PDA

View Full Version : ডিজিটাল হাটে চলছে কোরবানির পশুর কেনাবেচা



SaifulRahman
2020-07-28, 06:09 PM
ডিজিটাল হাট’ এখন জমজমাট! কেননা করোনাকালে স্বাস্থ্যবিধি মাথায় রেখে কোরবানির পশু কিনতে অনলাইনে আস্থা রাখছেন মানুষ। এবার তাঁরা কোরবানির গরু কিনছেন ‘ডিজিটাল হাটে’। ডিজিটাল হাটে শুধু পশুই কেনা নয়, রয়েছে দক্ষ কসাই দিয়ে কোরবানি করিয়ে বাসায় মাংস পৌঁছে দেওয়ার সুবিধা। তবে তার জন্য দিতে হবে বাড়তি চার্জ। পশু জবাই ও অন্যান্য প্রক্রিয়ায় গরুর মূল দামের সঙ্গে আরও ২৩ শতাংশ ও বাসায় পৌঁছানোর জন্য ঢাকার মধ্যে ১ হাজার ৫০০ টাকা চার্জ দিতে হবে। যেকেউ যেকোনো সময় https://digitalhaat.net এই ঠিকানা থেকে কোরবানির পশু কিনতে পারবেন।
11739

DhakaFX
2020-07-29, 07:06 PM
ঈদুল আজহায় প্রতি বছর মুসলমানরা লাখ লাখ পশু ক্রয়-বিক্রয় করে। মুসলমান অধ্যুষিত বাংলাদেশে লাখো গরু ও বকরি বিক্রি হয়। কিন্তু নভেল করোনাভাইরাস মহামারীর ফলে গরুর হাট বন্ধ রাখা হয়েছে কিংবা সীমিত পরিসরে রাখা হচ্ছে। তাই প্রধান উৎসব সামনে রেখে অনেকেই তাই অনলাইন প্লাটফর্মের ওপর নির্ভর করে চলতি ঈদ মৌসুমে অনলাইনে পশু বিক্রি করছেন অনেক বিক্রেতা। সামাজিক দূরত্ব নিয়ে উত্কণ্ঠায় অনেক ক্রেতাও অনলাইনেই পছন্দের পশু বাছাই করছেন বা করার চেষ্টা চালাচ্ছেন। বৈশ্বিক এই মহামারীতে মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এ উৎসবে পশু কেনাকাটায় বেশ প্রভাব পড়েছে। গবাদিপশু বিক্রেতারাও বাজারে ভালো ক্রেতা না পেয়ে বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পশু উপস্থাপন করছেন।
http://forex-bangla.com/customavatars/1954266287.jpg