PDA

View Full Version : পর্যটকদের জন্য খুললো ভূ-স্বর্গ কাশ্মীর



SaifulRahman
2020-07-14, 01:47 PM
গতবছরের আগস্ট মাসের পর থেকেই রাজনৈতিক কারণে পর্যটনে ব্যাপক মন্দা চলছিল কাশ্মীরে। সেখানকার অর্থনীতির অন্যতম ভিত্তি দাঁড়িয়েছে আছে এই খাতের উপর। এর মধ্যে চলতি বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সেই মন্দা আরো বাড়তে থাকে। এ অবস্থায় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলো দেশটি।
11583
জম্মু-কাশ্মীর ভ্রমণে যেসব নিয়ম মানতে হবে:
প্রথম পর্যায়ে শুধু প্লেনে আসা যাত্রীদের গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর মেনে জম্মু-কাশ্মীরে ঢোকার অনুমতি দেওয়া হবে।
প্রত্যেক পর্যটককে ‘আরোগ্য সেতু’ মোবাইল অ্যাপ ইনস্টল করে রেগুলার স্বাস্থ্য বিষয়ে আপডেট থাকতে হবে।
৫ বছরের বেশি বয়সী পর্যটকদের কাশ্মীরে ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করে এড়িয়ে চলতে বলা হয়েছে নির্দেশনায়।
কাশ্মীরে ঢোকার আগে অনলাইনে হোটেল বুকিং, হাউসবোট বা গেস্টহাউজ বুকিং বাধ্যতামূলক। রিটার্ন টিকিট, ভ্রমণের সময়কাল- সব পূর্বনির্ধারিত থাকতে হবে।
ট্যাক্সি বা ট্রান্সপোর্টের প্রি-বুকিং বিষয়ে হোটেল ম্যানেজমেন্ট বা ট্রাভেল এজেন্ট ট্যুরিজম বিভাগকে অবহিত করতে হবে।
কাশ্মীরে ঢোকার সঙ্গে সঙ্গেই আরটিপিসিআর মেশিনে করোনা ভাইরাস (কোভিড-১৯) টেস্ট করা হবে। আগে থেকে টেস্ট করা থাকলে হোটেলে উঠতে পারবেন কিন্তু বের হতে পারবেন না। ২৪ ঘণ্টার মধ্যে টেস্টের ফল জানিয়ে দেওয়া হবে।

sagar0835
2020-08-24, 12:03 PM
খুবই তথ্যবহুল পোস্ট।
কাশ্মীর আমার দেখা খুবই সুন্দর একটি জায়গা।
আমার প্ল্যান আছে খুব শীঘ্রই ওখানে যাওয়ার।
তবে ওখানে অনেক ভ্রমন নিয়ে নিষেধাজ্ঞা আছে যেগুলা না জানলে পরে বিভিন্ন সমস্যায় পরতে হয়। আর এখন সীমান্ত সমস্যার জন্য অই এলাকায় ভ্রমন আরো জটিল হয়ে গেছে।
তবুও এটা পড়ে অনেক কিছু জানতে পারলাম।

Tofazzal Mia
2020-09-30, 05:26 PM
কাশ্মীর এর পাহাড় আর নদীর মাঝখানে এসে সময় কাটানো সত্যিই ট্রেডিং এর মাঝখানে মাইন্ড কে রিফ্রেশ রাখার জন্য এর চেয়ে ভাল জায়গা হয় না। ঝিলাম নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই সুন্দর শহরকে পূর্ণতা দিয়েছে চারদিকে ঘিরে থাকা বরফে ... বাহু মন্দির যা বিশেষভাবে পর্যটকদের কাছে আকর্ষণীয় এর স্থাপত্যশৈলীর জন্য। ... সবুজের তৃণভূমি আর পাহাড়ের বিশালতার হাত ধরে প্রশান্তি আর অপার্থিবতা হৃদয়কে শান্ত করে দেয়।
12406