View Full Version : আমাদের দৈনন্দিন কর্ম পরিকল্পনার সাথে ফরেক্স ট্রেডিং ।
IFXmehedi
2020-07-12, 10:53 AM
আমরা অনেকেই আছি যারা ফরেক্স মার্কেটে আমাদের দৈনন্দিন কাজের পাশাপাশি ট্রেডিং করে থাকি । আর আমি মনে করি এর জন্য আমাদেরকে ফরেক্স ট্রেডিং এর জন্য একটা সুনির্দিষ্ট সময় বের করে নেওয়া উচিত । কারণ আমরা যখন কোন কাজের মাঝখানে একটু ফ্রি সময় পাব তখন ফরেক্স মার্কেটে ঢুকে ট্রেডিং করব সেটা করে আমরা আমাদের ট্রেনিং থেকে খুব বেশি ভালো ফলাফল অর্জন করতে পারব না । কারণ ট্রেড করার পূর্বে আপনাকে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করতে হবে । মার্কেটে ঢুকলেন আর ট্রেডিং করলেন বিষয়টা এমন নয় । তাই আমরা যদি আমাদের কাজের পরে একটা নির্দিষ্ট টাইম স্লট বের করে নিতে পারি তাহলে আমি মনে করি সেটাই ফরেক্স ট্রেডিং এর জন্য আমাদের ক্ষেত্রে বেশি কার্যকর হবে ।
Devdas
2020-07-14, 03:45 PM
হ্যা ভাই, ফরেক্স এ আমি দৈন্যদিন্য পরিকল্পনা মাফিক করে থাকি। আমাদের যে কার্জকর্ম গুলো আছে সেগুলো করার পাশাপাশি এই ফরেক্স রুটিন মাফিক করে থাকি। আমি প্রতিদিন দৈনিক ২ থেকে ৩ ঘন্টা সময় দিয়ে ফরেক্স করে থাকি। এতে আমার পরিকল্পনা অনুযায়ী আমি সাফলতা অর্জন করে থাকি।
ফরেক্স বিশেষ করে আমরা যারা পার্ট টাইম হিসেবে গ্রহন করেছি তারা জানি যে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় করে আমরা ফরেক্স করে থাকি কারন আমাদের দৈনন্দিন জীবনে আরও অনেক করম পরিকল্পনা থাকে । কিন্তু যখন আমরা এই নিয়মের ব্যতয় ঘটিয়ে অনিয়ন্ত্রিত ভাবে ট্রেড করি তখনই আমাদের লস এর সংখ্যাও বেড়ে যায় জেমন গত সপ্তাহে আমি মার্কেট এ ঠিক মত প্রবেশ করি নি বলে আমার জেমন লাভ কম হয়েছে তেমনি মার্কেটের পরবর্তী মুভমেন্ট কেমন হবে সেই বিষয়েও স্পষ্ট কোন ধারনা নেই ।
Starship
2021-02-25, 08:45 PM
আমি আমার দৈনন্দিন কাজের পাশাপাশি ফরেক্স করার জন্য নির্দিষ্ট একটি সময় বেছে নিয়েছি। কেননা আমি ছোটখাটো একটা জব করি। কাজেই আমি সারাদিন সময় পাইনা অফিস শেষে বাসায় ফিরে আমি ফরেক্স ট্রেডিং করে থাকি। যাতে আমার ফরেক্স ট্রেডিংয়ের প্রতি মনোযোগি হয় তাছাড়া অফিস করার পাশাপাশি আমি ফরেক্স ট্রেডিং করতে অসুবিধা হয়। কেননা আমি অমনোযোগী হয়ে যাই কাজেই ফরেক্স ট্রেডিং করতে হলে মনোযোগী হতে হয়। মেধা প্রয়োগ করতে হয় সেজন্যই আমি অফিস টাইমের পড়ে বেশিরভাগ ফরেক্স করে থাকি।
KAZIMAJHARULISLAM
2021-03-04, 10:32 AM
ভাইয়া আমি ও আপনার সাথে সহমত পোষণ করছি। কেননা শুধুমাত্র ফরেক্সেই নয়, প্রতিটা কাজেরই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। কেননা ফরেক্স কোনো তাড়াহুড়োর জায়গা না। এইখানে আপনাকে সমস্ত সিদ্ধান্তই দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে,ঠান্ডা মাথায় নিতে হবে। সেই জন্যই এমন সময় কাজ করতে হবে,যখন আমাদের মন-মাইন্ড পরিষ্কার থাকে, চিন্তা মুক্ত থাকে। এইজন্যই আমার যখন ডিউটি থাকে না, চিন্তা মুক্ত থাকি, তখনই ফরেক্সে লেখালেখি করি,ট্রেডে এন্ট্রি নেওয়ার মতো সুযোগ এলে ট্রেডে এন্ট্রি নেই।
Mas26
2021-03-04, 01:03 PM
ফরেক্স মার্কেট এ কাজ করার জন্য একটা নির্দিষ্ট সময়ে রাখা উচিত কারণ একটি নির্দিষ্ট সময়ে আপনি যদি কন্সেন্ট্রেশন ভালো করে দিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি হয়তোবা সফল হতে পারবেন।
হ্যা ভাই, ফরেক্স এ আমি দৈন্যদিন্য পরিকল্পনা মাফিক করে থাকি। আমাদের যে কার্জকর্ম গুলো আছে সেগুলো করার পাশাপাশি এই ফরেক্স রুটিন মাফিক করে থাকি। আমি প্রতিদিন দৈনিক ২ থেকে ৩ ঘন্টা সময় দিয়ে ফরেক্স করে থাকি। এতে আমার পরিকল্পনা অনুযায়ী আমি সাফলতা অর্জন করে থাকি। একারণে একটা নির্দিষ্ট সময়ে ট্রেড করা উচিত বলে আমি মনে করি।
samun
2021-05-22, 09:10 AM
ফরেক্স হল আমার একটি সহায়ক পেশা এর প্রধান কারণ হলো আমি দেখেছি ফরেক্স করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় না দৈনিক 24 ঘন্টায় চার থেকে পাঁচ ঘন্টা সময় দিলেই যথেষ্ট তাছাড়া এত ফ্রি সময় থাকাকালীন আমি শুধু শুধু বশে না থেকে অন্য সকল কাজের প্রতি আগ্রহী হই এবং আমি অন্য কাজের পাশাপাশি খুব সুন্দরভাবে ফরেক্সকে সময় দিতে পারি এবং পরিচালনা করতে পারি এতে করে আমার আলোর পথ আরো বেশি সহজ হয়ে গেছে বিশেষত আমি সকালে ফর এসকে সময় দিয়ে এবং সন্ধ্যা সাতটার পর থেকে রাত 12 টা থেকে 1 টা পর্যন্ত আমি ফরেক্সকে সুন্দরভাবে সময় দিতে পারি
EmonFX
2021-08-31, 02:37 PM
অন্যান্য পেশার মতো ফরেক্স ট্রেডিং যেহেতু একটি পেশা সেহেতু এখানেও আমাদের দিনের একটা অংশ বরাদ্দ করে রাখা উচিত। কেউ যদি ফুলটাইম হিসেবে ফরেক্স ট্রেডিং করেন তাহলে সে কথা ভিন্ন, তবে যদি কেউ পার্ট টাইম হিসেবে করতে চান তাহলে দিনের একটা সময় মার্কেট সম্পর্কে স্টাডি ওয়ানা লাইসেন্স করার জন্য বের করে নেয়া উচিত। যেকোনো কাজেই একটি সুশৃঙ্খল টাইম বন্টন এবং সুন্দর পরিকল্পনার প্রয়োজন রয়েছে। আপনি যে কাজই করেন না কেন তার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনার থাকা দরকার। আপনার যখন একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে তখন আপনার দৈনন্দিন কর্ম প্রক্রিয়াও সেই পরিকল্পনাকে ঘিরেই আবর্তিত হবে। আমাদের উচিত কোন কাজ শুরু করার আগে তার একটি প্রিপ্লান বা পূর্ব পরিকল্পনা করা। আপনি কি হতে চান বা কি করতে চান বা কি পেতে চান সেটার একটা পূর্ব পরিকল্পনা থাকা উচিত। কোন কাজের একটা পরিকল্পনা থাকলে সেটা সফলতার ক্ষেত্রে 50 পার্সেন্ট এগিয়ে রাখে। শুধু ফরেক্স মার্কেট নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই কার্যকর। তাই আমাদের উচিত কোন কাজ শুরু করার আগে সে ব্যাপারে একটা পরিকল্পনা প্রণয়ন করে সেই মোতাবেক কর্ম সম্পাদন করা।
Mas26
2021-08-31, 07:36 PM
ফরেক্স বিশেষ করে আমরা যারা পার্ট টাইম হিসেবে গ্রহন করেছি তারা জানি যে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় করে আমরা ফরেক্স করে থাকি কারন আমাদের দৈনন্দিন জীবনে আরও অনেক করম পরিকল্পনা থাকে।আমাদের যে কার্জকর্ম গুলো আছে সেগুলো করার পাশাপাশি এই ফরেক্স রুটিন মাফিক করে থাকি। আমি প্রতিদিন দৈনিক 1 থেকে 3 ঘন্টা সময় দিয়ে ফরেক্স করে থাকি। এতে আমার পরিকল্পনা অনুযায়ী আমি সাফলতা অর্জন করে থাকি।কিন্তু যখন আমরা এই নিয়মের ব্যতয় ঘটিয়ে অনিয়ন্ত্রিত ভাবে ট্রেড করি তখনই আমাদের লস এর সংখ্যাও বেড়ে যায় জেমন গত সপ্তাহে আমি মার্কেট এ ঠিক মত প্রবেশ করি নি বলে আমার জেমন লাভ কম হয়েছে তেমনি মার্কেটের পরবর্তী মুভমেন্ট কেমন হবে সেই বিষয়েও স্পষ্ট কোন ধারনা নেই।
সেই জন্যই এমন সময় কাজ করতে হবে,যখন আমাদের মন-মাইন্ড পরিষ্কার থাকে।চিন্তা মুক্ত থাকে। এইজন্যই আমার যখন ডিউটি থাকে না চিন্তা মুক্ত থাকি তখনই ফরেক্সে লেখালেখি করি।ট্রেডে এন্ট্রি নেওয়ার মতো সুযোগ এলে ট্রেডে এন্ট্রি নেই।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.