PDA

View Full Version : ভাল ব্রোকার নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো কি কি ?



mahmudfx84
2020-07-24, 09:51 AM
ফরেক্স ট্রেডিংয়ে একসময় ব্রোকার ছিল না,তখন শুধুমাত্র ধনীরা এবং ব্যাংকগুলোই ট্রেড করার সুযোগ পেত। বিশ্বায়নের এযুগে হাজারো ব্রোকারের সুবাদে এখন যে কেউ ট্রেড করতে পারে। অসংখ্য ব্রোকারের মাঝে একটি ভাল ব্রোকার খুজে পাওয়া বেশ কঠিন। আমার মনে হয় একটি ভাল ব্রোকার নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো নিম্নরুপ হতে পারে :
১. অনলাইনে হেড অফিস ঠিকানাসহ অন্যান্য বিষয় জানা, ফোনে যোগযোগ করে সম্ভব হলে ভিজিট করে সরাসরি ব্রোকার সম্পর্কে খোজখবর নেওয়া।
২. ব্রোকার কোন দেশ থেকে অনুমোদিত,রেগুলেশন প্রদানকারী সংস্থার তালিকা ভুক্ত কিনা ?
৩. ব্রোকারের শ্রেণীভাগ যেমন - এটা কি STP,ECN নাকি MM.
৪. ব্রোকারের সাথে কোন ব্যাংক বা ইন্টার ব্যাংক যুক্ত আছে কিনা ?
৫. ব্রোকারের সময়কাল এবং সফলতা কতটুকু তা জানা ।
৬. ব্রোকার সম্পর্কে গ্লোবাল ট্রেডারদের অভিজ্ঞতা বা চিন্তাভাবনা জেনে নেওয়া।
৭. ট্রেডিং সংক্রান্ত নীতিমালা।
৮. বোনাস পলিসি।
৯. ডিপোজিট,উইথড্রো এবং মানি ব্যাক পলিসি।
১০. ভেরিফিকেশন পদ্ধতি ও সিকিউরিটি ।
১১. সাপোর্ট সেন্টার ও সার্ভিস এ্যাক্টিভিটিজ । ইত্যাদি।


:1f337::1f332: "Life is short but Art is long"
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821