PDA

View Full Version : ফরেক্স মার্কেটে লাভ করার পর আমাদের অনুভূতি কেমন হয় ?



IFXmehedi
2020-07-11, 02:09 AM
আমরা সবাই চাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করে প্রচুর পরিমান অর্থ উপার্জন করতে এর ভেতরে কেউ সেটা করতে পারি আবার কেউ সেটা করতে পারিনা । তবে আমার বিশ্বাস আপনি যদি ফরেক্স মার্কেটে লেগে থাকতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে একদিন না একদিন সফল হবেন । আমার ছোট্ট অভিজ্ঞতা অনুসারে বলতে পারি ফরেক্স মার্কেট বিপুল পরিমাণ অর্থ উপার্জন করার সবচেয়ে সেরা একটা প্ল্যাটফর্ম । আর এই মার্কেটে ট্রেডিং করে আপনি যখন লাভ করবেন তখন এর অনুভূতি টা যে কত ভালো সেটা যখন আপনি লাভ করবেন তখনই বুঝতে পারবেন । লাভ করার পর আপনাদের সবার অনুভূতি কেমন হয় , আমার মতই নাকি !

KF84
2020-07-11, 10:52 AM
ট্রেড করে লাভ করার পর যে অনুভতি সৃষ্টি হয় তা বর্ণনা করার মত কোন ভাষা আমার জানা নেই । তবে এই টুকুই বলব যে লাভ করার পর আমার নিজেকে একজন সফল ব্যক্তি মনে হয় যা কিছু সময়ের জন্য হলেও । আর প্রতিটি লাভ ছোট হোক বা বড় তা ফরেক্স এ আরও ভাল করার দশ গুন প্রেরনা জুগিয়ে দেয় যার উপর পুজি করে আমি আবার নতুন উদ্যমে ফরেক্স শিখতে থাকি আর নিজের ভবিষ্যৎ এই মার্কেট এ কেমন করতে চাই তা নিয়ে সপ্ন বুনতে থাকি ।

samun
2020-08-23, 08:54 PM
যেকোন কাজে যদি সফলতা পাওয়া যায় তাহলে তার খুশিটা কতখানি সেটা বলে প্রকাশ করা যায় না। আমি যখন প্রথম উইথড্র দেই তখন নিজের ওপর ভয় হতো যে ডলার বিক্রি করতে পারবো কি না? কিন্তু ফাইনালি ডলার সেল করে টাকা হাতে পাওয়ার পর খুবই খুশি হলাম। এই খুশি ধরে রাখাটা অতি জরুরী। আমরা অনেক সময় উইথড্র পাওয়ার পর পরবর্তী ট্রেড এর জন্য ব্যাকুল হয়ে পড়ি। এই ব্যাকুলতা আমাদের ক্ষতির কারণ। তাই ফরেক্স মার্কেটে নিজের সন্তুষ্টি টিকিয়ে রাখতে অবশ্যই নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে ।

Md.shohag
2020-08-23, 09:20 PM
ট্রেড করে লাভ করার পর যে অনুভতি সৃষ্টি হয় তা বর্ণনা করার মত কোন ভাষা আমার জানা নেই ।যেকোন কাজে যদি সফলতা পাওয়া যায় তাহলে তার খুশিটা কতখানি সেটা বলে প্রকাশ করা যায় না। আমি যখন প্রথম উইথড্র দেই তখন নিজের ওপর ভয় হতো যে ডলার বিক্রি করতে পারবো কি না? কিন্তু ফাইনালি ডলার সেল করে টাকা হাতে পাওয়ার পর খুবই খুশি হলাম। তাই ফরেক্স মার্কেটে নিজের সন্তুষ্টি টিকিয়ে রাখতে অবশ্যই নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে ।

FREEDOM
2020-08-23, 09:29 PM
ফরেক্স মার্কেটে লাভ করতে পারলে আসলেই অনেক ভালো লাগে তবে আমরা অনেকেই আছি নতুন যাদের ভালোলাগা আসলে বেশিখন থাকে না কারন আমরা লাভের তুলনায় বেশিরভাগ ট্রেডেই লসে পড়ে যাই এটাই আমাদের মুল সমস্যা হয়ে দাড়িয়েছে।

Starship
2020-08-23, 09:37 PM
ফরেক্স মার্কেট থেকে আমরা যখন প্রফিট করি তখন আমাদের অনুভূতি খুব আনন্দের হয়। বিশেষ করে আমি যখন প্রফিট করি তখন মনের ভেতর থেকে এটি আনন্দ অনুভূতি হয়। আমরা সবাই জানি কষ্টের বিনিময়ে যখন আমরা তার ফল পায় তখন তার অনুভূতি খুব সুখকর হয়।
ফরেক্স মার্কেট কম সময় দিয়েও আপনি অনেক প্রফিট বা মুনাফা পাওয়া যায়। যা বাংলাদেশের অন্য কোন পেশা বা খাত থেকে তা অর্জন করা সম্ভব নয়। এখানে আপনার যেকোন পেশার পাশাপাশি ফরেক্স যে কোন সময় দেওয়ার মাধ্যমে অনেক প্রফিট করতে করা যায়, যার জন্য আনন্দের অনুভুতি টা একটু বাড়তি থাকে ।

ForexHero
2020-08-23, 09:49 PM
ফরেক্স মার্কেটে লাভ করার পর আমাদের অনুভূতি :
ফরেক্স মার্কেটে লাভ করার অনুভূতি ভিন্ন ভিন্ন হতে পারে তবে, অধিকাংশ ক্ষেত্রেই আমরা লাভ করার পর আরো বেশি লাভ করতে চাই। তবে লাভ করার পর অতিরিক্ত লাভের আশায় যদি লস করে ফেলি তবে সেটা হতে পারে আরো বেশি বেদনাদায়ক। তবে মার্কেট বিবেচনা বিশ্লেষণ করে ট্রেড করলে আপনি অবশ্যই লাভ করতে পারবেন, আর সেই লাভ করার অনুভূতিই হবে সেরা আনন্দদায়ক।

Devdas
2021-08-04, 04:51 PM
ফরেক্সে যেদিন আমার লাভ হয় সেই দিন আমার অনেক আনন্দ লাগে এবং আমি সেই লাভ করার পর আমি আর ফরেক্স এ ট্রেড করি না। আমি সেই দিন বাহিরে কোথাও ঘুড়তে যাই যাতে মনটা আর অনেক ফ্রেশ থাকে। এছাড়া আমি ফরেক্স লাভ করার পর আমি ডেমোতে নতুন নতুন কলা-কৌশল ব্যবহার করে ফরেক্স থেকে নতুন নতুন কলা কৌশল অবলম্বন করে ফরেক্স এ ট্রেড করে প্রফিট করার চেষ্টা করে থাকি।

Sakib42
2021-08-04, 09:51 PM
ট্রেড করে প্রফিট করার অনুভূতি আসলে বলে প্রকাশ করার মত না। আমরা সাধারণত অনেক বেশি খুশি হয়ে যাই যখন আমাদের একটি সফল ট্রেড স্থাপিত হয়। অনেক ধৈর্যের পরে অনেক মানসিক পরিশ্রমের পরে গিয়ে আমাদের একটি ট্রেড সফল হয় যার কারণে সেখান থেকে অনেক বেশি খুশি হওয়াটাই আমাদের স্বাভাবিক তবুও অনেক চিন্তিত থাকে যে এই অর্থ তারা সবসময় উপার্জন করতে পারবে কিনা বা পরবর্তী আরেকটি সময়ে অন্য কোন ট্রেডে যুক্ত হয়ে সব হারাবে। আমাদের যখন প্রফিট হবে তখন আমাদের উচিত হবে অর্থ উইথ ড্র দিয়ে দেওয়া এবং পুনরায় ছোট্ট ছোট্ট লটে ট্রেডিং করা।

EmonFX
2021-08-05, 11:58 AM
আমরা সবাই চাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করে প্রচুর পরিমান অর্থ উপার্জন করতে এর ভেতরে কেউ সেটা করতে পারি আবার কেউ সেটা করতে পারিনা । তবে আমার বিশ্বাস আপনি যদি ফরেক্স মার্কেটে লেগে থাকতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে একদিন না একদিন সফল হবেন । আমার ছোট্ট অভিজ্ঞতা অনুসারে বলতে পারি ফরেক্স মার্কেট বিপুল পরিমাণ অর্থ উপার্জন করার সবচেয়ে সেরা একটা প্ল্যাটফর্ম । আর এই মার্কেটে ট্রেডিং করে আপনি যখন লাভ করবেন তখন এর অনুভূতি টা যে কত ভালো সেটা যখন আপনি লাভ করবেন তখনই বুঝতে পারবেন । লাভ করার পর আপনাদের সবার অনুভূতি কেমন হয় , আমার মতই নাকি !

লাভ করতে পারলে সবারই ভালো লাগে। লাভ করার মুহূর্তের অনুভূতি আসলে অবর্ণনীয়। তবে আমাদের এই লাভ যেন একদিন/দুদিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। লাভ করার আনন্দ যেনো প্রতিনিয়ত নিতে পারি সেই চেষ্টাই করা উচিত। এর জন্য ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষতা অর্জনের মাধ্যমে প্রফেশনালি ফরেক্স ট্রেডিং করা যেতে পারে। ফরেক্স ট্রেডিং করে সাকসেসফুল ক্যারিয়ার গড়তে চাইলে সর্বপ্রথম দরকার সম্পূর্ণ প্রফেশনাল এবং ব্যবসায়িক একটা মাইন্ড। তারপর আপনার ডেইলি রুটিন ঠিক করতে হবে। আপনার সাইকোলজি কেমন সেটা ঠিক করতে হবে, কারণ আপনার সাইকোলজি এর সাথে ট্রেডিং স্টাইল ম্যাচ না করলে আপনি ভুল ট্রেড করবেন।

টোটাল বিষয়টা আয়ত্ত করার পরে আপনি কেমন প্রফিট আশা করেন তার ভিত্তিতে মানি ম্যানেজমেন্ট ঠিক করে রুলস ফলো করে কারেক্ট টাইমে ট্রেড করলে প্রফিট আসবেই। আপনি 100 ডলার ইনভেস্ট করেন আর 100000 ডলার ইনভেস্ট করেন ট্রেডিং রুটিন অনুযায়ী আপনাকে মার্কেট অবজার্ভ করতে হবে। 90% ট্রেডার লস করে কারণ তারা তাদের সাইকোলজি মতো স্ট্রাটেজি তৈরি করে না।