View Full Version : ফরেক্স ট্রেডিং কি আমাদের প্রাত্যহিক জীবনে কোন প্রভাব ফেলে ?
IFXmehedi
2020-07-12, 11:07 AM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং আমাদের প্রাত্যাহিক জীবনে অনেক বড় প্রভাব ফেলে । কারন আমরা সবাই জানি এটা যে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আমাদের প্রচন্ড মানসিক চাপ সহ্য করতে হয় বিশেষ করে এটা আরো বেশি হয় নতুনদের জন্য । যেমন ধরুন আমি যখন নতুন অবস্থায় ফরেক্স মার্কেটে ট্রেড করতাম তখন আমার ট্রেড চলাকালে ঘুমাতে পারতাম না । তবে আপনি যখন এই বিষয়টার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন ধীরে ধীরে দেখবেন এটা আপনার খুব বেশি সমস্যা করছে না । আসলেই সব কিছুর জন্যই আমাদের দৈনন্দিন জীবনে কিছুটা পরিবর্তন আসে এবং আরো পরিবর্তন আসে আমাদের চিন্তা ভাবনা য় । এটা কি শুধু আমার ক্ষেত্রে হয় নাকি আপনাদের ক্ষেত্রেও হয় ?
ফরেক্স ট্রেডিং আমার প্রাত্তাহিক জীবনের সাথে উতপ্রতভাবে জড়িয়ে আছে । আমরা সকলেই জানি যে ফরেক্স মার্কেট এ মুভমেন্টগুলি সম্পর্কে ভাল জানতে হলে মার্কেট টি সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখা জরুরী যা পরবর্তীতে লাভ করার ক্ষেত্রেও অনেক সহায়ক হয় । তাই প্রতিদিন মার্কেট এ সময় দিতে গেলে এর জন্য সময়ের প্রয়োজন যা আমরা আমাদের দৈনন্দিনের কাজের ফাকে দিয়ে থাকি । তাই বলব যে অবশ্যই ফরেক্স আমাদের জীবনের চলার পথে অন্যতম প্রভাবক ।
FREEDOM
2020-07-20, 10:54 PM
হ্যা ফরেক্স ট্রেডিং আমাদের প্রত্যহ জীবনে ভালো প্রভাব ফেলে থাকে। আমরা বেশিরভাগ ট্রেডারই আছি যারা দৈনিক ট্রেড করে থাকি সেক্ষেত্রে আমাদের মধ্যে সবসময়ই একটু উত্তেজনা বা চাপ কাজ করে আর আমরা যারা নতুন ট্রেডারদের আমাদের মধ্যে এর প্রভাব একটু বেশি পড়ে থাকে। তবে আমরা যখন লস করি তখন যেমন খারাপ লাগে ঠিক তেমনি যখন প্রফিট করতে পারি তখন আবার উৎফুল্ল হয়ে যাই।
md mehedi hasan
2020-08-28, 03:23 PM
ফরেক্স মার্কেটে আমার সাধারণত টাকা ইনভেস্ট করে ট্রেড করে থাকি।আর তাই প্রত্যহ জীবনে ফরেক্স মার্কেটে একটা প্রভাব থেকেই যায়।আমরা যখন ট্রেড করি এবং ট্রেডে একের পর এক লাভ করতে থাকি তখন দিন গুলো ভালোভাবে যায়।আমাদের মানসিক অবস্থা ভালো থাকে।আর যখন একটার পর একটা ট্রেড লস করতে থাকি তখন দিন গুলো খুব অস্থিতে কাটাতে হয়।
IFXmehedi
2020-08-31, 02:11 AM
ফরেক্স মার্কেটে আমার সাধারণত টাকা ইনভেস্ট করে ট্রেড করে থাকি।আর তাই প্রত্যহ জীবনে ফরেক্স মার্কেটে একটা প্রভাব থেকেই যায়।আমরা যখন ট্রেড করি এবং ট্রেডে একের পর এক লাভ করতে থাকি তখন দিন গুলো ভালোভাবে যায়।আমাদের মানসিক অবস্থা ভালো থাকে।আর যখন একটার পর একটা ট্রেড লস করতে থাকি তখন দিন গুলো খুব অস্থিতে কাটাতে হয়।
অবশ্যই ফরেক্স মার্কেট আমাদের প্রাত্তাহিক জীবনে প্রভাব ফেলে । কারণ ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন সময়সীমা নেই এবং মার্কেট দিন রাত ২৪ ঘণ্টা চলতে থাকে । সেজন্যই আমরা যদি ফরেক্স মার্কেটে রাতে ট্রেডিং করে তাহলে আমাদের অনেক মানসিক চাপ থাকে এবং প্রতিটা সময় একরকম চিন্তায় থাকি ট্রেড নিয়ে । তাই আমি মনে করি কিছুদিন বিরতি নিয়ে নিয়ে ট্রেডিং করা ভালো ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.