PDA

View Full Version : ফরেক্স মার্কেট একটি স্রোতস্বিনী নদীর মত !!



Mahmud1984fx
2020-07-13, 12:02 PM
বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদী আমাদের দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা সবাই কমবেশী নদীকেন্দ্রীক সময় কাটানোর অভিজ্ঞতা বলতে পারি। বিশেষ করে তীব্র স্রোত বা যে নদীতে প্রবল স্রোত রয়েছে সেই নদীতে যদি আমরা হেটে,সাতার কেটে বা নৌকা বা অন্য কোন বাহনে কোথাও যেতে চাই তাহলে আগে দেখতে হবে নদীর স্রোত কোনদিকে, যদি অনুকূলে আমরা যায় তাহলে আমাদের জন্য অত্যন্ত সহজ পথচলা,খুব সহজেই গন্তব্যে পৌছে যাব। কিন্তু স্রোতের বিপরীতে যদি আমরা চলি তাহলে কত কঠিন হতে পারে ? গন্তব্যে হয়ত বা নাও পৌছতে পারি। ঠিক তদ্রুপ ফরেক্স মার্কেট হলো তীব্র স্রোতের প্রতিনিয়ত প্রবাহমান নদীর মত। নদী যেমন আঁকাবাঁকা চলে তেমনি ফরেক্স মার্কেট কখনো সোজাসুজি চলেনা । এজন্য এটাকে আপট্রেন্ড,ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। নদীর মত আমরা যদি মার্কেটের ট্রেন্ড বা গতি বুঝে অনুকূলে ট্রেড করতে পারি তাহলে সফলতা সময়ের ব্যাপার মাত্র। আমার তো মনে হয় অভিজ্ঞতা-দক্ষতা দ্বারাই সেটা বুঝতে হবে।


:swim::profit:


ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297

mamunjd97
2020-07-13, 12:42 PM
১০০% সঠিক কথা। ফরেক্স মার্কেট একেবারে তীব্র স্রোতের নদীর মত। পাল তুলে নৌকা ছুটে চলে দিক দিগন্তে। পাল তুলে নৌকা চালাতে হলে বাতাসের গতি এবং স্রোতের গতি অনুকূল থাকতে হবে । না হলে নৌকা চলবে না। ইন্জিনচালিত কোন জলযান হলেও স্রোতের বিপরীতে চলাটা অনেক কঠিন বা আদৌ সম্ভব হবে কিনা সন্দেহ আছে । ঠিক তেমনি ফরেক্স মার্কেটের স্রোত যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের প্রফিট করা অনেক সহজ হয়ে যাবে। এজন্য মার্কেট ট্রেন্ড লাইন বুঝে ট্রেড করার চেষ্টা করতে হবে।

masum0086
2020-07-13, 01:32 PM
নদী যেমন আঁকাবাঁকা পথে চলে ফরেক্স মার্কেট ও তেমনি আঁকাবাঁকা চলে, কখনও সোজাপথে , কখনও বাঁকা পথে চলে আবার কখনও সমান্তরাল থাকে। পাল তুলা নৌকা যেমন নদীর অনুকূলে চলে দূর দূরান্তে যাওয়ার জন্য ঠিক তেমনি ফরেক্সেও মার্কেট ট্রেন্ড যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজে প্রফিট করতে পারব। আর যদি প্রতিকূলে চলি তাহলে আমরা লুজার হব। বিশেষ করে যারা নতুন তাদের উচিত মার্কেট ট্রেন্ড বুঝতে পারাটা।

Hasinapx
2020-07-17, 08:18 PM
ফরেক্স সম্পর্কে বার বার লিখলেও মাঝে মাঝে একটু সাহিত্য দিয়ে রসকষ মিশিয়ে লিখলে মনে হয় পড়তে বেশ ভাল লাগে। আপনি ঠিকই বলেছেন ফরেক্স একটি খরস্রোতা নদীর মত। ফরেক্সকে নদীর সাথে তুলনা করা যেতেই পারে। ফরেক্স নামে এই নদীটি সব সময় প্রবাহমান। আকাবাকা পথ ধরে চলে , থামে না এর গতি তবে কখনো কখনো নদীর মত আকাবাকা পথ চলে,স্রোতের ধারা কিন্তু চলতেই থাকে। আমরা যদি ফরেক্স নদীর সোতের দিক ঠিক করতে পারি তাহলে ট্রেড করতে বেশ সুবিধা হবে। স্রোতের গতিটাই হলো মার্কেট ট্রেন্ড। ট্রেন্ড বুঝতে পারলে প্রফিট করা সহজ। নদীর বিপরীতে চললে বিপদ হতেই পারে তেমনি ট্রেন্ডকে বুঝে সেদিকে চললেই প্রফিট করা সম্ভব। ধন্যবাদ।

Emamul
2020-07-17, 09:35 PM
একথা ঠিক যে ফরেক্স মার্কেট অনেকটা নদীর স্রোতের মত। এটা তার নিজের গতিতে সর্বদা চলমান। কখোনও উচু হয়, আবার কখনো নিচু হয়। কিন্তু সম্মুখে চলা অব্যাহত রাখে। ফরেক্স মার্কেটে ট্রেন্ড ও তার নিজ গতিতে চলে, সাপোর্ট রেজিস্টান্স তৈরি করে সম্মুখে চলা অব্যাহত রাখে। আপনি য্রমন স্রোতের বিপরীতে নৌকাচালাতে পারবেন না। ঠিক তেমনি আপনি ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে পারবেননা। যদি সেটা করেন তাহলে বিপুল লসের সম্ভাবনা রয়েছে।

Starship
2020-07-17, 09:50 PM
ফরেক্স নদীর সঙ্গে তুলনা করলে ভুল হবেনা। কারণ নদী যেমন আঁকাবাঁকা হয়ে চলে তেমনি ফরেক্স ক্যান্ডেল গুলো আঁকাবাঁকা নদীর মতো হয়ে যায়। ফরেক্স মার্কেট সম্পর্কে মুভমেন্ট যেমন আমরা এনালাইসিস করে একটা ধারণা পেতে পারি অপরদিকে নদীর এরিয়া সম্পর্কে অবগত থাকলে আমরা নদীর গতিবিধি সম্পর্কে ধারণা পেতে পারি। তাই ট্রেড করার পূর্বে এনালাইসিস করে ট্রেড করা উচিত।

Mas26
2020-07-18, 12:23 AM
১০০% সঠিক কথা। ফরেক্স মার্কেট একেবারে তীব্র স্রোতের নদীর মত। পাল তুলে নৌকা ছুটে চলে দিক দিগন্তে। পাল তুলে নৌকা চালাতে হলে বাতাসের গতি এবং স্রোতের গতি অনুকূল থাকতে হবে । না হলে নৌকা চলবে না। ইন্জিনচালিত কোন জলযান হলেও স্রোতের বিপরীতে চলাটা অনেক কঠিন বা আদৌ সম্ভব হবে কিনা সন্দেহ আছে । ঠিক তেমনি ফরেক্স মার্কেটের স্রোত যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের প্রফিট করা অনেক সহজ হয়ে যাবে। এজন্য মার্কেট ট্রেন্ড লাইন বুঝে ট্রেড করার চেষ্টা করতে হবে।

samun
2022-01-15, 10:45 PM
ফরেক্স হলো একটি জ্ঞানের সমুদ্র । সারা বিশ্বের সকল বড় বড় কেন্দ্রীয় ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানী, ইনভেষ্টমেন্ট কোম্পানী, ফিনানসিয়াল কোম্পানী, প্রাইভেট ফান্ড এবং আমরা খুচরা ট্রেডারগণ মিলে সবাই একযোগে এই মার্কেটে লেনদেন করছে৷ অনলাইনের সুবাদে বিশ্বের সবাই এখানে ব্যাবসা করার সুযোগ পাচ্ছে ৷ আমি মনে করি অদূর ভবিষ্যতে এই ব্যবসাটা আরও জনপ্রিয়তা অর্জন করবে ।

md mehedi hasan
2022-01-16, 08:16 AM
ফরেক্স মার্কেট হল একটি বিড়াট অর্থ উপার্জনের পথ।যদি আপনি ফরেক্স মার্কেটে সমন্ধে ব্যপক জ্ঞান লাভ করে থাকেন।আর এই মার্কেটে কখনো স্রতের বিপরীতে গা ভাসাবেন না।তাহলে আপনি এই মার্কেটে থেকে ছিটকে পরবেন।অর্থাৎ ট্রেন্ড এর বিপরীতে কখনো ট্রেড করবেন না।একটা কথা মনে রাখবেন ট্রেন্ড আপনার বন্ধু।কিন্তু একে শত্রু বানাবেন না।ফরেক্স মার্কেট যে দিকে বয়ে চলবে আমরাও সেই দিকে ট্রেড করবো।তাহলেই আমরা ফরেক্স মার্কেটে সফল হবো।