PDA

View Full Version : একবার না পারিলে দেখ শতবার !!! ফরেক্সে ??



mahmudfx84
2020-07-22, 09:46 AM
ছোট বেলায় আমরা প্রায় সবাই কবিতার এই লাইনটি পড়েছি কিন্তু অত গভীরভাবে হয়ত উপলব্ধি করতে পারিনি। ”একবার না পারিলে দেখ শতবার”। ছোটবেলায় ভাবতাম কোন কাজ একবারের বেশী চেষ্টা করার প্রয়োজন আছে কি ? হালকাভাবে তখন বুঝলেও এখন যারা আমরা ফরেক্স ট্রেডিংয়ে জড়িত তারা বেশ মন প্রাণ দিয়ে গভীরভাবে উপলব্ধি করতে পারছি যে, কবি মনে হয় বিশেষ করে কবিতার এই লাইনটি ফরেক্স ট্রেডিংয়ের জন্যই লিখেছিলেন। ফরেক্স ট্রেডিংয়ের শুরুটা বেশ মজার আবার কষ্টেরও । কারণ এসময় লাভ হলে খুবই আনন্দ হত আর ক্যাপিটাল লস হয়ে গেলে দারুণ এক কষ্ট আঘাত করত। যারা ধৈর্য্য ধরে বার বার চেষ্টা করে ফরেক্সে টিকে আছে তারাই একদিন সফল হয়। ফরেক্স একবার বা দুইবার বা তিনবার চেষ্টা করে সফল হওয়ার স্থান নয়। এখানে অভিজ্ঞতা-দক্ষতা অর্জন করতে গেলেও অনেকবার ব্যর্থ হয়ে আবার সফলতার দিকে এগিয়ে যেতে হয়। বন্ধুদের সুচিন্তিত মতামত চাই।




:1f33b::1f339::1f33c: "Life is short but Art is long"
https://forex-bangla.com/forum.php?referrerid=90821

Emamul
2020-07-22, 10:36 AM
আমরা আসলে অনেক লস খাওয়ার পর অনেক বেশি ভেজ্ঞে পড়ি। তখন ভাবি হইতো ফরেক্স আমার জন্য না। অনেক রাগে ক্ষভে ফরেক্স কে বিদায় জানায়। আসলে ফরেক্স সবার জন্য, কেউ যোগ্য হয়ে আসে আবার কেউ এসে যোগ্য হয়। আমরা যদি ভেংগে পড়ি তাহলে হবে না। আমাদেরকে লসের কারন গুলো বের করতে হবে। প্রয়োজনে লিখে রাখতে হবে। তাহলে ভুল কম হবে। লস কম হবে। বার বার নতুন করে ভাবতে হবে। শিখতে হবে।

samun
2020-07-22, 11:02 AM
কথাটা ঠিক, একবার না পরিলে দেখো শত বার। কোন কাজ একবারেই ভাল ফলাফল অর্জন করা সম্ভব নয়। তার জন্য অবশ্যই ধৈর্য ও ত্যাগের প্রয়োজন। ফরেক্স কাজ একবারে আয়ত্ত করা সম্ভব নয়। অধিক পরিমাণে অনুশীলন করতে হবে। কোন প্রকার ভুলত্রুটি হলে সেটা সংশোধন করতে হবে। রিয়েল ট্রেডিং এ যাবার পূর্বে অবশ্যই ভালভাবে শিখতে হবে। কারণ রিয়েল ট্রেডিং এ ভুল হলে তার জন্য কিছুটা মাশুল দিতে হবে। কিন্তু যদি সব সময় ভুল হয় তবে ফরেক্স থেকে বিদায় নিতে হবে। তাই বার বার অনুশীলনের কোন বিকল্প নেই।

Devdas
2020-07-22, 11:04 AM
ফরেক্স এ লস করলে মনটা অনেক খারাপ লাগে। এবং অনেকটা ভেঙ্গে পরতে হয়। কিন্তু এই ভাবে ভেঙ্গে পরলে ফরেক্স থেকে জয়ী হওয়া যাবে না। একবার নয় বার বার যদি ফরেক্স থেকে লস করেন তাহলে বুঝে নিবেন যে আপনি রিয়েল ট্রেড করার দক্ষতা ও অভিজ্ঞতা হয় নি। আপনি আর অনেক বার বার প্রাকটিস করবেন এবং বেশী বেশী ফরেক্স সম্পর্কে অনুশীলন করুন এবং প্রাকটিস করুন দেখবেন আপনি সাফলতার দিকে এগোচ্ছেন। এভাবেই আপনি একদিন সাফলতা অর্জন করবেন। তাই ভেঙ্গে পরলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন না। তাই মনে সাহস রেখে ফরেক্স করে এগিয়ে যান।

Rokibul7
2020-07-22, 12:19 PM
আমরা আসলে অনেক লস খাওয়ার পর অনেক বেশি ভেজ্ঞে পড়ি। তখন ভাবি হইতো ফরেক্স আমার জন্য না। অনেক রাগে ক্ষভে ফরেক্স কে বিদায় জানায়। আসলে ফরেক্স সবার জন্য, কেউ যোগ্য হয়ে আসে আবার কেউ এসে যোগ্য হয়। আমরা যদি ভেংগে পড়ি তাহলে হবে না। আমাদেরকে লসের কারন গুলো বের করতে হবে। প্রয়োজনে লিখে রাখতে হবে। তাহলে ভুল কম হবে। লস কম হবে। বার বার নতুন করে ভাবতে হবে। শিখতে হবে।

পকেটের টায়ায় এখনও ফরেক্স টেডিং করিনি।বোনাস দিয়েই টেডিং করি।তবে এত বোনাস লস করছি যে মেনে নিতে পারছি না।প্রতি মাসেই জিরো,শুধু লোভের কারনে।

K.K.BABY
2020-07-22, 01:39 PM
ফরেক্স মার্কেট এমন একটি প্লাটফর্ম যে প্লাটফর্মে প্রফিট করা যেমন সহজ তেমনি লস করা অনেক সহজ।তাই আমাদের উচিত হবে আগে ফরেক্স সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করে তার পর ট্রেড করা।তার পর ও যখন আপনি কোন ধরনের এনালাইসিস করবেন তখন আপনি হয়তো এনালাইসিস ভুল করতে পারেন।তখন আপনাকে সেই ভুল খুজে বের করতে হবে তার পর সেই ভুল যেনো পরে না হয়া তার জন্য আপনাকে নোট বুকে লিপিবদ্ধ করতে হবে।আপনি যতো বার ভুল করবেন ততো বার আপনাকে নোট বুকে লিপিবদ্ধ করতে হবে তাহলে একটা সময় আপনার ভুল গুলো কমে আসবে এবং আপনি প্রফিট করতে পারবেন।

Md.shohag
2020-08-07, 10:47 PM
একবার না পরিলে দেখো শত বার। কোন কাজ একবারেই ভাল ফলাফল অর্জন করা সম্ভব নয়। তার জন্য অবশ্যই ধৈর্য ও ত্যাগের প্রয়োজন। ফরেক্স কাজ একবারে আয়ত্ত করা সম্ভব নয়। অধিক পরিমাণে অনুশীলন করতে হবে। কোন প্রকার ভুলত্রুটি হলে সেটা সংশোধন করতে হবে। রিয়েল ট্রেডিং এ যাবার পূর্বে অবশ্যই ভালভাবে শিখতে হবে। কারণ রিয়েল ট্রেডিং এ ভুল হলে তার জন্য কিছুটা মাশুল দিতে হবে। কিন্তু যদি সব সময় ভুল হয় তবে ফরেক্স থেকে বিদায় নিতে হবে। তাই বার বার অনুশীলনের কোন বিকল্প নেই।

rakib.r
2020-08-08, 08:25 PM
ফরেক্স ব্যাবসা আসলে তাদের জন্য ই যাদের প্রচুর পরিমান ধৈর্য আছে । ফরেক্সে সফলতা পাওয়া খুব একটা সহজ কাজ নয় । আমার মনে হয় এমন কোন ট্রেডার নাই যাদের এখন পর্যন্ত অন্তত দুই তিন বার ব্যালেন্স শূন্য হয় নাই । ফরেক্সে যারা আসে তাদের জন্য প্রথম দেড় দুই বছর ই খুব বেশি ইমপর্ট্যান্ট। যা শিখার এই দেড় দুই বছরেই শিখতে হয় আর নিজেকে টিকিয়ে রাখার কৌশল রপ্ত করে নিতে হয় । নিজেকে যত দক্ষ আর অভিজ্ঞ করে নেয়া যাবে তত ই নিজেকে সফলতার দিকে নিয়ে যাওয়া যাবে

Starship
2020-08-08, 09:24 PM
ফরেক্স এমন একটি পেশা যেখানে আপনি প্রথম অবস্থায় লাভবান বা সুবিধা করতে পারবেন না। এখানে আপনাকে পর্যাপ্ত সময় ও শ্রম দুটোই দিতে হবে। ফরেক্স থেকে যদি আপনি দ্রুত টাকা ইনকাম করতে চান তাহলে ফরেক্স আপনার জন্য নয়। ফরেক্স প্রথম অবস্থায় টিকে থাকাটাই অনেক কঠিন। ফরেক্সে লস করে আপনি যাবেন না। চেষ্টা করবেন কথায় আছে একবার না পারিলে দেখো শতবার। কোন এক সময় চেষ্টার ফল পাবেন।

opudey
2020-08-08, 10:11 PM
সকল কাজে একবারে সফলতা আসে না। সফল হতে হলে বারবার চেষ্টা করতে হয়। চেষ্টা এবং কাজটি করার ইচ্ছা থাকলে সেই কাজে সফলতা আসবে। ফরেক্স ব্যবসায় একবারে সফলতা আসে না। এখানে সফল হতে হলে বারবার চেষ্টা করতে হবে। তাই ব্যর্থ হলে হাল ছেড়ে দেওয়া যাবে না। বারবার চেষ্টা করতে হবে। একবারে না পারিলে দেখো শতবার। এর অর্থ হল তুমি যত সময় না পারবে ধৈর্য এবং হাল ছাড়া যাবে না।

Devdas
2021-08-04, 05:39 PM
কোন কিছুতে সাফলতা অর্জন করতে না পারলে তা থেকে ঝরে না পরে বার বার চেষ্টা করুন দেখবেন আপনি একদিন না একদিন সাফলতা পাবেন ই। ঠিক এই ফরেক্স মার্কেট এ যে ব্যক্তি বার বার না পারলে বা বার বার লস করলে ফরেক্স থেকে না বিদায় নিয়ে বার বার চেষ্টা করুন একদিন না একদিন সাফলতা অর্জন করা যাবেই। একবার না পারলে বার বার চেষ্টা করুন সফল হবেন ই। আমি নিজেই প্রখম দিক দিয়ে অনেকবার হেরে গিয়েছিলাম এখন আমি অনেকটা সফল ট্রেডার হতে যাচ্ছি বার বার চেষ্টার মাধ্যেমে।

Sakib42
2021-08-04, 11:57 PM
জীবনে বড় হওয়ার জন্য আপনার উক্তিটি অনেক বেশি সহায়তা করে। আমরা ছোটবেলা থেকেই যখন কোন কিছু করতে পারি না তখন অনেক চেষ্টা করার পর দেখা যায় একটু সময় আমরা সফল হয়ে যাই কিন্তু যখন আমরা বড় হয়ে ওঠে তখন আর আমরা কোন কাজ নিয়ে ততটা বেশি চেষ্টা করি না যার ফলে সেই কাজ থেকে আমাদের সুসংবাদ আসেনা। আমাদের মনে রাখা উচিত সাফল্য একদিনে ধরা দেয় না তাই যতদিন সাফল্য অর্জন না হয় নিশ্চিত ভাবে ঠিক ততদিন আমাদের প্রচেষ্টা করে যেতে হবে আমাদের কর্মস্থানে। আমরা যতই ছিটকে যায় কিংবা যতই বাধা আসুক না কেন সব বাধাকে অতিক্রম করে আমাদের পরিশ্রম করতে হবে আমাদের সকল চেষ্টাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এবং আমাদের একটি সুন্দর ভবিষ্যত প্রদানে সহায়তা করবে। হাল ছেড়ে দেওয়ার নাম জীবন না বরং লড়াই করে সাফল্য অর্জন করাটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন।

annita
2021-08-05, 02:07 AM
একবার না পারিলে দেখো শতবার কথাটা সত্য কারণ এই একবার না পারলে আপনাকে অনেক বাড়ি দেখতে হবে যদি কোন কিছু করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বারবার চেষ্টা করতে হবে একবার না পারলে আপনি আরেকবার চেষ্টা করুন দেখতে পারেন আপনি পরেরবার হয়তোবা আপনি সফলতা পেয়ে যাবেন

annita
2021-08-05, 02:08 AM
আপনার সফলতার পেছনে আপনার পরিশ্রম সবথেকে বড় দায় আর একবার চেষ্টা করা একেকটা পরিশ্রমের শামিল আপনি যতবার চেষ্টা করবেন আপনি ততোবারই ফেল হলেন এরকমভাবে চেষ্টা করতে করতে একসময় দেখবেন আপনি সফল হয়েছেন:bravo:

annita
2021-08-05, 02:08 AM
আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে নিজেকে কখনো ছোট ভাবে দেখবেন না আপনি পারেন না এমন কোনো কথা নেই সবাই পারে আপনি হয়তো বা কম জানেন ফরেক্স সম্পর্কে তাই আপনি ফরেক্সকে ভালোভাবে শেখার চেষ্টা করুন যদি চেষ্টা করেন অবশ্যই আপনি সফল হবেন

annita
2021-08-05, 02:09 AM
পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি আর আপনার কাছে এই পরিশ্রম করার সময় যদি থাকে তাহলে আপনি সফল হতে পারেন আপনাকে অনেক পড়তে হবে জানতে হবে পরে সম্পর্কে আপনাকে ট্রেডিং সম্পর্কে জানতে হবে কিভাবে ট্রেড করলে আপনি লস করবেন না কারণ লস ফর এক্সপ এর প্রধান উদ্দেশ্য

annita
2021-08-05, 02:10 AM
এই ফোরামে অনেকে আসে অনেক কিছু জানতে আমরা তাদেরকে সবকিছুই বলতে চাই যদি না আপনি বুঝেন তবু আপনাকে বোঝাতে পারবো আপনি চেষ্টা করলে আমাদের লেখা গুলো ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন পরিশ্রম করলে কেউ না কেউ অবশ্যই ফরেক্সের টাকা উপার্জন করতে পেরেছেন

EmonFX
2021-08-05, 05:12 AM
ছোট বেলায় আমরা প্রায় সবাই কবিতার এই লাইনটি পড়েছি কিন্তু অত গভীরভাবে হয়ত উপলব্ধি করতে পারিনি। ”একবার না পারিলে দেখ শতবার”। ছোটবেলায় ভাবতাম কোন কাজ একবারের বেশী চেষ্টা করার প্রয়োজন আছে কি ? হালকাভাবে তখন বুঝলেও এখন যারা আমরা ফরেক্স ট্রেডিংয়ে জড়িত তারা বেশ মন প্রাণ দিয়ে গভীরভাবে উপলব্ধি করতে পারছি যে, কবি মনে হয় বিশেষ করে কবিতার এই লাইনটি ফরেক্স ট্রেডিংয়ের জন্যই লিখেছিলেন। ফরেক্স ট্রেডিংয়ের শুরুটা বেশ মজার আবার কষ্টেরও । কারণ এসময় লাভ হলে খুবই আনন্দ হত আর ক্যাপিটাল লস হয়ে গেলে দারুণ এক কষ্ট আঘাত করত। যারা ধৈর্য্য ধরে বার বার চেষ্টা করে ফরেক্সে টিকে আছে তারাই একদিন সফল হয়। ফরেক্স একবার বা দুইবার বা তিনবার চেষ্টা করে সফল হওয়ার স্থান নয়। এখানে অভিজ্ঞতা-দক্ষতা অর্জন করতে গেলেও অনেকবার ব্যর্থ হয়ে আবার সফলতার দিকে এগিয়ে যেতে হয়। বন্ধুদের সুচিন্তিত মতামত চাই।




:1f33b::1f339::1f33c: "Life is short but Art is long"
https://forex-bangla.com/forum.php?referrerid=90821

ফরেক্সে আমাদের ব্যর্থতার একটি অন্যতম কারণ হলো একবার দুবার না পারলে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়া। সব কাজে আপনি প্রথমবারেই সফল হবেন এমন নয়। কোন কোন কাজে একবার দুবার বারবার চেষ্টা করতে হয়। "একবার না পারিলে দেখো শতবার" ছোটবেলার এই প্রবাদটি ফরেক্স এর ক্ষেত্রে অনেক বেশি প্রসঙ্গিক একটি প্রবাদ। বর্তমান সময়ে জনপ্রিয় একটা মার্কেটপ্লেস হলো অনলাইন ভিত্তিক ফরেক্স ট্রেডিং। শুধু ফরেক্স কেনো, পৃথিবীর সকল ব্যাবসাতেই আপনাকে লাভ-লসের ঝুকি নিতে হবে। যেখানে ঝুকি বা রিস্ক নাই সেখানে সফলাতাও নাই। কেউ কেউ ব্যাবসাতে ব্যালেন্স হারিয়ে কখনো দেউলিয়াও হয়েছেন, আবার কেউ কেউ মনবল হারিয়ে হতাশ না হয়ে সেখান থেকে ঘুড়ে দাড়িয়েছেন।

একটা উদাহরন দেয়া যেতে পারে, আপনি যখন ছোট ছিলেন এক পা দু পা করে হাটা শিখছেন কতবার হোচট খেয়ে পড়ে গেছেন। আবার কিন্ত উঠে দুড়িয়েছেন, আবারো হাটার চেস্টা করেছেন। আবারো পড়ে গেছেন আবারো চেস্টা করেছেন। এভাবে করেই আপনি এখন কারো সাহায্য ছাড়াই হাটতে পারেন। তাই বলছি চলাের পথে বাধা থাকবেই, তাই বলে থেমে যাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। সর্বোপরি দক্ষতার সাথে ট্রেড করলে সফলতা আসবেই, হতাশ হওয়া যাবে না। হেরে যাওয়ার আগে হেরে যাওয়ার মানসিকতা থেকে আমাদের বের হতে হবে নতুবা কখনোই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো সম্ভব হবে না

FRK75
2021-10-11, 11:10 AM
অনেক লস খাওয়ার পর অনেক বেশি ভেজ্ঞে পড়ি। তখন ভাবি হইতো ফরেক্স আমার জন্য না। অনেক রাগে ক্ষভে ফরেক্স কে বিদায় জানায়। আসলে ফরেক্স সবার জন্য, কেউ যোগ্য হয়ে আসে আবার কেউ এসে যোগ্য হয়। আমরা যদি ভেংগে পড়ি তাহলে হবে না। আমাদেরকে লসের কারন গুলো বের করতে হবে। প্রয়োজনে লিখে রাখতে হবে। তাহলে ভুল কম হবে। লস কম হবে। বার বার নতুন করে ভাবতে হবে। শিখতে হবে।

Smd
2022-01-20, 10:54 AM
কোন কাজ একবারেই ভাল ফলাফল অর্জন করা সম্ভব নয়। তার জন্য অবশ্যই ধৈর্য ও ত্যাগের প্রয়োজন। ফরেক্স কাজ একবারে আয়ত্ত করা সম্ভব নয়। অধিক পরিমাণে অনুশীলন করতে হবে। কোন প্রকার ভুলত্রুটি হলে সেটা সংশোধন করতে হবে। রিয়েল ট্রেডিং এ যাবার পূর্বে অবশ্যই ভালভাবে শিখতে হবে। কারণ রিয়েল ট্রেডিং এ ভুল হলে তার জন্য কিছুটা মাশুল দিতে হবে। ফরেক্স ব্যবসায় একবারে সফলতা আসে না। এখানে সফল হতে হলে বারবার চেষ্টা করতে হবে। তাই ব্যর্থ হলে হাল ছেড়ে দেওয়া যাবে না। বারবার চেষ্টা করতে হবে। একবারে না পারিলে দেখো শতবার।