View Full Version : ফরেক্স ট্রেডিং এ Pull Back যা বোঝায়
kzsafayet
2020-07-19, 01:52 AM
Pull Back মানে এটি যদি আগের দিন চেয়ে কম বন্ধ হয়। সাধারণত এমনটি ঘটে যখন কোনও সুরক্ষা যার দাম বেশি চলেছে উদাহরণস্বরূপ সিকিউরিটির দাম হ্রাস পায়। আপনার কেনার সুযোগের দিক থেকে এটি বিশ্লেষণ করার চেষ্টা করুন
Rokibul7
2020-07-19, 12:18 PM
ভাই পুলব্যাক সম্পকে বুঝি না।অভিজ্ঞদের আপনাদের কাছে জানতে চাই পুলব্যাক মানে কি।পুলব্যাকের মাধ্যমে কি বুঝা যায় বা মাকেট কি নিদেশ করে
habibi
2020-07-19, 03:39 PM
পুলব্যাক হল বর্তমান ট্রেন্ডের অস্থায়ী রিভার্সেল, এটি উপরে বা নীচে উভয় হতে পারে। আমরা দেখি, ফরেক্স মার্কেটে প্রাইস অ্যাকশান ওয়েব এর মতো চলে
পুলব্যাক মুলত ২ ধরনের হয়ে থাকে:
১। আপট্রেন্ডে পুলব্যাক
২। ডাউনট্রেন্ডে পুলব্যাক
আপট্রেন্ডে পুলব্যাকঃ আপট্রেন্ড মার্কেটে আমরা দেখতে পায় যে প্রাইস বাড়তে বাড়তে এমন একটি সময় আসে যে হঠাৎ করে আবার কিছুটা নীচে নেমে যায়, তারপর এটি অল্প কিছুক্ষণ পরে আবার উপরে উঠে যায় যে সে তার আগের হাই কেও ছাড়িয়ে যায় তখন একটি আপট্রেন্ডে পুলব্যাক হয়ে থাকে।
ডাউনট্রেন্ডে পুলব্যাকঃ এটি আপট্রেন্ড পুলব্যাকের বিপরীতে। ডাউনট্রেন্ড মার্কেটে আমরা দেখতে পায় যে প্রাইস কমতে কমতে এমন একটি সময় আসে যে হঠাৎ করে আবার কিছুটা উপরে উঠে যায়, তারপর এটি অল্প কিছুক্ষণ পরে আবার নীচে নেমে যায় যে সে তার আগের লো কেও ছাড়িয়ে যায় তখন একটি ডাউনট্রেন্ডে পুলব্যাক হয়ে থাকে।
একটি বিশয় মনে রাখবেন পুলব্যাক ক্ষণস্থায়ী রিভার্সেল।
নীচের এই চার্টটি দেখুন -
11630
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.