PDA

View Full Version : একজন আদর্শ ট্রেডার কিভাবে ট্রেডিং করে ?



IFXmehedi
2020-07-13, 10:59 AM
আমরা সবাই জানি আমরা যদি ফরেক্স মার্কেটে নিজেদের জ্ঞান এবং অভিজ্ঞতা দ্বারা ট্রেডিং করি তাহলে এ মার্কেট থেকে আমরা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারব । আমার জানা মতে আদর্শ ট্রেডারা ফরেক্স মার্কেট এনালাইসিস ব্যতীত তারা কোন ট্রেডিং করে না । যার কারণে ফরেক্স মার্কেটে তারা সফল হয় । কিন্তু যারা ট্রেডিং করার সময় মার্কেট এনালাইসিস না করেই ট্রেড করে তারা তাদের ট্রেডিং থেকে প্রফিট করতে পারে না, যার কারণে তারা লস করে । তাই আমি মনে করি আমরা যদি আদর্শ ট্রেডারদের মত মার্কেট ভালোভাবে এনালাইসিস করে ট্রেডিং করি তাহলে আমরা লাভবান হতে পারব ।

Mahmud1984fx
2020-07-13, 11:16 AM
একজন আদর্শ ট্রেডার ট্রেডিং করার আগে মার্কেট এ্যানালাইসিস করে নেন, বিভিন্ন চার্ট বিশেষ করে ক্যান্ডেলস্টিক, লাইন চার্ট বা বার চার্ট টাইমফ্রেমসহ এ্যানালাইসিস করে নেন, নিউজ আপডেট দেখেন-বিশ্লেষণ করেন, প্রতিনিয়ত নিজের ট্রেড এ্যানালাইসিস করে মার্কেট ট্রেন্ড বুঝে সাপোর্ট এবং রেসিস্টেন্স মার্ক করার পরে এ্যান্ট্রির সিদ্ধান্ত নেন। খেয়াল রাখেন- মানি ম্যানেজমেন্ট ,লট/ভলিউম,টেক প্রফিট-স্টপ লস ইত্যাদি। অতি লোভকে দূরে ফেলে দিয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে ট্রেড করেন এবং সফলতার দিকে এগিয়ে যান।

mamunjd97
2020-07-13, 12:49 PM
আমার মনে হয় একজন আদর্শ ট্রেডার মার্কেট এ্যানালাইসিস এবং চার্ট এ্যানালাইসিস করেই ট্রেড করেন। তিনি অবশ্যই মানি ম্যানেজমেন্ট অনুসরণ, টেক প্রফিট-স্টপ লস সেট করে নিজের ব্যালেন্স সেভ করার চেষ্টা করেন। লিভারেজ ক্যাপিটাল অনুযায়ী ব্যবহার করেন।ব্যালেন্স দেখেই লট/ভলিউম ব্যবসহার করেন। লোভমুক্ত হয়ে ধৈর্যের মাধ্যমে ফরেক্সে টিকে থাকার চেষ্টা করেন। মোটামুটি ফরেক্স সম্পর্কিত নিয়ম মেনেই ট্রেড করার চেষ্টা করেন। এজন্য সফল হতে পারেন একজন আদর্শ ট্রেডার ।

FREEDOM
2020-07-26, 09:19 PM
একজন আদর্শ ট্রেডার অনেকগুলো বিষয় মাথায় রেখেই ট্রেড করে থাকে। যেমন একজন ট্রেডার মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে মেইনটেইন করে ট্রেড করবে, রিস্ক রেশিও ঠিকভাবে মেনে ট্রেড করবে, লোভ থেকে দুরে থাকে, ধৈর্য ধরে মার্কেট এনালাইসিস করে ট্রেড করবে তবেই একজন ট্রেডার সফলতার দ্বারে পৌছাতে পারবে।