PDA

View Full Version : ৯৫% ফরেস্ক ট্রেডার লুসার।কথাটি কতটুকু সত্য?



amirkabir
2020-07-12, 09:05 AM
যেকোন ব্যবসাতেই লাভ-লস থাকবেই,তবে কোনওটি বেশি ঝুকি পূর্ণ এবং কোনটি কম ঝুকি পূর্ণ।যেগেুলো কম ঝুকিপূর্ণ সেগুলো থেকে লাভ খুব কম পাওয়া যায়,আবার যেগুলো বেশি ঝুকিপূর্ণ সেগুলোতে লাভ বেশি পাওয়া যায়।ফরেস্ক অত্যন্ত ঝুকিপূর্ণ ব্যবসা কারন এখানে মুলধন হারানোর সম্ভবনা থাকে।আজকে যারা লুসার ভবিষ্যতে তারাই গেইনার।তাহলে ৯৫% ফরেস্ক ট্রেডার লুসার কথাটি কতটুকু সত্য?আপনাদের মতামত আশা করছি।

Devdas
2020-07-12, 09:14 AM
ফরেক্স এ ৯৫% ট্রেডার লুজার হওয়ার কারন হল যে আমরা অল্প সময়ে অনেক টাকা আয় করার চিন্তা করি। এতে আমরা না বুঝে না রুল ফলো করে ট্রেড করে বসি এই ফরেক্স এ। আর তার থেকে বড় সমস্যা হল যে আমরা আমাদের ইমোশনকে নিয়ন্ত্রন করতে পারি না। বেশী লাভের আশায় অনেক ভুল করে ট্রেড করে বসি। মার্কেট এনালাসিস না করে বেশী লটে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট না ফলো করে ট্রেড করে থাকি। এতে আমরা অনেক লস করি। তাই এই লুজার থেকে ই আমরা আবার শিক্ষা অর্জন করি যেটা আর হতে দেই না। পরবর্তীতে আমরা সাফলতা অর্জন করবই।

habibi
2020-07-14, 04:45 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লাভ লস থাকবেই। একজন ট্রেডার তার কর্মজীবনে ক্ষতির মুখোমুখি হয়, তবে এটি নতুন অভিজ্ঞতা এবং নতুন পরিস্থিতিতে ট্রেডারদের ভুল থেকে শিক্ষা নেয়ার সর্বোত্তম সুযোগ প্রফিট যেমন ট্রেডিং এর অংশ ঠিক লসও ট্রেডিং এর অংশ, তবে সঠিক আনাল্যসিস করতে পারলে প্রফিট করার সুযোগ বেশি থাকে এছাড়া সঠিক মানি ম্যানেজমেন্ট লসের পরিমান কমিয়ে আনে। তাই সবদাই শুধু সঠিক সময়ের অপেক্ষা করুন এবং ইতিবাচক হন।

Starship
2020-07-14, 05:19 PM
কথাটি সম্পূর্ণ সত্য। কারণ ফরেক্স না জেনে না বুঝে অনুমানের কোনটাই ট্রেড করলে ফরেক্স মার্কেট থেকে ছিটকে পড়বে এটাই স্বাভাবিক। নতুন অবস্থায় আমরা এই সকল ভুল করার কারনে ফরেক্সে টিকে থাকতে পারি না। ট্রেড করার কোন নিয়ম অনুসরণ করে না৷ আবেগ ও রিস্ক নিয়ে ট্রেড করে থাকে। মার্কেট এনালাইসিস না করেই ট্রেড করা হয়, লোভে পড়ে বড় লটে ট্রেড করলে যার ফলাফল ফরেক্স থেকে ছিটকে যেতে হয়। তাই ফরেক্স ঠিকে থাকতে হলে নিয়ম কানুন মেনে ট্রেড করতে হবে।

KF84
2020-07-14, 06:35 PM
আমার অভিজ্ঞতা এই বলে যে কথাটি ১০০ ভাগ সত্য কেননা আমিই নিজেই দেখেছি যে অনেকেই ফরেক্স শুরু করেছিল কিন্তু তারা আস্তে আস্তে এই ব্যবসা থেকে নিজেদের গুঁটিয়ে নিয়েছে । আসলে এই রকম হওয়ার অন্যতম কারন হল ফরেক্স একটি দীর্ঘমেয়াদী ব্যবসা আর তাই এখানে দক্ষ এবং অভিজ্ঞ হয়ে উঠতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন । কিন্তু প্রথমে সবাই ফরেক্স করতে আসে শুধু অর্থের কথা চিন্তা করেই কিন্তু পরবর্তীতে তারা আর ফরেক্স শেখার ব্যপারে আগ্রহি হয় না । ফলে ফরেক্স সম্পর্কে যথাযথ জ্ঞ্যন না থাকায় তারা প্রতিনিয়ত লস করে এবং এক সময় ফরেক্স করা বন্ধ করে দেয় ।

KAZIMAJHARULISLAM
2020-07-14, 06:45 PM
আমি আপনার কথার সাথে একমত কেননা আমরা যদি যাচাই-বাছাই করে দেখি, তাহলে দেখতে পারি অধিকাংশ নতুন ট্রেডাররা ফরেক্সে লুজার। কেননা অন্যান্য মার্কেটের বা অন্যান্য ব্যবসার ন্যায় ফরেক্স একটি ব্যবসা। তাই এখানেও কিছু রিক্স বা চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু অধিকাংশ নতুন ট্রেডাররা ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ ও দক্ষ না হয়েই রিয়েল ট্রেডিং শুরু করে,এবং অতি দ্রুত মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঠিকমতো মানি মানেজমেন্ট না করেই ভুল সিদ্ধান্ত নিয়ে বসে এবং লস করতে করতে একসময় ফরেক্স থেকে হারিয়ে যায়। অর্থাৎ আমরা যদি বলি যে 95% ট্রেডার রাই লুজার তাহলে বুঝতে হবে এদের মধ্যে সমস্ত ট্রেডার রাই ছিলেন ফরেক্স সম্পর্কে অনভিজ্ঞ এবং অদক্ষ ।কেননা তারা ফরেক্স সম্পর্কে না জেনেই ফরেক্সে অতি দ্রুত মুনাফা অর্জন করতে চেয়েছিল যার কারণে আজ তারা লুজার।

IFXmehedi
2020-07-15, 12:49 AM
যেকোন ব্যবসাতেই লাভ-লস থাকবেই,তবে কোনওটি বেশি ঝুকি পূর্ণ এবং কোনটি কম ঝুকি পূর্ণ।যেগেুলো কম ঝুকিপূর্ণ সেগুলো থেকে লাভ খুব কম পাওয়া যায়,আবার যেগুলো বেশি ঝুকিপূর্ণ সেগুলোতে লাভ বেশি পাওয়া যায়।ফরেস্ক অত্যন্ত ঝুকিপূর্ণ ব্যবসা কারন এখানে মুলধন হারানোর সম্ভবনা থাকে।আজকে যারা লুসার ভবিষ্যতে তারাই গেইনার।তাহলে ৯৫% ফরেস্ক ট্রেডার লুসার কথাটি কতটুকু সত্য?আপনাদের মতামত আশা করছি।

ভাই কথাটা সত্য কিন্তু অর্থটা ভিন্ন । ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার ব্যর্থ কিভাবে সম্ভব এটা ? আপনি যদি ফরেক্স মার্কেটে দু-একটা ট্রেড করে ট্রেডার হয়ে যান তাহলে বিষয়টা ঠিক আছে । আসলে ভাই দু একদিন ট্রেড করলে কখনো ট্রেডার হওয়া যায়না, ফরেক্স ট্রেডার হতে হলে অনেক পরিশ্রম এবং অধ্যাবসায়ের প্রয়োজন পড়ে । আপনি দেখুন যারা পরিশ্রম করে ফরেক্স ট্রেডিং শেখে এবং ধৈর্য ধরে ফরেক্স মার্কেটে ট্রেড করে তারা কয়জন খুব বেশি পরিমাণ লস করে ? তাহলেই আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ।

Devdas
2020-07-15, 09:36 AM
৯৫% ফরেক্স ট্রেডার লুজার। কথাটি আসলেই অনেকটা সত্য। কেননা, ফরেক্স এ প্রথমে আসতে হলে আপনাকে লস করতে হবে। কেননা, ফরেক্স এ প্রথমে আসলে একটি লোভ ও আবেগ এ পড়তে হয়। তাই প্রথমে লস করতে হয়। আবার যখন লস করে আমাদের আগেব ও লোভকে নিয়ন্ত্রন করে আবার ফরেক্স করি তখন আমরা অনেকটা সাফলতা অর্জন করি। কেননা, আমরা লস থেকে শিক্ষা অর্জন করি যাতে আমরা আর লস না করি। ধন্যবাদ।

Mahmud1984fx
2020-07-15, 10:02 AM
৯৫% ফরেক্স ট্রেডার লুজার কথাটা একেবারেই সত্য নয়। এই জরিপটা যে সত্য তার প্রমাণ কি ? কে বা কারা বা কোন প্রতিষ্ঠান এই জরিপ করেছে বিশ্বব্যাপী ? আমার মনে হয় ফরেক্স সম্পর্কে যারা নেগেটিভ ধারণা পোষণ করে অথবা কেউ হয়ত কোন ভাবেই সফলতার মুখ দেখতে পারিনি তখন এই মন্তব্যটা করেছে সেখান থেকেই হয়তবা ছড়িয়েছে। ফরেক্স ট্রেডার কে ? কোন কোন গুণ থাকলে একজনকে ট্রেডার বলা যায় ? সেটা জানলে সমস্যা হওয়ার কথা নয়। আমার মনে হয় যারা না বুঝে,না শিখে ,অভিজ্ঞতা না নিয়ে ট্রেড করে তাদের ৯৫% লস করে ফরেক্স থেকে বিদায় নেয়। আর ৫% ট্রেডার যারা ফরেক্সে টিকে থাকে তাদের সাথে যোগ হয়, এদের ৯৫%ই সফল হয়।