Log in

View Full Version : মাথা গরম করে ফরেক্স মার্কেটের ট্রেডিং করলেন মানে হেরে গেলেন !



IFXmehedi
2020-07-13, 11:23 AM
আমরা প্রায় সবাই জানি ফরেক্স মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ একটা মার্কেট । এই মার্কেটে আমাদের লাভ করার যেমন খুব সম্ভাবনা থাকে তেমনি লস করার সম্ভাবনাও কিন্তু কম নয় । তাই আমাদের যা কিছু করতে হয় খুবই চিন্তা ভাবনা করে করতে হয় । আর ২/৪ টা ট্রেডে আমাদের লস হতেই পারে সেই লসকে কেন্দ্র করে যদি আমাদের মাথা গরম হয়ে যায় অথবা রেগে যাই এবং তারপরে আরো ট্রেড করি তাহলে আমার ধারণা যতগুলো পরবর্তীতে ট্রেড করা হবে, তার সবগুলো লস হবে । তাই আমাদের উচিত মাথা গরম করে ট্রেড না করা দরকার হলে কিছুটা বিরতি নিয়ে ট্রেডিং করা উচিত ।

Mahmud1984fx
2020-07-13, 11:36 AM
কথায় আছে না ? রেগে গেলেন তো হেরে গেলেন। ফরেক্স একটা ব্যবসা, এখানে আবেগের কোন জায়গা নেই, নেই লোভ বা অধৈর্যের। সার্ভারভিত্তিক কোম্পানী মানে নির্দিষ্ট কিছু নিয়মনীতির বা সূত্রের মাধ্যমেই এগিয়ে চলে। এখানে ব্যবসা করতে হলে স্রোতের গতি কোনদিকে তা বুঝতে হবে,যদি তা বুঝতে পারি তাহলে মানি ম্যানেজমেন্টসহ যাবতীয় নিয়মনীতির আলোকেই ট্রেড করে সামনে এগিয়ে যেতে হবে। মাথা গরম করলেই মার্কেট আপনার অনুকূলে যাবে না। তার নিজস্ব গতিতেই এগিয়ে যাবে।

FREEDOM
2020-07-26, 10:35 PM
কোন কাজই মাথা গরম করে করা ঠিক হবে না। কারন মাথা গরম করে কোন কাজ করলে তার থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে না বরং পরবর্তীতে আফসোস করতে হয়। তাই যে কোন ডিসিশনই সব সময় মাথা ঠান্ডা রেখেই নেওয়া উচিত হবে বলে আমি মনে করি।