PDA

View Full Version : ফরেক্স আসলে কী ? জানা অত্যন্ত জরুরী !!



mahmudfx84
2020-07-22, 01:04 PM
ফরেক্স হচ্ছে ”ফরেন এ্যাক্সচেঞ্জের” সংক্ষিপ্ত নাম। শাব্দিক অর্থ বৈদেশিক মুদ্রার বিনিময় বা বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। একটি দেশের কারেন্সি ক্রয়-বিক্রয় করে আরেকটি দেশের কারেন্সি বিক্রয়-ক্রয় করার নামই হলো ফরেক্স। বিভিন্ন দেশের মুদ্রা বিভিন্ন কারণে সর্বদাই পরিবর্তনশীল। বিভিন্ন প্রেক্ষাপটে কোন দেশের মুদ্রার মূল্য বৃদ্ধি পায় আবার কোন দেশের মুদ্রার মূল্য হ্রাস পায়। *উন্নত দেশের মুদ্রার মূল্য বেশী আর অনুন্নত দেশের মুদ্রার মূল্য কম।মুদ্রার মূল্যের এই পার্থক্যকে কেন্দ্র করে সার্ভার দ্বারা পরিচালিত সফ্টওয়ারের মাধ্যমে অনলাইন ভিত্তিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের সিস্টেমকেই ফরেক্স বলা হয়। ফরেক্স বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম মুদ্রা বাজার। এই ব্যবসার ----
১. পণ্য : মুদ্রা (পৃথিবীর সব দেশের মুদ্রা) ।
২. স্থান : পৃথিবীর যে কোন স্থান (ইন্টারনেট কানেকশন পাওয়া শর্ত)।
৩. কি কি দরকার : অনলাইন (একটি কম্পিউটার/স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ)।
৪. প্রসেস : ক্রয়-বিক্রয় (উভয়টিই করা যায়)।
৫. ঝুঁকি: লাভ/লস। (জানলে-মানলে কোন ঝুঁকি নেই, না জানলে-না মানলে ১০০% ঝুঁকি) ।
৬. ইনভেস্ট : নিজস্ব ইনভেস্ট/যে কোন বোনাস/নিজের দক্ষতা অন্যের ইনভেস্ট (ইনভেস্ট ছাড়াও এই ব্যবসা করা যায়)।
৭.মাধ্যম : ব্রোকার। (ভাল ব্রোকার হলো ইনস্টাফরেক্স)।
৮. মার্কেট পরিধি : বিশ্বের সবচেয়ে বড় মার্কেট।
৯. সময় : সোম - শুক্রবার ওপেন ( শনিবার-রবিবার বন্ধ)।
১০. প্রয়োজন : ব্যাপক জানা,অভিজ্ঞতা-দক্ষতা অর্জন। ইত্যাদি। ধন্যবাদ।


:1f33c::1f339: "Life is short but Art is long" :1f332::1f337:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821

mamunjd97
2020-07-27, 09:45 AM
আমার মতে ফরেক্স বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় একটি ভাল ও লাভজনক ব্যবসা। এটি আমরা স্বাধীনভাবে সকলেই করতে পারি।

masum0086
2020-07-27, 01:05 PM
আমার জানা মতে ফরেক্স হলো বিশ্বব্যাপী বৈদেশিক মুদ্রার ব্যবসা। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় মুদ্রা বাজার । দিন দিন এই ব্যবসার জনপ্রিয়তা বেড়েই চলেছে। এই ব্যবসা যে কেউ যে কোন স্থান থেকে করতে পারে। শুধুমাত্র একটি কম্পিউটার/স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলেই এই ব্যবসা করা যায়। এটা স্বাধীন ব্যবসা। নিয়ম মেনে করতে পারলে এই ব্যবসা করে বেশ প্রফিট করা যায়।

Starship
2020-09-07, 03:24 PM
আপনি যদি ফরেক্স থেকে আয় করতে চান তাহলে ফরেক্স বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা অত্যাবশ্যক। ফরেক্স সম্পর্কে না জেনে কেউ ফরেক্স থেকে আয় করতে পারবেন না। কারণ ফরেক্স অনুমানের উপর ভিত্তি করে প্রফিট করা সম্ভব নয়।

প্রফিট করতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে জানতে হবে ও মানতে হবে। কেননা ফরেক্স হলো একটি আন্তর্জাতিক বাজার এখানে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। তাই অভিজ্ঞতা অর্জন এর কোন বিকল্প পথ নেই। আপনি যদি ফরেক্স মার্কেটের একজন অভিজ্ঞ ট্রেডার হন তাহলে এখানে থেকে অনেক টাকা আয় করতে পারেন যা অন্য কোন ব্যবসা থেকে সম্ভব নয়।

EmonFX
2021-08-11, 11:09 AM
হ্যাঁ আপনি যেমনটা বলেছেন,
ফরেক্স বা Foreign Exchange হচ্ছে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করার মার্কেট। বিভিন্ন কারণে বিভিন্ন দেশের কারেন্সির মূল্যমানের হ্রাস বৃদ্ধি ঘটে। আর তার উপর ভিত্তি করেই ফরেক্স মার্কেট গড়ে উঠেছে। ফরেক্স মার্কেটে আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। উদাহরণস্বরূপ, আমেরিকা বা USA এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা UK এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেটে আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিত আরও বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেটে আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন। ফরেক্স মার্কেটে প্রতিদিন গড়ে ট্রেড হয় $5.1 ট্রিলিয়ন। যেখানে Us Stock মার্কেটে মাত্র $257 Billion ডলারের ট্রেড হয়ে থাকে। এর থেকেও ফরেক্স মার্কেট হাজার গুন বড় অনলাইন মার্কেট। যেকোন প্লাটফর্ম এর মূল ভিত্তি ফরেক্স ট্রেডিং। সুতরাং ফরেক্স মার্কেটে কাজ করা মানে বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক সেক্টরে আপনি কাজ করতেছেন। কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব? প্রথমেই বলেছি ফরেক্স মার্কেটে মূলত মুদ্রার বাণিজ্য হয়, অর্থাৎ একটি মুদ্রার বিপরীতে অন্য একটি মুদ্রার ক্রয় বা বিক্রয় হয়। বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবর্তনশীল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্ছে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরীতেই হয়।

সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন। শেয়ার মার্কেটে শুধু শেয়ার এর দাম বাড়লেই (buy) আমরা প্রফিট করতে পারি। কিন্তু ফরেক্স মার্কেটে কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হোক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা। এ কারণেই ফরেক্স মার্কেটের জনপ্রিয়তা প্রতিদিন ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।

md mehedi hasan
2021-08-11, 02:31 PM
ফরেক্স মার্কেট হচ্ছে অনলাইন প্লাটফর্ম ভিত্তিক একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার।১৯৯০ সাল থেকে অনলাইনে প্লাটফরমে এর যাত্রা শুরু হয়।ফলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এর সুবিধা ভোগ করতে পারচ্ছে।এর আগে কিছু ব্যাংক ও সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষের মধ্যে এটা ছিলো।ফরেক্স মার্কেটে একটি দেশের মুদ্রার বিনিময় আর একটি দেশের মুদ্রার কেনাবাচা হয়।এছাড়া বিশ্বের সেরা সেরা কোম্পানির শেয়ার ও গোল্ড সিলভির ও ওয়েল এর ট্রেড হয়ে থাকে এই মার্কেটে।