PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং আয় এর উৎস হিসেবে কেমন ?



IFXmehedi
2020-07-11, 02:06 AM
ফরেক্স ট্রেডিং বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা আয় করার মাধ্যম । যতই দিন যাচ্ছে ফরেক্স মার্কেটে ট্রেডার এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । আমি যা দেখেছি সেটা হল অনেকেই ফরেক্স মার্কেট থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে আবার অনেকেই তাদের সর্বস্ব হারায় । তবে আমার প্রশ্ন হল ফরেক্স মার্কেট কি এতটাই কঠিন যে আমরা এখানে বিনিয়োগ করলে আমাদের সর্বস্ব হারাতে পারি ? আর একটা প্রশ্ন আছে আমার সেটা হল ফরেক্স মার্কেট আমাদের দৈনন্দিন জীবনে আয়ের উৎস হিসেবে কতটা প্রভাব ফেলে বা এর উৎস হিসেবে ফরেক্স মার্কেট কেমন ? আপনারা যদি কেউ বিষয়টা বুঝিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো ।

KF84
2020-07-11, 10:48 AM
ঘরে বসে থেকে আয় এর উৎস হিসেবে ফরেক্স থেকে ভাল আর কিছু হতে পারেনা । কারন এই ব্যবসাতে কোন প্রতিযোগিতা না থাকায় একজন চাইলে যত খুশি লাভ করতে পারেন । আর অন্যান্য ব্যবসা থেকে এই ব্যবসা শেখা এবং পরিচালনা করা সহজ এবং কম সময় সাপেক্ষ বলে অনেকেই শুধু নিজের জ্ঞ্যনকে কাজে লাগিয়ে অল্প পরিশ্রম করেও জীবনে সফলতা পেতে পারেন এই ফরেক্স ব্যবসায় ।

ABDUSSALAM2020
2020-07-11, 10:55 AM
প্রতিটি মানুষ তার জীবিকা নির্বাহ করার জন্য কোন কোন কর্মে লিপ্ত থাকে। অর্থ উপার্জন মানুষের চাহিদার ঊর্ধ্বে নয় তাই প্রতিটি মানুষ তার কর্মসংস্থান বায়ুর উচ্চতা বৃদ্ধি বা বাড়ানোর চেষ্টা করে।
আমরা যেকোন কাজের পাশাপাশি ফরেক্স ট্রেড করতে পারি আর এখান থেকে সঠিকভাবে কাজ করলে খুব ভালো মানে মুনাফা অর্জন করা যায় যেহেতু তাদের পাশাপাশি একটি আয়ের উৎস বের করা সম্ভব তাই আমার মতে প্রত্যেকে পড়েছে যুক্ত হওয়া উচিত।
এর সুফল হিসেবে আমরা নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হব এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারব।
তাই অনায়াসে বলা যায় ফরেক্স মার্কেট এর উৎস হিসেবে খুবই ভালো একটি স্থান।

Rokibul7
2020-07-11, 11:41 AM
ফরেক্স টেডিং খুবই একটা আদশ এবং ইসমাট ব্যাবসা।ফরেক্স টেডিং এ দক্ষতা অজন করে ফরেক্স মাকেট থেকে প্রচুর অথ উপাজন করা যায় সবাই জানি।ফরেক্স টেডিং শুধু প্রফিটই নয় পৃথিবীর কোন অজানা কিছুর সন্ধান দেয় । এই ব্যাবসা করতে হলে নিজেকে এর সাথে মিশিয়ে নিতে হবে।সময় দিতে হবে এভাবেই টিকে থাকতে পারলে এক সময় হয়তো সফল টেডার হওয়া সম্ভব।