PDA

View Full Version : বাংলাদেশে তৈরী পিএইচপি অটোমোবাইল লিমিটেডের প্রোটন Prev গাড়ি



SUROZ Islam
2020-07-26, 06:11 PM
২০১৫ সালে দেশে প্রথমবারের মতো সেডান কার বা ব্যক্তিগত গাড়ি সংযোজনের ঘোষণা দিয়েছিল চট্টগ্রামের পিএইচপি গ্রুপ। দুই বছর পর তারা অনেকটা নিভৃতে গাড়ি বাজারজাতও শুরু করে। এরই মধ্যে পেরিয়ে যায় আরও দুই বছর। গাড়ি সংযোজন শিল্প থেকে পিএইচপি হারিয়ে গেল কি না, এমন প্রশ্ন যখন মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে, তখনই আবার দেখা মিলল তাদের। বাংলাদেশে সংযোজিত মালয়েশিয়ার প্রোটন সাগা মডেলের গাড়ি বাজারে বিক্রি করেছে পিএইচপি অটোমোবাইল। পিএইচপি ২০১৯ সালে প্রোটন সাগা মডেলের ১৫০টি গাড়ি সংযোজন করে বিক্রি করেছে। আগামী ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২০০টি সংযোজন করবে।
11710

Shole33
2020-08-05, 09:37 AM
বাংলাদেশে তৈরী পিএইচপি অটোমোবাইল লিমিটেডের প্রোটন Prev গাড়ি
২০১৫ সালে দেশে প্রথমবারের মতো সেডান কার বা ব্যক্তিগত গাড়ি সংযোজনের ঘোষণা দিয়েছিল চট্টগ্রামের পিএইচপি গ্রুপ। দুই বছর পর তারা অনেকটা নিভৃতে গাড়ি বাজারজাতও শুরু করে। এরই মধ্যে পেরিয়ে যায় আরও দুই বছর। গাড়ি সংযোজন শিল্প থেকে পিএইচপি হারিয়ে গেল কি না, এমন প্রশ্ন যখন মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে, তখনই আবার দেখা মিলল তাদের। বাংলাদেশে সংযোজিত মালয়েশিয়ার প্রোটন সাগা মডেলের গাড়ি বাজারে বিক্রি করেছে পিএইচপি অটোমোবাইল। পিএইচপি ২০১৯ সালে প্রোটন সাগা মডেলের ১৫০টি গাড়ি সংযোজন করে বিক্রি করেছে। আগামী ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২০০টি সংযোজন করবে।
11820