Log in

View Full Version : শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট ফলো করায় ১বছরে ১মিলিয়ন ডলার ইনকাম !!!



mahmudfx84
2020-07-28, 08:17 PM
মানি ম্যানেজমেন্ট নিয়ে উদাসীনতার কারণেই আমরা বার বার ব্যালেন্স হারায়। আপনার ফরেক্স ট্রেডের মূল ব্যালেন্সকে ঠিক কিভাবে কোন প্রক্রিয়ায় কতটুকু হাতে রেখে ট্রেডের জন্য নিরাপদ ভাবে ব্যবহার করতে পারবেন, ট্রেড নেগেটিভ হলে স্বইচ্ছায় কত লস করবেন এবং পজেটিভ হলে কত প্রফিট করবেন তাই হলো মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবহার করণ পদ্ধতি। মানি ম্যানেজমেন্ট মূলত:আপনার ট্রেডিং মূলধনকে একটি সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত করবে। ভাল মানি ম্যানেজমেন্টের কিছু নিয়ম যথা:-
১. এ্যাকাউন্টের ছোট পার্সেন্টেজ নিয়ে রিস্ক নিতে হবে , যেমন নতুন হলে ১%, সিনিয়র হলে ২-৩%রিস্ক নেওয়া নিরাপদ।
২.হারানো ক্যাপিটাল পুনরুদ্ধার করতে গিয়ে নিয়মের অতিরিক্ত রিস্ক নেওয়া যাবে না।
৩.ট্রেড করার আগে রিস্ক : রিওয়ার্ড রেশিও হিসাব করতে হবে, যেমন রেশিও অন্তত: ১ : ২ হওয়া, তবে ১:৩ বা তার চেয়ে কিছু বেশী হলে ভাল, এর মানে হচ্ছে আপনি যদি ১ডলার লসে স্টপ লস সেট করেন তাহলে ট্রেডটিতে যেন ২বা ৩ডলার টেক প্রফিট সেট করতে পারেন অথবা ১০ডলার লস হলে ৩০ডলার প্রফিট হবে এমনি ট্রেড ওপেন করতে হবে।
৪. যখন একটি ট্রেডে লস করার সম্ভাবনা প্রফিট করার থেকে বেশী তখন ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। সব সময় ট্রেড করতে হবে এমন কোন কথা নেই।
শুধুমাত্র মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করে Larry Williams $10000 দিয়ে ট্রেড শুরু করে ১বছরে ১মিলিয়ন ডলার ইনকাম করে নেয়। মানি ম্যানেজমেন্ট যদি আমরা সঠিকভাবে ফলো করি তাহলে অবশ্যই সফল হবো । ইনশা আল্লাহ। ধন্যবাদ।


:1f33a: "Life is short but Art is long" :1f339:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821

Starship
2021-03-09, 10:20 PM
আমার মতে মানি ম্যানেজমেন্ট হল ফরেক্স মার্কেটে হৃদপিণ্ড। কেননা আপনি যদি ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে না পারেন তাহলে আয় তো দূরের কথা নিজের ব্যালেন্স টিকিয়ে রাখতে পারবেন না। তাই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে এডভান্স লেভেলে জ্ঞান থাকা বাধ্যতামূলক। আপনি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারলে পর্যাপ্ত আয় করতে পারবেন। আমিতো ইতিপূর্বে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে না পারার কারণে অনেকবার ব্যালেন্স হারিয়েছি। তাই প্রথম অবস্থায় যদি একটু সময় লাগে ও সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারলে পর্যাপ্ত আয় করতে সক্ষম হবেন।

KAZIMAJHARULISLAM
2021-03-10, 06:24 AM
এটি নির্দ্বিধায় একটি সত্য কথা। কেননা আমি একবার একজন সিনিয়র ট্রেডারের একটা একাউন্ট এর ট্রেডিং হিস্টোর দেখছিলাম।উনি প্রতিদিন মাত্র ২০ পিপস পর্যন্ত লাভ নেন। শুধুমাত্রই ২০ পিপস।শুধু এই সামান্য লাভের,ওনার ১০০০ ডলার একাউন্টে,বছর শেষে ৫২০০০ ডলার পর্যন্ত পর্যন্ত প্রফিট হয়। সামান্য ২০ পিপসেই যদি এতো উপার্জন করা যায়, তাহলে আপনি যদি আর একটু বেশি নেন, তাহলে কি হতে পারে।কেননা নরমালি মার্কেট (৮০-১৩০) পিপস পর্যন্ত উঠানামা করে। তাই ফরেক্স থেকে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে, অবশ্যই আমাদের সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করার ক্ষমতা থাকতে হবে।নাহলে আমাদের অবস্থা শুধু "গাছে কাঁঠাল আর গোঁফে তেল" প্রবাদটার মতো হবে।

EmonFX
2021-03-10, 06:26 AM
ফাদার অফ ফরেক্স খ্যাত মানি ম্যানেজমেন্ট হলো ফরেক্স সফলতার মূল চালিকাশক্তি। মানি ম্যানেজমেন্ট ব্যতিরেকে ফরেক্স সফলতা একেবারেই অসম্ভব। ফরেক্স মার্কেট থেকে নতুন ট্রেডারদের একটা বড় অংশ ঝরে যায় মানি ম্যানেজমেন্ট ফলো না করার কারণে। প্রতি মাসে আপনার মূলধনের উপার সর্বোচ্চ ১০%-১৫% প্রফিট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। তাতে বছর শেষে আপনার প্রফিট দাঁড়ায় মূলধনের ১২০%-১৮০%। আমি মনে করি এটা একজন ট্রেডারের জন্য পর্যাপ্ত প্রফিট। অন্য কোন ব্যবসায় এতটা প্রফিট করা সম্ভব নয়। আমরা অনেকেই অতিরিক্ত রিস্ক নিয়ে মূলধনের ওপর প্রতিদিনই ৫ থেকে ১০% রিস্ক নিয়ে ট্রেড করি। কিন্তু যেটা একেবারেই কাম্য নয়। যে লক্ষ্যমাত্রা এক মাসের জন্য নির্ধারণ করা উচিত সেটা আমরা একদিনের জন্য নির্ধারণ করে ফেলি। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন থেকে এমনটা হয়ে থাকে। আর এর ফলাফল দাঁড়ায়, খুব তাড়াতাড়ি ব্যালেন্স জিরো হয়। তাই আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন রক্ষা করে ট্রেডিং পরিকল্পনা সাজানো উচিত। প্রতিটি ট্রেডের রিস্ক রিওয়ার্ড ১:১ অনুপাতের বেশি নেওয়া ঠিক নয় বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য। তবে অভিজ্ঞতা বৃদ্ধি পেলে তখন রিস্ক রেশিও কিছুটা বাড়ানো যেতে পারে।

Mas26
2021-03-10, 03:10 PM
মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ । আসলে এভাবে যদি আমরা মানি ম্যানেজমেন্ট মেনে চলতে পারি সঠিকভাবে তাহলে হয়তোবা আমরা ফরেক্স এর মাধ্যমে সফল হতে পারব । আর যদি মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে তাহলে আমরা কোনভাবেই সফল হতে পারব না। কারণ একটা ব্যবসা এর আপনার মানিম্যানেজমেন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।