PDA

View Full Version : আপনি দৈনিক কত ডলার প্রফিট করলে নিজেকে সন্তুষ্ট ভাববেন ?



IFXmehedi
2020-07-13, 11:04 AM
ভাই ফরেক্স মার্কেটে প্রফিটেবল করে আমাদের ট্রেডিং এনালাইসিস এবং মূলধনের উপরে । তাই আমরা ট্রেডিং করে কত ডলার প্রফিট করব তার অনেকাংশই এগুলোর উপর নির্ভরশীল । অনেকেই আছে যারা দিনে ৩০/৪০ ডলার প্রফিট করে সন্তুষ্ট থাকেন । আবার অনেকেই আছে দিনে দুই ডলার প্রফিট করে ও সন্তুষ্ট থাকেন । যেহেতু আমি একজন নতুন ট্রেডার সেহেতু আমি বর্তমানে যদি মাসে ১০০ ডলার উপার্জন করতে পারি ,তাহলে আমি নিজেকে সন্তুষ্ট মনে করি ।আপনি মাসে কত ডলার ইনকাম করে নিজেকে সন্তুষ্ট ভাবেন ?

Mahmud1984fx
2020-07-13, 12:22 PM
আমি তো ভাই প্রতিদিন যতবেশী ডলার প্রফিট করত পারব তত বেশী সন্তুষ্ট হব। কিন্তু আমি যা চাইব তা কি আর হবে ? আমার মনে হয় কত ডলার প্রফিট হলো কি হলো না এটা বড় কথা নয়। বড় কথা হলো আমি ফরেক্স ট্রেডিং ঠিকমত করতে পারছি কিনা ? নাকি অন্ধকারে ঢিল ছোড়ার মত বা আন্দাজে কাজ করার মত হলো না তো ? আমি কি ঠিকমত ফরেক্স বুঝেছি ? নিয়মকানুনগুলো আত্মস্ত হয়েছে কি ? মার্কেট এ্যানালাইসিস,মানি ম্যানেজমেন্টসহ অন্যান্য বিষয়গুলো মেইনটেন করে ট্রেড করছি কি ? নাকি নিজের আবেগ,খেয়াল-খুশীমত ট্রেড করে যাচ্ছি ? উত্তর যদি পজেটিভ হয়, আমার আত্মবিশ্বাস আজ হোক কাল হোক আমি সফল হবই ফরেক্সে । ইনশা আল্লাহ।

KF84
2020-07-20, 10:09 AM
আমি প্রত্যেকটি ট্রেড স্টপ লস এবং টেক প্রফিট টুল যেহেতু ব্যবহার করি সুতরাং আমি সব সময় প্রত্যেকটি ট্রেড এ মার্কেট থেকে কত পিপ্স লাভ করতে পারব সেই দিকে বেশি মনযোগী হই । কারন পিপ্স এর উপর প্রফিট নির্ভর করে যতটুকু তার চেয়ে বেশি নির্ভর করে লট সাইজের উপর । তাই অল্প পিপ্স থেকেও বেশি লাভ করা সম্ভব জদি ক্যাপিটাল বেশি থাকে । আমার মনে হয় যে প্রত্যেকদিন টার্গেট নিয়ে লাভ করা ঠিক নয় এতে আমাদের মন মানসিকতায় লোভের প্রভাব চলে আসতে পারে ।

Devdas
2020-07-31, 11:49 PM
ফরেক্স এ অনেকেউ অনেক কিছু আশা করে থাকেন। কেউ অনেক টাকা আয় করতে চায় আবার কেউ কম হলেও চলবে। আমি ফরেক্স মার্কেট থেকে সব সময় যে অনেক টাকা আয় করব তা নয়। আমি যেন ফরেক্স মার্কেট এ ভাল একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হতে পারি যাতে আমি ভবিষ্যতে ফরেক্স থেকে ভাল কিছু পেতে পারি। তবে এখন বর্তমান এ একটু একটু আয় করছি। একটু একটু আয় করেই বর্তমান এ আমার চলবে। কিন্তু আমি ফরেক্স মার্কেট এ ভবিষ্যতে ভাল কিছু পাবার জন্য চেষ্টা করে যাচ্ছি।

FREEDOM
2020-08-31, 10:35 PM
আমি নিয়মিত প্রফিট করতে পারি না বেশিরভাগ সময়েই লসে পরে থাকি যদি নিয়মিত প্রফিট করতে পারতাম তবে অবশ্যই তিন থেকে পাচ ডলারেই আমি সন্তুষ্ট থাকতাম কিন্তু সেটা আসলে পারছি না। ট্রেড করলেই অনেক বেশি লস খেয়ে বসে থাকছি।

samun
2020-08-31, 10:42 PM
আমি নতুন ফরেক্স ট্রেডার হিসেবে গত মাসে প্রায় দুই দিন পর পর 10-15 ডলারের মতো উইথড্র দিতে সক্ষম হয়েছি। কিন্তু বর্তমান মাসে আমি প্রায় দীর্ঘ 2 সপ্তাহ যাবৎ লসে ঝুলে আছি। ফরেক্স মার্কেটে সামান্ন ভুল পদক্ষেপ নেওয়া মনেই বিপদ। আপনার প্রস্নের প্রেখিতে বলছি, আমার দৈনিক 10 ডলার লাভ হলেই চলবে।

ABDUSSALAM2020
2020-08-31, 10:44 PM
আমি ফরেক্স থেকে প্রতিদিন 20 থেকে 30 ডলার প্রফিট করতে চাই এবং 50 থেকে 100 ডলার বোনাস বিনিয়োগ হবে আমি নিতে চাইকারণ আমি ব্যবসার জন্য 20 থেকে 30 ডলার বিনিয়োগ করেছে তাই আমি লাভ হিসেবে তার জীবন লাভ আশা করি তাই আমি পারিনা বেশি বেশি আশা করে দেখে আমি ফরেক্স এর সাথে সম্পৃক্ত আছি * আমি জানি খরচ থেকে আমি খুব সহজেই লাপটপ করতে পারে ব্যবসা করে।

arifmunshi
2020-08-31, 10:50 PM
আমি দৈনিক যত ডলার প্রফিট করলে নিজেকে সন্তুষ্ট ভাবব :-
আসলেও বেশি ডলার প্রফিড করা মানে বেশি খুশি হতে পারা, আর যদি বেশি ডলার ইনকাম করতে গিয়ে বেশি লস করে ফেলি সেটা হবে বেশি বেদনার। তাই আমি বেশি ডলার প্রফিড করার আশা রাখি না কোনদিন অল্প ডলার ইনকাম করেও খুশি থাকি। তবে দৈনিক ১০ ডলারের মত উপার্জন করতে পারলে আমি খুশি।

Shole33
2020-08-31, 10:54 PM
আপনি দৈনিক কত ডলার প্রফিট করলে নিজেকে সন্তুষ্ট ভাববেন
আমি দৈনিক যত ডলার প্রফিট করলে নিজেকে সন্তুষ্ট ভাবব :-
আসলেও বেশি ডলার প্রফিড করা মানে বেশি খুশি হতে পারা, আর যদি বেশি ডলার ইনকাম করতে গিয়ে বেশি লস করে ফেলি সেটা হবে বেশি বেদনার। তাই আমি বেশি ডলার প্রফিড করার আশা রাখি না কোনদিন অল্প ডলার ইনকাম করেও খুশি থাকি। তবে দৈনিক ১০ ডলারের মত উপার্জন করতে পারলে আমি খুশি।