PDA

View Full Version : বাই/সেল



Rokibul7
2020-07-19, 01:41 PM
আমরা সবাই জানি বাই সেল এর মাধ্যমে আমরা প্রফিট করি।বাই মানে দাম বাড়লে লাভ হয়,কিন্তু সেল মানে তো দাম কমে যাওয়া।তবে সেল করলে কেন আমরা লাভ করি।ফরেক্স টেডি বেশ কিছুদিন হলো কিন্তু এই ব্যাপারটা এখনও বুঝতে পারলাম না আমি।অভিজ্ঞ ভাইদের নিকট সাহাজ্য চাই আমাকে এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন plz। আমি আমার টেডিং স্ট্রটেজি আরও উন্নত করতে চাই।

samun
2020-07-19, 02:03 PM
ফরেক্স আন্তর্জাতিক মুদ্রা বিনিময় বাজার। এই মার্কেট দ্বারা একটি দেশের অর্থের সাথে অন্য দেশের অর্থ কেনা-বেচা করা হয়। ফরেক্স মার্কেট শেয়ার বাজারের মতই একটি ব্যবসায় হলেও এর মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছে। শেয়ার বাজারে মূল্য বৃদ্ধি হলে লাভ হয়। কিন্তু ফরেক্স মার্কেটে বাই/সেল উভয় দিকেই লাভ হয়। সব দেশের অর্থের মান সব সময় এক থাকে না। ফলে যখন যার মান বৃদ্ধি পায় তখন সেই অনুপাতে আমরা বাই ধরে প্রফিট করি। আবার যখন অর্থের মান নিম্ন মুখী হয় তখন সেল ধরে প্রফিট করি। তাইতো ফরেক্স সারা বিশ্বজুড়ে এতো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।।।

FREEDOM
2020-07-19, 02:09 PM
ফরেক্স মার্কেট আমরা বাই বা সেল করেই প্রফিট করতে পারি। আমরা মুলত কারেন্সীর উপর বেজ করে বাই সেল করে থাকি। আমরা দেখি কোন কারেন্সী কখন শক্তিশালী হচ্ছে তার উপর বেজ করেই ট্রেড করি। বাই বা সেল মাত্র একটি অপশন। খেয়াল করলে দেখবেন যদি জিবিপি স্ট্রং হয় বা হতে পারে তখন আমার জিবিপির পক্ষেই ট্রেড করবো সেটা বাই বা সেল দুটোই হতে পারে। জিবিপি-ইউএসডি পেয়ারটিতে কখনো বাই কখনো সেল করি কারন কখনো জিবিপি স্ট্রং হতে পারে আবার কখনো ইউএসডি স্ট্রং হতে পারে।

KF84
2020-07-19, 08:27 PM
আমরা সবাই জানি বাই সেল এর মাধ্যমে আমরা প্রফিট করি।বাই মানে দাম বাড়লে লাভ হয়,কিন্তু সেল মানে তো দাম কমে যাওয়া।তবে সেল করলে কেন আমরা লাভ করি।ফরেক্স টেডি বেশ কিছুদিন হলো কিন্তু এই ব্যাপারটা এখনও বুঝতে পারলাম না আমি।অভিজ্ঞ ভাইদের নিকট সাহাজ্য চাই আমাকে এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন plz। আমি আমার টেডিং স্ট্রটেজি আরও উন্নত করতে চাই।
স্টক এক্সচেঞ্জ আর ফরেক্স এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটি হল এই যে একটিতে একমুখী লাভ করা যায়, অন্যদিকে আরেকটিতে লাভটি উভমুখী । আর এই জন্যই ফরেক্স দিন দিন জনপ্রিয় হচ্ছে । ফরেক্স এ মার্কেট উপরে থাকলেও যেমন লাভ করার সুযোগ থাকে তেমনি নিচে নামলেও সেল করার সুযোগ থাকে । এই রকম হওয়ার কারন হল আমরা আসলে একটি কারেন্সির বিপরীতে আরেকটি কারেন্সির মধ্যে যে তারতম্য হচ্ছে তার প্রতি একক মুভমেন্ট এ ট্রেড করে থাকি অর্থাৎ মার্কেট যদি নিচে নামে তাহলে একটি কারেন্সির দাম যে কমে যাচ্ছে আরেকটির তুলনায় সেই যতটুকু কমে যাচ্ছে তার ভিত্তিতে ট্রেড করে থাকি ।

Md.shohag
2020-07-19, 08:31 PM
ফরেক্স আন্তর্জাতিক মুদ্রা বিনিময় বাজার। এই মার্কেট দ্বারা একটি দেশের অর্থের সাথে অন্য দেশের অর্থ কেনা-বেচা করা হয়। ফরেক্স মার্কেট শেয়ার বাজারের মতই একটি ব্যবসায় হলেও এর মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছে। শেয়ার বাজারে মূল্য বৃদ্ধি হলে লাভ হয়। কিন্তু ফরেক্স মার্কেটে বাই/সেল উভয় দিকেই লাভ হয়। সব দেশের অর্থের মান সব সময় এক থাকে না। ফলে যখন যার মান বৃদ্ধি পায় তখন সেই অনুপাতে আমরা বাই ধরে প্রফিট করি। আবার যখন অর্থের মান নিম্ন মুখী হয় তখন সেল ধরে প্রফিট করি। তাইতো ফরেক্স সারা বিশ্বজুড়ে এতো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।।।