PDA

View Full Version : ভুয়া ডকুমেন্টস দিয়ে ভেরিফাই অ্যাকাউন্ট থেকে উইড্রো



Rakib Hashan
2020-07-27, 06:49 PM
অনেক ট্রেডার লাইভ ট্রেডিং অ্যকাউন্ট ভেরিফাই করার জন্য ভুয়া ডকুমেন্টস দিয়ে তার অ্যাকাউন্ট ভেরিফাই করে থাকে, যার কারনে পরে সে বিপদে পরে। একটা ব্যাংক একাউন্ট করে নিজের স্ট্যাটমেন্ট দিয়ে প্রপার ডকুমেন্ট দিয়ে একাউন্ট ভেরিফাই করুন। ব্যাংকিংয়ে অভ্যস্থ হোন। একটা ব্যাংক একাউন্ট করতে কয় টাকাই আর লাগে। যে একাউন্টটা আপনি সারাজীবন ব্যবহার করতে পারবেন। ব্রোকার থেকে টাকা উত্তোলনের ঝামেলায় যারা জীবনে পড়েননি তারা বুঝবেন না ভুয়া ডকুমেন্টস দিলে ভবিষ্যতে আপনার কতটা ক্ষতি হয়ে যেতে পারে।
11731

Tofazzal Mia
2020-09-02, 05:29 PM
ভুয়া ডকুমেন্টস দিয়ে নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন, তারা সাবধান হয়ে যান। কেননা শুধুমাত্র ভুয়া অ্যাকাউন্ট এর দোহাই দিয়ে নেটেলার বাংলাদেশে থেকে প্রচুর অ্যাকাউন্ট ডিজেবল করেছে, যদিও তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে এরকম কোন প্রমান নেই, আর এখনও অনেক *অ্যাকাউন্ট চালু রয়েছে, তারা ব্যবহার করতে পারছে। মুলত তাদের রুলস এর ভায়োলেশন দেখিয়ে অ্যাকাউন্টগুলো ডিজেবল করেছে, তাই বাংলাদেশী ব্যবহারকারীদের জন্য সার্ভিস ও সাপোর্ট পুরোপুরি বন্ধ করে দিবে এরকম কিছু বলেনি তারা এখনও। তাই নেটেলার বাংলাদেশে থেকে উইড্রো করার করার সময় ভুয়া ডকুমেন্টস দিয়ে নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন না।

Sumon15
2020-09-02, 08:02 PM
সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত সঠিক তথ্য দিয়ে ট্রেডিং একাউন্ট ওপেন করা এবং যথাযথ সঠিক ইনফরমেশন দিয়ে একাউন্ট সর্বোচ্চ লেভেল পর্যন্ত ভেরিফাই করা. কারণ, আপনার যদি ভেরিফিকেশন সঠিকভাবে হয়ে থাকে তবে টাকা উত্তোলনের ক্ষেত্রে আপনার মোটেও কোন ভোগান্তি পোহাতে হবে না. এ বিষয়ে আমাদের প্রত্যেকেরই যত্নবান হওয়া প্রয়োজন বলে আমি মনে করি.