View Full Version : আপনার লক্ষ্য নির্ধারণ করুন,সফলতা পাবেন।
MINARULRFL100
2020-07-21, 07:07 PM
ফরবক্স মার্কেটে ব্যাবসা করার আগে আমরা সকলেই ভাবি ফরেক্স মার্কেটে ব্যাবসা করেই রাতারাতি নিজের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করবো কিন্তু বাস্তবিক অর্থে আমরা ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে এসেই নিজের সব ডিপজিট অর্থ লস করে থাকি।এর কারন হলো আমরা না জেনে না বুঝে ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে শুরু করি।আপনার কোন লক্ষ্য নেই তার জন্য আপনি ফরেক্স মার্কেটে প্রবেশ করেই রাতারাতি নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের স্বপ্ন দেখেন তাই আপনাকে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনি ফরেক্স মার্কেটের থেকে সফল হওয়ার জন্য কি কি করতে হবে।সেই অনুযায়ী আপনাকে প্রতিটি ধাপে ধাপে সামনে আগ্রসর হতে হবে।যদি সব গুলো ধাপ আপনি শেষ করতে পারেন তাহলে আপনি সফল হবেন।
rakib.r
2020-07-21, 08:38 PM
ফরেক্স মার্কেট না শুধু আমার জানা মতে কোন ব্যাবসাতেই রাতারাতি আসলে বড় লোক হওয়া যায় না। আরো একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে একটা জিনিস যত দ্রুত আসবে সেই জিনিস তত দ্রুত ই হারিয়ে যাবে। ১০০ ডলার দিয়ে এক মাসে ১০০ ডলার ও প্রফিট করা সম্ভব কিন্তু এতে করে আপনার লোভ অনেক বেড়ে যাবে । পরের মাসে চাইবেন আমি এই মাসে ২০০ ডলার প্রফিট করবো কিন্তু একবার না একবার আপনি লস করে ফেলবেন ই। আমি মনে করি সব ব্যাপারে আসতে আসতে আগানো ভালো। যদি অল্প কিছুতে আমার আয় হয় , বেশি দিন স্থায়ি হয় তবে আমি কেনো সেটা একবারে নষ্ট করতে যাবো? আমি মনে করি ১০০ ডলারে মাসে ২০ ডলার প্রফিট টা খুব একটা খারাপ না। এটা যেমন খুব সহজেই করে নেয়া যাবে তেমনি আমার রিস্ক ও কম থেকে যাবে আর লোভ ও হবে না।
Emarif
2020-07-21, 09:41 PM
আমার জানা মতে পৃথীবির যে কোন কাজই হোক না কেন, সেটা যদি কেই তার লক্ষ্য অটুট রেখে নিয়মিতভাবে কাজটি করেই যায়। তাহলে অবশ্যই সে ঐ কাজে সফলতা পাবেই। যেমন কোন একটা ছোট্ট খোকা নিয়মিত প্রতিদিন হাটা শেখার জন্য চেষ্টা করে কিন্তু হাজারও বার সে ব্যর্থ হয়, তবুও সে তার চেষ্টা চালিয়েই যায়। ফলে অবশেষে তার সফতা নিজেই ধরা দেয়। সেই খোকাটা হাটা শেখে, এমনকি দৌড়ায়
Md.shohag
2020-07-21, 10:12 PM
আমার জানা মতে পৃথীবির যে কোন কাজই হোক না কেন, সেটা যদি কেই তার লক্ষ্য অটুট রেখে নিয়মিতভাবে কাজটি করেই যায়। তাহলে অবশ্যই সে ঐ কাজে সফলতা পাবেই। যেমন কোন একটা ছোট্ট খোকা নিয়মিত প্রতিদিন হাটা শেখার জন্য চেষ্টা করে কিন্তু হাজারও বার সে ব্যর্থ হয়, তবুও সে তার চেষ্টা চালিয়েই যায়। ফলে অবশেষে তার সফতা নিজেই ধরা দেয়। সেই খোকাটা হাটা শেখে, এমনকি দৌড়ায়
Emamul
2020-07-21, 10:23 PM
আসলে লক্ষ্য ছাড়া কখনো গন্তব্যে পৌঁছানো যায়না। আপনার ইচ্ছাশক্তি যদি প্রবল হয়, তাহলে সফলতা আপনাকে ধরা দিবেই। প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করতে হবে। নিজের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। নিজেকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা থাকতে হবে তাহলে সফলতা আসবে। ফরেক্স মার্কেটেও বিপুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ মার্কেট ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাবসা। এখানে ও টিকে থাকতে হলে আপনাকে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করতে হবে। আর আপনার লক্ষ্য যদি অটুট থাকে ইনশাল্লাহ সফল আপনি হবেন।
Devdas
2020-07-22, 12:57 PM
ফরেক্স থেকে লক্ষ নিধারর্ন করে আয় করা অনেকটা ধৈর্য্য ও পরিশ্রমের ব্যাপার। কেউ যদি ফরেক্স থেকে রাতারাতি মধ্যে ধনী হতে চায় তাহলে আমি বলব যে তারাতারি ও ধনী হওয়াটা একটি লোভ এর বিষয়। তারাতারি কোন কিছুই ভাল নয়। ফরেক্স এর একটা বিষয় হচ্ছে যে যত বেশী পরিশ্রম ও ধৈর্য্য ধরে করবেন ততই আপনার সাফলতা নিকটে আসবে। আর সাফলতা অর্জন করতে পারলেই আপনি ধনী হতে পারবেন। ফকেক্স থেকে আয় করাটা হল সবথেকে বড় বিষয় হল ধৈর্য্য ধরে পরিশ্রম করে ফরেক্স সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স করা। তাহলেই ফরেক্স থেকে আয় করা যাবে এবং সাফলতা অর্জন করা যাবে। আর এভাবেই আপনি আপনার লক্ষ নিধারর্ন করতে পারেন।
K.K.BABY
2020-07-22, 01:31 PM
পৃথিবীর সব কাজেই যদি আপনার লক্ষ্য না থাকে তাহলে আপনি কখনো সেই কাজে সফল হতে পারবেন না।তাই যেকোনো কাজ করার আগে অবশ্যই আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে।আর আমি মনে করি ফরেক্স মার্কেটে ব্যাবসা করার আগে ধাপে ধাপে যে বিষয় গুলো না শিখলে আপনি কখনোই সফল হতে পারবেন না সেই বিষয়গুলো ভালো ভাবে যেনে তার পর রিয়েল ট্রেড করা উচিত।তাহলে আপনি ফরেক্স মার্কেটের থেকে নিজেকে সফল ট্রেডার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন।
mahmudfx84
2020-07-22, 01:38 PM
বলা হয় লক্ষ্যহীন জীবন কান্ডারীবিহীন নৌকার মত। ফরেক্স মার্কেট যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় বার্কেট । সেহেতু আপনার ক্যাপিটাল,জ্ঞান,অভ িজ্ঞতা-দক্ষতা অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করা জরুরী। যদি ভাল একটা লক্ষ্য নির্ধারণ করতে পারেন এবং সেটিকে বছর ,মাস,দিন এবং সময় অনুযায়ী ভাগ করে প্রতিদিনের টার্গেট নেওয়া এবং তা বাস্তবায়ন করার মাধ্যমে সফলতার দিকে এগিয়ে যাওয়ার দীপ্ত পদচারণাই আপনাকে মূল লক্ষ্যের মানজিলে পেীছে দিবে । ইনশা আল্লাহ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.