PDA

View Full Version : ভয়েস টাইপিং নিয়ে জানতে চাই।



Emamul
2020-07-24, 11:12 AM
আমরা যারা ফোরামে পোস্ট করি তাদের মধ্যে অনেকেরই হাতে পর্যাপ্ত সময় থাকে না। নানা কাজে ব্যাস্ত থাকি , যার কারণে দীর্ঘ সময় নিয়ে লেখা অনেক সময় কষ্টকর হয়ে দাড়ায়। আমি জানতে চাই যে ফোরামে টাইপিং এর ক্ষেত্রে ভয়েস টাইপিং সাপোর্ট করে কিনা। যদি করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা ফোরামে আরো বেশি সময় দিতে পারবো এবং আরো বেশি পোস্ট করতে পারবো। আশা করি এব্যাপারে জানতে পারবো।

InstaForex Sushantay
2020-07-27, 06:15 PM
আমরা যারা ফোরামে পোস্ট করি তাদের মধ্যে অনেকেরই হাতে পর্যাপ্ত সময় থাকে না। নানা কাজে ব্যাস্ত থাকি , যার কারণে দীর্ঘ সময় নিয়ে লেখা অনেক সময় কষ্টকর হয়ে দাড়ায়। আমি জানতে চাই যে ফোরামে টাইপিং এর ক্ষেত্রে ভয়েস টাইপিং সাপোর্ট করে কিনা। যদি করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা ফোরামে আরো বেশি সময় দিতে পারবো এবং আরো বেশি পোস্ট করতে পারবো। আশা করি এব্যাপারে জানতে পারবো।

প্রিয় ফোরাম সদস্য,
আপনি Google কীবোর্ডের “জিবোর্ড” ব্যবহার করে ফোরামে ভয়েস টাইপিং করতে পারবেন। যদিও এখনও কোনভাবেই শুভভাবে বাংলা ভয়েস টাইপিং সম্ভব না, তাই আপনাকে বলবো টাইপ করেই ফোরামে পোষ্ট করুন, এত বাংলা শব্দের বানান ভুল কম হবে এবং বাক্য গঠন সঠিক হবে। অন্যথায় অশুদ্ধ বানান ও বাক্যের কারনে ফোরাম এ্যডমিনরা আপনার পোষ্টটি বাতিল করতে পারে। ধন্যবাদ