PDA

View Full Version : আর নয় লস, প্রফিট অর্জনে প্রয়োজন মাত্র তিনটি এ্যানালাইসিস !!!



mahmudfx84
2020-07-23, 08:36 AM
প্রাইস বাড়বে নাকি কমবে সেটা বুঝার জন্যই এ্যানালাইসিস করতে হয়। এ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করার সঠিক আইডিয়া পাওয়া যায়। ফরেক্স ট্রেডিংয়ে এ্যান্ট্রি নেওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এ্যানালাইসিস বা বিশ্লেষণ। ফরেক্স মার্কেটে এ্যানালাইসিস প্রধানত: তিন ধরণের যথা- ১.টেকনিক্যাল ২.ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল এ্যানালাইসিস। ১. টেকনিক্যাল এ্যানালাইসিস হচ্ছে বিভিন্ন চার্টের উপর ভিত্তি করে কারেন্সি পেয়ারের মুভমেন্ট বা গতিবিধি এর উপর বিভিন্ন ধরণের বিশ্লেষণ করা। চার্ট অনেক ধরণের আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ক্যান্ডেলস্টিক, লাইন চার্ট এবং বার চার্ট। ২.ফান্ডামেন্টাল এ্যানালাইসিস হচ্ছে একটি দেশের অর্থনীতি,রাজনীতি এবং সামাজিক অবস্থার কি ধরণের পরিবর্তন হচ্ছে কিংবা গতিবিধি সম্পর্কে আপডেট জানা,বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়া। ৩.সেন্টিমেন্টাল এ্যানালাইসিস হচ্ছে- ফান্ডামেন্টাল বিষয়গুলো এ্যানালাইসিস করার পরে মার্কেটের বর্তমান অবস্থান এবং বিশ্বের সকল ট্রেডারের মতামত কী হতে পারে তার উপর বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া। সেন্টিমেন্টাল এ্যানালাইসিস নির্ণয় করে যে মার্কেট বুলিশ (একটি কারেন্সি পেয়ারের ভ্যালু যখন বাড়ে) নাকি বিয়ারিশ (একটি কারেন্সি পেয়ারের ভ্যালু যখন কমে)। মার্কেট এ্যানালাইসিস প্রত্যেকটিই গুরুত্বপূর্ণ। এ্যানালাইসিস যত ভাল হবে ফরেক্সে সফলতা অর্জন তত সহজ ও প্রফিট্যাবল হবে। ধন্যবাদ সময় করে পড়ার জন্য।




:1f337::1f332: "Life is short but Art is long" :1f33b::1f339:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821

masum0086
2020-07-28, 08:57 PM
আমরা সবাই জানি মার্কেট এ্যানালাইসিস যথা ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সেন্টিমেন্টাল এই তিনটি এ্যানালাইসিস ঠিকমত করে ট্রেড করতে পারলেই ফরেক্সে ট্রেড করা সুবিধাজনক এবং প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকে। কিন্তু বাস্তবে তা মেনে ট্রেড করা অনেকের জন্য সমস্যা বা আমরা যথাযথ করতে পারি না বিধায় লস করি।

Emamul
2020-07-28, 09:17 PM
শুধুমাত্র এই তিন ধরনের এনালাইসিস এর উপর গুরুত্ব দিলে হবে না৷ কারন অনেক সময় দেখা যায়, আপনার সব ধরনের এনালাইসিস ঠিক আছে কিন্তু ট্রেন্ড আপনার বিপরীতে যাচ্ছে। এমনটা হয়। মার্কেট তার নিজস্ব গতিতে চলে। উপরেল্লিখিত এনালাইসিস ছাড়াও আরেকটা বিশেষ এনালাইসিস হলো ট্রেন্ড লাইন। সঠিকভাবে ট্রেন্ড লাইন বুঝতে পারলে প্রফিট আরো সহজ হবে৷

K.K.BABY
2020-07-29, 08:44 AM
ফরেক্স মার্কেটে ব্যাবসা করে লাভ করা যেমন অনেক সহজ তেমনি অনেক কঠিন।তাই ফরেক্স মার্কেটে লাভ করতে হলে আপনাকে ফরেক্স এর সব বিষয়বস্তু জানতে হবে।আর এই বিষয়বস্তু খুজতে গেলে আপনাকে আগে নির্বাচন করতে হবে।এনালাইসিস এর।
ফরেক্স মার্কেটে এনালাইসিস আছে ৩ ধরনের।
১। টেকনিক্যাল এনালাইসিস।
২। ফান্ডামেন্টাল এনালাইসিস।
৩। সেন্টিমেন্টাল এনালাইসিস।
যদি আমরা এই ৩ ধরনের এনালাইসিস ভাল করে শিখতে পারি তাহলে ফরেক্স মার্কেটে ব্যাবসা করে সফল হওয়া আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে।

FREEDOM
2020-07-29, 04:15 PM
ফরেক্স মার্কেটে আমরা তিন ধরনের এনালাইসিস করে থাকি তার মধ্যে আমি তিনটিকেই গুরুত্বপূর্ণ বলে মনে করি। প্রথমত ফান্ডামেন্টাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ কারন মার্কেটে সরাসরি ইমপ্যাক্ট ফেলে কিছু গুরুত্বপূর্ণ নিউজ, দ্বিতীয়ত মার্কেট টেকনিক্যালি মুভ করে থাকে বেশিরভাগ সময়েই মেজর সাপোর্ট রেজিস্টান্স মেইনটেইন করেই চলে তাই এগুলো ভালো করে বোঝা দরকার।
আর সর্বশেষ হলো সেন্টিমেন্টাল এনালাইসিস।এট গুরুত্বপূর্ণ কারন আপনাকে মার্কেটের প্রাইস দেখেই নিজেকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে এক্ষেত্রে মেন্টালি স্ট্রং থাকতে হবে সবসময়।

samun
2020-07-29, 04:24 PM
এনালাইসিস সব সময়ও যে সঠিক হবে এমন কোন কথা নেই। অনেক সময় দেখা যায় যা এনালাইসিস করা হয় মার্কেট তার বিপরীতে চলে যায়। ফরেক্স মার্কেট অনিশ্চয়তার একটি জায়গা যেখান থেকে আয় করা সম্ভব হলেও একটু কষ্টকর। এনালাইসিস অবশ্যই ভালভাবে শিখতে হবে,এনালাইসিসের কোন বিকল্প নেই। তারপরও মার্কেট মুভমেন্ট পরিবর্তন হতে সময় লাগে না। তাই এখানে জোর দিয়ে কিছু বলা ঠিক না।

Starship
2021-03-09, 10:12 PM
একদম সঠিক একজন ট্রেডারের যদি তিনটি এনালাইসিস সম্পর্কে অ্যাডভান্স লেভেলের জ্ঞান থাকে তাহলে সাধারণত লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সাধারণত আমরা ফরেক্সে তিন ধরনের এনালাইসিস থাকি। এগুলো হলো টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা ক্যান্ডেলস্টিক চার্ট দেখে করে সিদ্ধান্ত নিয়ে থাকি এর মুভমেন্ট এর উপর ভিত্তি করে। অপরদিকে কে ফান্ডামেন্টাল এনালাইসিস করার জন্য উক্ত দেশের রাজনীতি এবং পারিপার্শ্বিক অবস্থার বিশ্লেষণ করে এবং নিউজ ক্যালেন্ডার অনুসরণ করে থাকি। উক্ত এনালাইসিস করার পর নিজের সিদ্ধান্তকে সেন্টিমেন্টাল এনালাইসিস বলে।

EmonFX
2021-03-10, 06:36 AM
ফরেক্স মার্কেটে টিকে থেকে প্রফিট অর্জন করতে হলে নিঃসন্দেহে এনালাইসিসের কোনো বিকল্প নেই। ফরেক্স মার্কেটে সাধারণত তিন ধরনের এনালাইসিস করা হয়ে থাকে, যথা- ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস। এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ফান্ডামেন্টাল এনালাইসিস। এটি বিভিন্ন দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক নিউজ এর উপর ভিত্তি করে করা হয়ে থাকে। এবং টেকনিক্যাল এনালাইসিস করা হয়ে থাকে mt4 ট্রেডিং প্লাটফর্ম এর ক্যান্ডেলস্টিক চার্ট বিশ্লেষণ করে। মোস্ট অফ দি ট্রেডার ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর ভিত্তি করে ট্রেডিং করে থাকেন। এটাই সব থেকে কার্যকর একটি এনালাইসিস। আবার কেউ কেউ টেকনিক্যাল এনালাইসিসের উপর ভিত্তি করে ট্রেডিং করোও সফলতা অর্জন করছেন। তবে আমি মনে করি ট্রেড করার জন্য ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিসের সাথে সেন্টিমেন্টাল এনালাইসিসের সম্মেলন করে ট্রেডিং করা উচিত। কেননা মার্কেট মেকাররা আপনার সেন্টিমেন্ট বুঝেই বিভিন্ন সময় বিভিন্ন দিকে মার্কেট মুভ করিয়ে থাকেন।

KAZIMAJHARULISLAM
2021-03-10, 10:26 AM
আসলেই ভাইয়া আপনার উপস্থাপনটা প্রশংসনীয়। কেননা আপনার উপস্থাপনা অনেক বেশি তথ্যবহুল ও সাবলীল ভাষায় লেখা।এটি এত সহজতর ভাষায় লেখা যে, আমার মতো স্বল্প অভিজ্ঞ ট্রেডার ছাড়াও এন্ট্রি লেভেলের ট্রেডাররাও বুঝতে পারবে। যদিও এই বিষয়গুলো সম্পর্কে পূর্বেই অবগত ছিলাম, কিন্তু তারপরও আরো বেশি অভিজ্ঞ হলাম। কেননা আমরা সকলেই ফরেক্সে এসেছি, মার্কেটে টিকে থেকে, নিয়মিত একটি ভালো মাপের উপার্জন করতে।আর আমাদের ঐ লক্ষ্য বাস্তবায়ন করতে অবশ্যই তিনটি এনালাইসিস সম্পর্কেই, অতিরিক্ত মাত্রায় অভিজ্ঞ থাকতে হবে। কেবলমাত্র তখনই আপনি সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নিয়ে, আপনার লক্ষ্য বাস্তবায়ন করতে পারবেন।

Mas26
2021-03-10, 09:12 PM
আমরা সবাই জানি মার্কেট এ্যানালাইসিস যথা ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সেন্টিমেন্টাল এই তিনটি এ্যানালাইসিস ঠিকমত করে ট্রেড করতে পারলেই ফরেক্সে ট্রেড করা সুবিধাজনক এবং প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকে। কিন্তু বাস্তবে তা মেনে ট্রেড করা অনেকের জন্য সমস্যা বা আমরা যথাযথ করতে পারি না বিধায় লস করি।
আবার যাদের এনালাইসিস সম্পর্কে কোন ধারনাই নাই তাদের ব্যাপারটা অনেকটাই আলাদা না বুঝেই ট্রেড করার ফল খুবই খারাপ হয়ে থাকে অনেক সময় পেপার করে কিন্তু বেশিরভাগ সময়ই খারাপ ফল আসে।