PDA

View Full Version : ফরেক্স ব্রোকার কি ? কত প্রকার ও কি কি ?



mahmudfx84
2020-07-22, 12:06 PM
আগে শুধুমাত্র ধনী এবং ব্যাংকগুলো ফরেক্সে ট্রেড করার সুযোগ পেত। বর্তমানে ব্রোকারের মাধ্যমে যে কেউ ট্রেড করতে পারে। ফরেক্স ব্রোকার হচ্ছে আপনার পক্ষে কারেন্সী কেনাবেচার কাজ যে করবে সে। এটি সাধারণত:একটি প্রতিষ্ঠান ,যা ডলার এ্যাক্সচেঞ্জের কাজ করবে। আপনার ইনভেস্টকৃত টাকা থেকে আপনার পক্ষ হয়ে কারেন্সী লেনদেন করবে ব্রোকারগুলো। ব্রোকারগুলো মূলত: ক্রেতা-বিক্রেতার সন্নিবেশনে স্প্রেডের মাধ্যমে কমিশন আয় করে। ফরেক্সে ২প্রকার ব্রোকার বিদ্যমান : ১. ডিলিং ডেস্ক ব্রোকার ও ২.নো-ডিলিং ডেস্ক ব্রোকার। ডিলিং ডেস্ক ব্রোকার একটি সিস্টেমের মাধ্যমে আপনার ট্রেডটি অপেন করে, ট্রেডারের ট্রেড এর বিপরীতে আরেকটি ট্রেড অপেন করে, এদের স্প্রেড সিস্টেম ফিক্সড থাকে,কম ইনভেস্টমেন্টে ট্রেড করার সুবিধা দেয়। আর নো ডিলিং ডেস্ক ব্রোকার ট্রেডারের বিপরীতে কোন ট্রেড অপেন করে না শুধুমাত্র অপেনকৃত ট্রেড থেকে কমিশন লাভ করে থাকে, এই ব্রোকারগুলোর ট্রেডিং ইনভেস্টমেন্ট মোটামুটি হাই থাকে। এনডিডি ব্রোকারের মধ্যে দুই ধরণের ব্রোকার আছে : যথা- ECN এবং STP । ফরেক্স মার্কেটে হাজারো ব্রোকার কোম্পানী আছে। ভালো কিছু ব্রোকারের মধ্যে অন্যতম সেরা এবং এশিয়াতে ১নং হলো ইনস্টাফরেক্স ব্রোকার। ধন্যবাদ সময় করে পড়ার জন্য।





:1f339::1f490:"Life is short but Art is long":1f341::1f337:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821

Rokibul7
2020-07-22, 12:31 PM
আগে শুধুমাত্র ধনী এবং ব্যাংকগুলো ফরেক্সে ট্রেড করার সুযোগ পেত। বর্তমানে ব্রোকারের মাধ্যমে যে কেউ ট্রেড করতে পারে। ফরেক্স ব্রোকার হচ্ছে আপনার পক্ষে কারেন্সী কেনাবেচার কাজ যে করবে সে। এটি সাধারণত:একটি প্রতিষ্ঠান ,যা ডলার এ্যাক্সচেঞ্জের কাজ করবে। আপনার ইনভেস্টকৃত টাকা থেকে আপনার পক্ষ হয়ে কারেন্সী লেনদেন করবে ব্রোকারগুলো। ব্রোকারগুলো মূলত: ক্রেতা-বিক্রেতার সন্নিবেশনে স্প্রেডের মাধ্যমে কমিশন আয় করে। ফরেক্সে ২প্রকার ব্রোকার বিদ্যমান : ১. ডিলিং ডেস্ক ব্রোকার ও ২.নো-ডিলিং ডেস্ক ব্রোকার। ডিলিং ডেস্ক ব্রোকার একটি সিস্টেমের মাধ্যমে আপনার ট্রেডটি অপেন করে, ট্রেডারের ট্রেড এর বিপরীতে আরেকটি ট্রেড অপেন করে, এদের স্প্রেড সিস্টেম ফিক্সড থাকে,কম ইনভেস্টমেন্টে ট্রেড করার সুবিধা দেয়। আর নো ডিলিং ডেস্ক ব্রোকার ট্রেডারের বিপরীতে কোন ট্রেড অপেন করে না শুধুমাত্র অপেনকৃত ট্রেড থেকে কমিশন লাভ করে থাকে, এই ব্রোকারগুলোর ট্রেডিং ইনভেস্টমেন্ট মোটামুটি হাই থাকে। এনডিডি ব্রোকারের মধ্যে দুই ধরণের ব্রোকার আছে : যথা- ECN এবং STP । ফরেক্স মার্কেটে হাজারো ব্রোকার কোম্পানী আছে। ভালো কিছু ব্রোকারের মধ্যে অন্যতম সেরা এবং এশিয়াতে ১নং হলো ইনস্টাফরেক্স ব্রোকার। ধন্যবাদ সময় করে পড়ার জন্য।





:1f339::1f490:"Life is short but Art is long":1f341::1f337:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821

ধন্যবাদ ভাই ব্রকার সম্পকে ধারনা দেওয়ার জন্য।আমি আসলে অন্য কোন ব্রকারে টেড করি নাই।ইন্সটা ফরেক্স ব্রকারেই শুধু টেডিং করেছি।কিন্তু অন্য ব্রকারে রিয়েল একাউন্ট আছে তেবে ডিপোজিট নাই।অন্য ব্রকার স্পেড কম হলেও আমার কাছে ইন্সটাফরেক্স ব্রকার ভাল লাগে।পরিচিত হয়ে গেছে।