PDA

View Full Version : এ্যান্ট্রি দেওয়ার আগে খুব ভালভাবে লক্ষ্য করুন !!!



mahmudfx84
2020-07-22, 01:29 PM
আমরা অনেক সময় ট্রেডিং প্লাটফর্মে প্রবেশ করেই মার্কেট ধারণার চেয়ে উপরে বা নীচে নেমে গেছে দেখে চট করে এ্যান্ট্রি দিয়ে বসি । কিছুক্ষণের মধ্যেই ভাল লস হয়ে যায় বা ব্যালেন্স বড় ধরণের ক্ষতির মুখোমখি হয়ে যায়। আমার মতে এ্যান্ট্রি দেওয়ার আগে অবশ্যই নিজের ব্যালেন্স ? লট/ভলিউম কত ? মানি ম্যানেজমেন্ট অনুযায়ী সঠিক আছে কিনা ? মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট কোন দিকে ? মার্কেট এ্যানালাইসিস-চার্ট এ্যানালাইসিস অনুযায়ী আমার সিদ্ধান্ত সঠিক কিনা ? তা উপলব্ধি করা। টাকার খুব দরকার -অতি লোভ কিনা ? ইত্যাদি বিষয়গুলো খুব ভালভাবে লক্ষ্য না করে এ্যান্ট্রি দিলে লসের সম্ভাবনা ৯৯%। ঠান্ডা মাথায় এ্যানালাইসিস করে বড় আঘাাত করুন- অল্প সময়ে ভাল প্রফিট হয়ে যাবে ইনশা আল্লাহ। সারাদিন ফরেক্স ফরেক্স করার প্রয়োজন হবে না। মতামত দিয়ে উপকার করুন। ধন্যবাদ।







:1f332::1f331: "Life is short but Art is long"
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821

mamunjd97
2020-07-27, 09:39 AM
এ্যান্ট্রি দেওয়ার আগে যদি আমরা মানি ম্যানেজমেন্ট, মার্কেট এ্যানালাইসিসসহ অন্যান্য বিষয়গুলো দেখেশুনে ট্রেড করি তবে ফরেক্সে সফল হওয়া সম্ভব।

Starship
2020-09-07, 04:08 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার উপর নির্ভর করে আমাদের প্রফিট অর লস। তাই সঠিকভাবে এনালাইসিস মাধ্যমে ট্রেড করতে হবে। এনালাইসিস গুরুত্বপূর্ণ অংশ ট্রেড করার জন্য তাই সঠিকভাবে এনালাইসিস করতে হবে। ট্রেড করার ক্ষেত্রে আমাদের যে সকল বিষয়ের প্রতি নজর রাখতে হবে। প্রতিটি ট্রেড করার ক্ষেত্রে ভালোভাবে লট বা ভলিয়ম যাচাই করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে কিভাবে ট্রেড করা হচ্ছে কিনা তা দেখতে হবে। অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে হবে। অতিরিক্ত লোভে পড়ে বড় লটে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে।

Devdas
2021-08-17, 08:54 PM
হ্যা ভাই, ফরেক্স এ এন্ট্রি নেওয়ার আগে খুব ভাল করে লক্ষ্য করা উচিত। ফরেক্স মার্কেট একটি ঝুকিপূর্ন মার্কেট। এখানে প্রতিটি পদে পদে ঝুকিতে পাড়তে হয়। কিন্তু ঝুকি না নিলে ফরেক্স মার্কেট থেকে আয় করা যাবে না। তাই ঝুকি এড়িয়ে ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে আগে ভাল করে সঠিক ভাবে লক্ষ্য করে সঠিক টার্গেট করে ফরেক্স মার্কেট এ ট্রেড করুন দেখবেন আপনি সাফলতা অর্জন করতে পারবেন। ভুল ট্রেড করলে আপনি লসে পরিনত হবেন যার অর্খ আপনি ব্যার্থ হবেন। তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে ফরেক্স এ ট্রেড করুন সাফলতা অর্জন করতে পারবেন।