View Full Version : ফরেক্স ট্রেডিংয়ে কি কি ধরণের এ্যানালাইসিস করা যায় ????
mahmudfx84
2020-07-22, 10:34 AM
ফরেক্স বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয়,বৃহত্তম, অনলাইন ভিত্তিক বৈদেশিক মুদ্রার বিজনেস। এই বিজনেস করতে গেলে পূর্বেই ব্যাপক ভাবে জানতে হবে- ফরেক্স সম্পর্কে। ট্রেড করার পূর্বেই এখানে অনেক ধরণের এ্যানালাইসিসও করতে হয়। যেমন মার্কেট এ্যানালাইসিস যথা- ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এ্যানালাইসিস। চার্ট এ্যানালাইসিস যথা- ক্যান্ডেলস্টিক, লাইন চার্ট, বার চার্ট ইত্যাদি, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ক্যান্ডেলস্টিক। আপডেট নিউজ এ্যানালাইসিস- প্রতিদিনের সর্বশেষ নিউজ এ্যানালাইসিস করতে হয়। বিশ্ববিখ্যাত ট্রেডারদের মন্তব্য ও এ্যানালাইসিস করতে হয়। নিজের আগের ট্রেডগুলো এ্যানালাইসিস করে ভূলগুলো বের করাটাও এক ধরণের এ্যানালাইসিস। এই এ্যানালাইসিসগুলো করে যদি আমরা ট্রেড করি তাহলে আশা করি আমরা ফরেক্সে সফল হতে পারব । ইনশা আল্লাহ। কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
:1f33a::1f490: "Life is short but Art is long" :1f337::1f339:
ফোরামের সদস্য হতে- https://forex-bangla.com/forum.php?referrerid=90821
mamunjd97
2020-07-27, 09:50 AM
আমার জানা মতে মার্কেট এ্যানালাইসিস, চার্ট এ্যানালাইসিস, নিউজ আপডেট ও আগের ট্রেডগুলো এ্যানালাইসিস ইত্যাদি।
Starship
2020-09-07, 04:02 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে আয় করতে হলে প্রথমে আপনাকে ফরেক্স সম্পর্কে জানা বাধ্যতামূলক। ফরেক্স এর সফলতা অন্যতম হলো ধৈর্যের মাধ্যমে অনুশীলনকরা। ফরেক্স মার্কেটে সাধারণত তিন ধরনের অ্যানালিসিস করা হয়। টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস সেন্টিমেন্টাল এনালাইসিস। প্রতিটি এনালাইসিস জানা ও তা সঠিক ভাবে যাচাই করে ট্রেড করা বাধ্যতামূলক। অ্যানালিসিস করে ট্রেড না করে ট্রেড করলে প্রফিট করা সম্ভব নয়।
EmonFX
2021-08-11, 11:04 AM
মার্কেট প্রপার এনালাইসিস করার জন্য আমি মনে করি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সেন্টিমেন্টাল এবং প্রাইজ একশন ট্রেডিং এর কম্বিনেশনে এনালাইসিস করতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে প্রপার এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করতে হবে। আমাদের ফরেক্সে বারবার লস করার মূল কারণ হলো প্রপার এনালাইসিস না করতে পারা। এনালাইসিস করার ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটি এনালাইসিসকে সমান গুরুত্ব দিতে হবে। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল সব ধরনের অ্যানালাইসিসের কম্বিনেশনে ট্রেড করতে হবে। কোন একটি এনালাইসিস এর উপর শতভাগ নির্ভর হয়ে ট্রেডিং করা যাবে না। আপনি যতই টেকনিক্যাল এনালাইসিস করেন না কেন একটা ফান্ডামেন্টাল নিউজ আপনার যেকোন এনালাইসিসকে ভেঙে দিয়ে মার্কেট বিপরীত দিকে মুভ করাতে পারে।
আবার আপনি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করলেও সেন্টিমেন্টাল এনালাইসিসকে গুরুত্ব না দিলে যেকোনো সময় বড় ধরনের লসের মুখোমুখি হতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট এনালাইসিস হলো প্রাইস একশন ট্রেডিং। এটি মার্কেটকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কোন এন্ট্রি নেয়ার আগে অবশ্যই ভালোভাবে প্রাইজ একশন ট্রেডিং আয়ত্ত করতে হবে। আমি মনে করি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস এর পাশাপাশি প্রাইজ একশন ট্রেডিংকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ট্রেডিং করতে পারলে আপনি বেশিরভাগ ট্রেডেই প্রফিট করতে পারবেন। নতুবা এই মার্কেটে প্রফেট করা এবং সফল হওয়া অনেকটাই অসম্ভব।
md mehedi hasan
2021-08-11, 11:49 AM
ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস আছে।টেকনিক্যাল এনালাইসিস দুই ফান্ডামেন্টাল এনালাইসিস ও তিন সেন্টিমন্টাল এনালাইসিস।
টেকনিক্যাল এনালাইসিস:
টেকনিক্যাল এনালাইসিস মূনত কেন্ডাল দেখে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখে ও বিভিন্ন ধরনের ইন্ডিকেটর দেখে করা হয়।এই পদ্ধতিতে এনালাইসিস করলে নিউজ এর প্রয়োজন পরে না।
ফান্ডামেন্টাল এনালাইসিস
এই এনালাইসিস মূলত একটি দেশের অর্থনীতির উপর নির্ভর করে করা হয়।বিভিন্ন ধরণের নিউজ বিশ্লষণ করে এই এনালাইসিস করা হয়।
সেন্টিমেন্টাল এনালাইসিস
এই এনালাইসিস নির্ভর করে আপনার মানুষিকতার উপর।আপনি একটি ট্রেড লস হলে কত লস বা লাভ হলে কত লাভ হবে।এই সব বিষয়ে মন স্থির করাই হলত সেন্টিমেন্ট এনালাইসিস।
jasminbd
2021-08-20, 01:08 PM
ফরেক্স ট্রেডারদের জন্য ফরেক্স আনাল্যসিস বা ফরেক্স বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। ফরেক্স বিশ্লেষণ ছাড়া ট্রেড করলে লসের সম্মুখীন হতে হয়। ফরেক্স বিশ্লেষণ ছাড়া ট্রেদ করা মানে হল চোখ বন্ধ করে পথ হাতার সমান। ফরেক্স বিশ্লেষণ এর মাধ্যম্যে আমরা বুজতে পারি কোথায় ট্রেড নিতে হবে, কখন নিতে হবে এবং কখন ক্লোজ করতে হবে। ফরেক্সে সবচেয়ে কঠিন কাজ হল আনাল্যসিস করে সঠিক সময়ে প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসা। আর ফরেক্স বিশ্লেষণ এটি একজন ট্রেডার তার ফরেক্স ট্রেডিং এর জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত করে থাকে। তিনভাবে ফরেক্স বিশ্লেষণ করা যায় এগুলো হল-
১। ফান্ডামেন্টাল আনাল্যসিস
২। টেকনিক্যাল আনাল্যসিস
৩। সেন্টিমেন্টাল আনাল্যসিস
ফান্ডামেন্টাল আনাল্যসিস
ফান্ডামেন্টাল আনাল্যসিস হল একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, এবং রাজনৈতিক শক্তির বিশ্লেষণ করে ফরেক্স মার্কেটের ট্রেড নেওয়া। ফরেক্স ফান্ডামেন্টাল আনাল্যসিস কোন দেশের অর্থনীতির সুদের হার, কর্মসংস্থান, জিডিপি, আন্তর্জাতিক বাণিজ্য উপাদন, পাশাপাশি তাদের সাথে সম্পর্কিত জাতীয় মুদ্রার মূল্য সম্পর্কিত তাদের আপেক্ষিক প্রভাব সহ বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করে। একটি দেশের অর্থনীতির অবস্থা যত উন্নত হবে তত বিদেশী ব্যবসা এবং বিনিয়োগকারীরা সে দেশে বিনিয়োগ করবে। এর ফলে এই সম্পদগুলি অর্জনের জন্য সেই দেশের মুদ্রা কেনার প্রয়োজন হয় ফলে সেই মুদ্রার চাহিদা বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার শক্তি হচ্ছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি উন্নতি হচ্ছে। কোন দেশের অর্থনীতির ভাল
টেকনিক্যাল আনাল্যসিস
টেকনিক্যাল আনাল্যসিস একটি কাঠামো যা ফরেক্স ট্রেডাররা উক্ত কারেন্সির মুভমেন্ট বিশ্লেষণ করে ট্রেড করে থাকে। টেকনিক্যাল আনাল্যসিস হল কোন দেশের গতিবিধিগুলি ইতিহাস পর্যালোচনা করে, সূচক দিয়ে এবং অন্যান্য বিশ্লেষণ সরঞ্জাম ব্যবহার করে, বর্তমান মার্কেট পরিস্থিতি এবং সম্ভাব্য দামের গতিবিধি নির্ধারণ করে।
টেকনিক্যাল আনাল্যসি এ দুটি জিনিস তুলে ধরে:
১। ট্রেন্ড সনাক্তকরণ
২। প্রাইস চার্ট অথবা টাইমফ্রেম ব্যবহারের মাধ্যমে সাপোর্ট/রেসিস্টেন্স সনাক্তকরণ
সেন্টিমেন্টাল আনাল্যসিস
সেন্টিমেন্টাল আনাল্যসিস হল ফরেক্স মার্কেটে ট্রেডারদের অবস্থান চিহ্নিত করার করা, চূড়ান্তভাবে তারা কীভাবে চিন্তা করছে তা বোঝার এবং কীভাবে এর সুবিধা নেবে সে সম্পর্কে বিশ্লেষণ করা। মুলত সেন্টিমেন্টাল আনাল্যসিস হল ফান্ডামেন্টাল আনাল্যসিস এবং টেকনিক্যাল আনাল্যসিস এর সমন্বয়ে বর্তমান ট্রেডারদের অবস্থান বিবেচনা করে নিজের অনুভূতি ব্যবহার করে মার্কেটে ট্রেড করা।
samun
2021-08-21, 11:44 AM
আমি নতুন ট্রেডার হিসেবে আমার জ্ঞানের ধারাবাহিকতায় যতোটুকু জানি এবং জানতে পেরেছি তা হলো ফরেক্স মার্কেটে এনালাইসিস তিন প্রকার 1 ফান্ডামেন্টাল এনালাইসিস 2টেকনিক্যাল এনালাইসিস 3 সেন্টিমেন্টাল এনালাইসিস এই তিন ধরনের এনালাইসিস ফরেক্স মার্কেটের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এই তিন ধরনের এনালাইসিস ব্যতীত ফরেক্স মার্কেটে ট্রেড করে টিকে থাকাটা খুব কষ্টকর একটি ব্যাপার তাই প্রতিটা ট্রেডারের এই তিন ধরনের এনালাইসিস কে আয়ত্ত করাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.