PDA

View Full Version : ইনস্টাফরেক্স এশিয়ার ১নং ব্রোকার !!!



mahmudfx84
2020-07-23, 10:12 AM
ফরেক্স বিজনেস এক সময় শুধুমাত্র বিশ্বের সেরা ধনী এবং ব্যাংকগুলোই করতে পারত । কিন্তু সময়ের পরিবর্তনে প্রযুক্তির উন্নতির পাশাপাশি ফরেক্সের অনেক কিছুই আরো আপডেট হয়েছে। এখন যে কেউ ফরেক্স নামক বিশ্ববিখ্যাত বিজনেস করতে পারে। এই অবদান মূলত: বিশ্বের সমস্ত ফরেক্স ব্রোকারগুলোর। ফরেক্স মার্কেটে হাজারো ব্রোকার আছে। কিন্তু সব ব্রোকারই ভাল নয় । এর মধ্যে কতিপয় ভাল এবং বিশ্বস্ত ব্রোকার আছে। ইনস্টাফরেক্স সবচেয়ে ভাল এবং বিশ্বস্ততার কারণে আজ এশিয়াতে ১নং স্থান দখল করেছে। এজন্য আমরা ইনস্টাফরেক্স নিয়ে গর্বিত এবং ব্যবহার করতে স্বাচ্ছন্দবোধ করি।


"Life is short but Art is long"
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821

mamunjd97
2020-07-25, 04:01 PM
আমরা সবাই জানি ,ইনস্টাফরেক্স এশিয়ার 1নং ব্রোকার কারণ, এই কম্পানি সবার কাছে ভালো ও বিশ্বস্ত।

sagar0835
2020-08-26, 03:47 PM
এখন পর্যন্ত কয়েকটি ব্রোকার নিয়ে ঘাটা হয়ে গেছে।
তো আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে ভাল ব্রোকার হচ্ছে ইন্সটাব্রোকার। এখানে পেমেন্ট নিয়ে কখনো সমস্যা হয় নাই।
আর স্প্রেড তুলনামূলভাবে কম।

Mas26
2021-03-12, 04:51 PM
আমরা জানি যে এশিয়ার মধ্যে এক নম্বর ব্রোকার হচ্ছে গিয়া ইন্সটাফরেক্স। এটা যেভাবে বিশ্বস্ত এবং যেভাবে মানুষের মন জয় করেছে তাতে তারা যদি তাদের বিশ্বস্ততার সাথে কাজ চালিয়ে দেখা যাবে যে একসময় পৃথিবীর মধ্যে 2 নম্বর ইন্সটাফরেক্স কে দেখা যেতে পারে ব্রোকার হাউজ হিসেবে।

EmonFX
2021-10-08, 05:38 PM
যেকোনো একটি প্রতিষ্ঠান শুধুমাত্র দুই একটি বিষয়ে ভালো সেবা প্রদান করলেই তাকে পুরোপুরি সেরার তকনা দেয়া যায় না। কোন প্রতিষ্ঠানকে সেরা বলতে হলে তার সংশ্লিষ্ট সকল সেবা সামগ্রিকভাবে ভালোভাবে সার্ভিস দিয়ে থাকলে তবে কেবল তাকেই সেরা বলা যেতে পারে। সেদিক থেকে ইন্সটাফরেক্স বিশ্বস্ততা, গ্রহণযোগ্যতা সহ অন্যান্য বিষয় সেবা প্রদানের মাধ্যমে এশিয়ার এক নম্বর ব্রোকার হাউজে পরিণত হয়েছে। আপনি হয়তো অনেক ব্রোকারের নাম শুনে থাকবেন, তবে ইন্সটাফরেক্সের মত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্রোকার হয়তো আর দ্বিতীয়টি খুঁজে পাবেন না। সব ধরনের প্রকারের দেখা যায় পেমেন্ট নিয়ে কিছু না কিছু জটিলতা আছে, অনেক প্রকার কাজ করার পর ঠিকমত পেমেন্ট দেয় না। সেক্ষেত্রে ইন্সটাফরেক্সে একটি বিশ্বস্ত ব্রোকার হাউজ। আজ পর্যন্ত কারো কাছে শুনিনি ইন্সটাফরেক্স পেমেন্ট নিয়ে কোন ধরনের ঝামেলা করেছে। তাছাড়া ইন্সটাফরেক্স বিশ্বব্যাপী দক্ষ জনবল তৈরি করার প্রায়শ নিয়ে যে তৎপরতা চালিয়ে যাচ্ছে সেটা আর কোনো ব্রোকারের পক্ষে সম্ভব হয়নি। ইন্সটাফরেক্স হল এশিয়ার সর্ববৃহৎ ব্রোকার হাউজ। দিন দিন এর গ্রাহক সংখ্যা এবং পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ ইন্সটাফরেক্সের গুড উইল। আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে ইন্সটাফরেক্স বিশ্বের সর্ববৃহৎ ব্রোকার হাউজে পরিণত হবে।

Mas26
2022-02-12, 05:37 PM
ইন্সটাফরেক্স শুধু এশিয়ার এক নন্বর ফরেক্স ব্রোকার নয়, সারা বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয় ফরেক্স ব্রোকার হাউজ। সব ফরেক্স ব্রোকারের থেকে ইন্সটা ফরেক্স ব্রোকারের সুযোগ-সুবিধা বেশি।এ ব্রোকারের সুযোগ-সুবিধাগুলো হল।
@1রেগুলেশন: রাশিয়ান ফেডারেল ফাইন্যান্সিয়াল মার্কেটস সার্ভিস দ্বারা রেগুলেটেড@ লিভারেজ: আপনি 1:1 থেকে 1:1000 যেকোন লিভারেজ নির্বাচন করতে পারেন।3@ স্প্রেড ছাড়া ফরেক্স ট্রেডিং: অর্থ বাজারে কাজ করার জন্য এখন আপনার আর স্প্রেড প্রয়োজন হবে না!
@4নির্দিষ্ট স্প্রেড: খবর প্রকাশের সাথে আমরা স্প্রেড বাড়ে না, তাই ব্যবসায়ীরা সম্পূর্ণরুপে নিশ্চিত হতে পারে যে হঠাৎ স্পাইক কোন অস্থিতিস্থাপক মুনাফা তৈরি করে না।
@5ট্রেডিং প্লাটফর্ম: কোম্পানির প্রত্যেক গ্রাহক মোবাইল প্লাটফর্ম, ওয়েব প্লাটফর্ম, মেটাট্রেডার @6 এবং মেটাট্রেডার @7 প্লাটফর্ম ডাইনলোড করতে পারবে। এটাও মনে রাখা উচিত যে, এমটি5 লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট প্রবর্তনের ক্ষেত্রে ইন্সটাফরেক্স বিশ্বের প্রথম কোম্পানি।
@8 ফরেক্স ট্রেডিং এর উপকরণসমূহ: 107 টি মুদ্রা জোড়ার সাথে কাজ করা, আমেরিকার শেয়ারের উপর 34 টি সিএফডি এবং স্বর্ণ লেনদেনের পাশাপশি কোম্পানিটি ইসিএন ব্রোকার সেবা প্রদান করছে।আরো বিভিন্ন কারণ রয়েছে এক নাম্বার হওয়ার জন্য।এশিয়ার মধ্যে আরও অনেক ব্রোকার হাউজ আছে তার মধ্যে ইন্সটাফরেক্স বিভিন্ন কারণে এক নাম্বার হয়েছেন তাদের বিশ্বাস যোগ্যতা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কারনে ধন্যবাদ।

jasminbd
2022-02-13, 01:57 PM
ব্রোকার হিসাবে ইন্সটাফরেক্স আমার কাছে সেরা তার অনেকগুলো কারন আছে। কারণগুলো হল ইন্সটাভফরেক্সে বাংলাদেশে লাইভ সাপোর্ট রয়েছে যারা ২৪ ঘন্টা বাংলায় সাপোর্ট দিয়ে থাকে। আমি কোন সমস্যায় পড়লে তাদের কাছ থেকে সহায়তা নিয়ে থাকি এছাড়া বাংলাদেশে এর আইবি অফিস রয়েছে যেখানে গেলে সেবা পাওয়া যায়। ডিপোজিট এবং উইথড্র করার জন্য অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে যেগুলো দিয়ে বাংলাদেশ থেকে সহজে লেনদেন করা যায়। এছাড়া অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো ইন্সটাফরেক্সকে সেরা করেছে সেগুলো হল- লিভারেজ ১:১ থেকে ১:১০০০ পর্যন্ত; ৩০০ এর বেশি ট্রেডিং ইন্সট্রমেন্ট। সর্বনিম্ম ১ ডলার ডিপোজিট করে সরাসরি লাইভ ট্রেড; ডেমো অ্যাকাউন্ট। নতুনদের জন্য বিভিন্ন প্রকার বোনাস ও ফরেক্স প্রতিযোগিতা যেমন- নো ডিপোজিট বোনাস, ফোরাম বোনাস, সোশ্যাল বোনাস, স্কুপ কন্সটেস্ট ইত্যাদি। ডিপোজিটের উপর৩০%, ৫৫%, ১০০, ২৫০% বোনাস, নো ডিপোজিট বোনাস, ফোরাম বোনাস, সোশ্যাল বোনাস ইত্যাদি; মুসলিমদের জন্য সোয়াপ মুক্ত অ্যাকাউন্ট। বিভিন্ন প্রকার ট্রেডিং প্ল্যাটফরম যেমন- MT4, MT5, Web Trader, MT4 Mobile Platform ইত্যাদি।