তত বেশী করা যাবে। ফরেক্স ব্যবসায় কম মূলধনে সুবিধা করা যায় না। তবে আপনার আর্থিক অবস্থার উপর মূলধন বিনিয়োগ করবেন। সব ডিম এক পাত্রে রাখবেন না। শুরুটা ১০০ , অভিজ্ঞতা হলে ৫০০-১০০০ডলার মূলধন হতে পারে।

FREEDOM
2020-07-29, 04:51 PM
ফরেক্স মার্কেটে ব্যাবসা করার জন্য খুব বেশি মুলধনের প্রয়োজন পড়বে এমনটা ভাবা ঠিক হবে না। এখানে নুন্যতম ইনভেস্ট করেও ব্যাবসা করতে পারবেন। যেমন আপনি চাইলে অনেক ব্রোকারেই নুন্যতম ২ ডলার ইনভেস্ট দিয়ে ট্রেড করতে পারবেন। আর এটা এমন একটি বিজেনস যেখানে ভালো দক্ষ হতে পারলে অল্প ইনভেস্ট দিয়েই অনেক ভালো এমাউন্ট প্রফিট করা সম্ভবপর হয়।

mahmudfx84
2020-07-29, 05:02 PM
ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য বেশ ভাল পরিমাণ মূলধনের প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। কারণ আমি দীর্ঘ্যদিন এই ফরেক্স বিজনেসের সাথে আছি- কখনো ১০,২০,৩০,৫০,১০০,১৫০, ০০ বা তার চেয়ে কম বেশী ইনভেস্ট করে ট্রেড করার চেষ্টা করেছি কিন্তু বেশীর ভাগ সময় লস হয়ে ব্যালেন্স জিরো হয়েছে। এজন্য আমার কাছে মনে হয়ে মিনিমাম ৫০০-১০০০ডলার নিয়ে ফরেক্স ট্রেডিং করতে পারলে মোটামুটি সুবিধা হয়, কিছু প্রফিটের আশা করা যায়। ইনভেস্ট আরো বেশী করতে পারলে প্রফিট আরো বেশী করা সম্ভব। ধন্যবাদ।

samun
2020-07-29, 05:07 PM
ফরেক্স মার্কেটে ব্যবসায় করার জন্য কমপক্ষে 100 ডলার নিয়ে শুরু করা উচিত। কারণ ফরেক্স ট্রেডার সাধারণত তারা আয় করার জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে। এই মার্কেট অনিশ্চয়তার একটি জায়গা যেখান 1 মিনিট পর কি হবে সেটা বলা মুশকিল। তবে ব্যালেন্স বেশি হলে অল্প লটে লং ট্রেড করে মার্কেটে টিকে থেকে আয় করা সম্ভব। তার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তাই কম বিনিয়োগ দিয়ে ট্রেড না করে, সময় নিয়ে বিনিয়োগ বাড়িয়ে মার্কেটে ট্রেড করা বুদ্ধিমানের কাজ।

Akib
2020-09-01, 07:56 PM
পৃথিবীর যে কোন ব্যবসায় যেমন স্বাধীন পেশা তেমনি এখানে ইনভেস্ট বা মুলধন কত হবে সেটাও স্বাধীন। ব্যবসায় আপনি যত বেশী মূলধন রাখবেন তত বেশী সুবিধা। ফরেক্স ট্রেডিং যেহেতু বিশ্বের সবচেয়ে বড় মুদ্রা বাজার এখানে যত মূলধন হবে তত ট্রেড করতে সুবিধা এবং প্রফিট তত বেশী করা যাবে। ফরেক্স ব্যবসায় কম মূলধনে সুবিধা করা যায় না। তবে আপনার আর্থিক অবস্থার উপর মূলধন বিনিয়োগ করবেন। সব ডিম এক পাত্রে রাখবেন না। শুরুটা ১০০ , অভিজ্ঞতা হলে ৫০০-১০০০ডলার মূলধন হতে পারে।
ফরেক্স এ ভাল অর্থ উপার্জন করতে হলে ভাল একটি মুনাফার অবশ্যই প্রয়োজন যেমন ১ জন ট্রেডার যদি .১ লটের একটি ট্রেড ওপেন করে ১০$ লাভ করেন তাহলে তিনি ১০০ পিপ্স লাভ করেছেন । এখন ঐ ট্রেডারই যদি ১$ এর ট্রেড ওপেন করতেন তাহলে তিনি ঐ একই পরিমান পিপ্স লাভ করেও অর্থের দিক দিয়ে ১০০$ লাভ করতে পারতেন । কিন্তু শুধু মূলধন অল্প থাকার কারনে তিনি তা করতে পারেন নি । তাই ফরেক্স এ ভাল লাভ করতে হলে ভাল মূলধন প্রয়োজন তবে দক্ষতা ছাড়া তা কল্পনাই করা উচিত নয় ।