PDA

View Full Version : সুশান্তের মৃত্যুর তদন্তে পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য



DhakaFX
2020-07-19, 05:47 PM
ইতোমধ্যে এক মাসেরও বেশি সময় কেটে গেছে সুশান্ত সিং রাজপুতের মারা যাওয়ার, আর গত শুক্রবার (১৭ জুলাই) এই মামলায় সুশান্তের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত জারি রেখেছে মুম্বাই পুলিশ্, শুরুতেই পুলিশের জেরার মুখে পড়লেন সুশান্তের সাইকিয়াট্রিস্ট (মনোরোগ বিশেষজ্ঞ)। পুলিশি তদন্তে উঠে এসেছে মৃত্যুর মাস ছয়েক আগে থেকেই ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত। সেই সময় একাধিক মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম মুম্বাইয়ের প্রখ্যাত মনোবিদ করসি চাবরা। শুক্রবার (১৭ জুলাই) বান্দ্রা থানায় তলব করা হয়েছিল তাকে। সুশান্তের মানসিক অবস্থা, তার ডিপ্রেশন সম্পর্কে খোঁজ নিতেই পুলিশ জিজ্ঞাসাবাদ করলো করসি চাবরাকে। এদিন আরও এক চিকিৎসককে জেরা করে মুম্বাই পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ্যে আসেনি।
পুলিশি জেরায় ওঠে এসেছে গত বছর অক্টোবর মুম্বাইয়ের এক হাসপাতালে মানসিক অবসাদের চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন সুশান্ত। গত এক বছরে প্রায় ৫ জন মনোবিদের পরামর্শ নিয়েছেন তিনি। জেরায় চিকিৎকরা জানিয়েছেন, মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত ছিলেন সুশান্ত। রাতে ঘুম হতো না তার। সবসময় তার ভেতর সংশয় ও দোটানা ভাব কাজ করতো এবং কোনো বিষয় নিয়ে প্রায়ই সন্দেহ কাজ করত তার মনে। মনোবিদদের সঙ্গে কাউন্সিলিংয়ের সময় সঙ্গে থাকতেন বান্ধবী রিয়া চক্রবর্তীও। সুশান্তের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু তথ্য পুলিশকে দিয়েছেন চিকিৎসকরা। তবে তা এখনও যথাযথ মনে করছেন না মুম্বাই পুলিশ।
প্রধান চিকিৎসকের পাশাপাশি সুশান্তের আরও তিন চিকিৎসকের বয়ানও রেকর্ড করবে পুলিশ। সেইসব তথ্য যাচাই করে দেখা হবে, ফের কথা বলা হবে পরিবারের সদস্যদের সঙ্গেও। অন্যদিকে সুশান্তের আত্মহত্যার তদন্তে শনিবার (১৮ জুলাই) বয়ান রেকর্ড করা হলো নির্মাতা আদিত্য চোপড়ার। গত ১৪ জুন সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল প্রয়াত অভিনেতার দেহ। মৃত্যুর আগের ছয়মাস ধরে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত। এখন পর্যন্ত পুলিশি তদন্তে যা তথ্য উঠে এসেছে- আত্মহত্যাই করেছেন অভিনেতা। কিন্তু মেলেনি কোনও সুইসাইড নোট। আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্টেই মাস কয়েক ধরে থাকছিলেন রিয়া। কিন্তু সুশান্তের মৃত্যুর কয়েক দিন আগেই সেখান থেকে চলে যান তিনি। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর আগের রাতে এবং মৃত্যুর দিন দুইবার রিয়াকে ফোন করেছিলেন সুশান্ত। তবে দুবারই ফোনের ওপার থেকে কোনও জবাব মেলেনি।
http://forex-bangla.com/customavatars/1312296861.jpg

FXBD
2020-08-25, 06:18 PM
আড়াই মাসের বেশি হয়ে গেছে, নেই সুশান্ত সিং রাজপুত। এখনো সুশান্ত ইস্যুতে গরম অনলাইন। এক লাফে বেড়ে গেছে সুশান্তের সাবেক প্রেমিকাদের অনুসারী। সবার সজাগ চোখ এই তারকাদের ওপর। এই বুঝি সুশান্তকে নিয়ে কেউ কিছু বললেন। এই বুঝি সুশান্তের মৃত্যুরহস্য নিয়ে নতুন কিছু বেরিয়ে এল। এই বেলা সুশান্তকে নিয়ে চলছে নানা রকম ব্যবসা। সুশান্তের মৃত্যুর আপডেট দিতে খোলা হয়েছে বেশ কিছু ইউটিউব চ্যানেল। হু হু করে বাড়ছে সেসব চ্যানেলের গ্রাহক আর দর্শক। কেবল সুশান্তের মৃত্যু নিয়ে ভিডিও ব্লগ করেই লাইমলাইটে এসেছেন অসংখ্য ইউটিউবার। ইতিমধ্যে সুশান্তকে নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক বই। সেই সব বই সাড়া ফেলেছে বাজারে। পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের প্রেসিডেন্ট ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘লেখকেরাও লাইমলাইটে আসার জন্য বেছে নিয়েছেন সুশান্তের মৃত্যুর বিষয়টিকে। আর সেই সব বই সাড়াও ফেলছে পাঠক মহলে। কারণ সবাই একটা শকের মধ্যে আছে। তারা সুশান্তের মৃত্যুরহস্য নিয়ে মানুষ আরও জানতে চায়। এই সময়ে রাতারাতি সাড়া ফেলার জন্য এর চেয়ে ভালো টপিক আর হয় না। তাই সমসাময়িক লেখকেরাও সেটাকে টার্গেট করছেন, সফলও হচ্ছেন।’ ওদিকে বসে নেই পরিচালকেরাও। তাঁরাও ঝাঁপিয়ে পড়েছেন সুশান্তকে নিয়ে সিনেমা বানাতে। ইতিমধ্যে বেশ কিছু ছবির নাম নিবন্ধন করা হয়েছে। কোটি কোটি টাকা ঢালা হয়েছে প্রি প্রোডাকশনে। সিনেমা নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতাও। শচীন তিউয়ারি নামের এক টিকটক তারকাকে সুশান্তের ছবির জন্য ঠিক করে অগ্রিম টাকাও দেওয়া হয়েছে। রোর ফিল্মসের ব্যানারে ছবিটি পরিচালনা করার কথা সনোজ মিশ্রর। আর ছবিটির প্রযোজক মারুত সিং। কিন্তু শচীন ইতিমধ্যে এই চুক্তি ভেঙে সুশান্তের ওপর নির্মিত আরেকটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আগের চুক্তির অগ্রিম অর্থও ফেরত দেননি তিনি, এমন অভিযোগ পরিচালক ও প্রযোজকদের। ডেকান ক্রনিকলের পক্ষ থেকে এ বিষয়ে জানতে তাঁকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

FXBD
2020-09-20, 02:39 PM
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তিন মাস পার হয়ে গেছে। সিবিআই, এনসিবি, ইডি, তিন সংস্থা উঠে পড়ে লেগেছে এই মৃত্যুর রহস্য উদ্*ঘাটন করতে। আর এই তিন সংস্থার তদন্তে প্রায় প্রতিদিনই নতুন নতুন সব তথ্য বেরিয়ে আসছে। এবার জানা গেল, কেবল প্রেমিকা রিয়াই নন, তাঁর পরিবারের বিলাসিতার টাকাও জোগাতেন সুশান্ত। সুশান্ত মৃত্যুরহস্যের তদন্তের সময় সুশান্তের পাবনার ফার্ম হাউস থেকে বেশ কিছু চিরকুট পাওয়া গেছে। ২০১৮ সালের ২৭ এপ্রিল সুশান্ত লিখেছিলেন, রাত আড়াইটায় ঘুম থেকে উঠতেন তিনি। এরপর চা পান করে ঠান্ডা জলে স্নান করতেন। সুশান্তের এই লেখা অনুযায়ী, ২০১৮ সালেই ধূমপান ছেড়েছেন তিনি। এক জায়গায় হলিউডে অভিনয়ের ইচ্ছার কথাও ব্যক্ত করেছেন সুশান্ত। সুশান্তের আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে এদিকে সিবিআই। দিল্লির ফরেনসিক বিভাগ আগামী সপ্তাহে সিবিআইয়ের হাতে রিপোর্ট তুলে দেবে। এইআইএমএস সুশান্ত মৃত্যুরহস্য নিয়ে তাদের মতামতের পূর্ণাঙ্গ রিপোর্টও আগামী সপ্তাহে জানাবে।
12279