PDA

View Full Version : ট্রেড ওপেন রেখে প্রথম রাতের অভিজ্ঞতা



Starship
2020-07-30, 02:08 AM
আমি ট্রেড ওপেন রেখে প্রথম রাত ঠিকভাবে ঘুমাতে পারিনি। ট্রেড খোলা অবস্থান ঘুমিয়ে পড়ায় মাঝে মাঝেই ঘুম ভেঙে যেত। ঘুম থেকে উঠে মার্কেটের মুভমেন্ট দেখতাম। আপনাদের কেমন লেগেছিল?

FREEDOM
2020-07-30, 02:29 AM
ট্রেড ওপেন রেখে আসলে অনেক সময়েই ঘুম আসে ন।। আমারও অনেকবারই এমন হয়েছে। মুলত ট্রেড যদিি লসে থাকে তাহলে ঘুম না আসাটা স্বাভাবিক। তাছারা সবসময়েই একটা টেনশন কাজ করে কখন যেন লস হয়ে যায়। আসলে এ ধরনের সমস্যা অনেক ট্রেডারেরই হয়ে থাকে বিশেষ করে নতুনদের বেশি হয়ে থাকে।

Emamul
2020-07-30, 03:48 AM
আমি আজও ট্রেড অপেন রেখে ঘুম থেকে উঠে প্রফিট দেখতে পাইনি। সেই প্রথম থেকে । এটার কারন ও আছে আমরা জানি রাতে বেশির ভাগ মার্কেটে ভোলাটিলিটি অনেক কম থাকে এজন্য দেখা যায় যে প্রফিটে নিয়ে রাতে ঘুমাতে গেছি সকালে দেখা যায় তার থেকে অল্প কিছু পিপ্স কম বা বেশি হয়েছে। এখনো বড় ধরনের কোনো মুভমেন্ট দেখি নাই।

IFXmehedi
2020-08-25, 02:47 AM
আমি ট্রেড ওপেন রেখে প্রথম রাত ঠিকভাবে ঘুমাতে পারিনি। ট্রেড খোলা অবস্থান ঘুমিয়ে পড়ায় মাঝে মাঝেই ঘুম ভেঙে যেত। ঘুম থেকে উঠে মার্কেটের মুভমেন্ট দেখতাম। আপনাদের কেমন লেগেছিল?

ভাই আমরা সবাই জানি ফরেক্স মার্কেটে যদি আমরা ট্রেডিং করি তাহলে আমাদের কিছুটা মানসিক চাপ সহ্য করতে হয় । আর যারা নতুন তারা তাদের ক্ষেত্রে মানসিক চাপের পরিমাণ আরো বেশি থাকে কারণ তারা সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করেই ট্রেডিং করে । ফরেক্স মার্কেটে আমি যখন আমার প্রথম ট্রেড করে তখন সেই ট্রেড রাতেও চলমান ছিল এবং আমি সারারাত ঘুমাতে পারিনি ট্রেডিংয়ের টেনসনে । তবে আস্তে আস্তে বিষয়টা নরমাল হয়ে গিয়েছে এখন আর কিছু মনে হয় না তেমন ।

Devdas
2021-07-31, 09:44 PM
ট্রেড ওপেন করে প্রথম রাতের অভিজ্ঞতা আমার প্রায় অনেকটা খুশি মনে হয়। আমি যখন প্রথম রাতে ট্রেড করে ঘুমিয়ে পরি তখন আমার তেমন ঘুম হয় না। বার বার কম্পিউটার অন করে দেখি যে মার্কেট এর কী অবস্থা। এছাড়া প্রথম রাতের ট্রেড এ প্রফিট করার জন্য অনেকটা আশা বাদি হয়ে থাকি। এতে আমার কম আর বেশী কিছুটা প্রফিট করে ট্রেড ক্লোজ করে দিই। আর যখন লসে হয় তখন লসটাকে মেনে নিয়ে ট্রেড করা বন্ধ রাখি। এভাবেই আমার পথম রাতের ট্রেড করার অভিজ্ঞতা।

Sakib42
2021-07-31, 11:25 PM
ট্রেড ওপেন রেখে প্রথম রাতের অভিজ্ঞতা আমার একদমই ভালো না। এটি 2019 সালের কথা যখন আমি প্রথম আমার ট্রেড করি গোল্ডে, তখন আমি ভালো-মন্দ কিছু বুঝতে পারতাম না ফরেক্স সম্পর্কে এবং ট্রেড ওপেন করে সারারাত ল্যাপটপ চার্জে দিয়ে রেখে দিয়েছিলাম কারন আমার কাছে মনে হচ্ছিল যে ও যদি আমি ল্যাপটপ বন্ধ করি তাহলে হয়তো কোন সমস্যার সম্মুখীন হতে পারে। আমি মোবাইল দিয়ে চেক করতে পারতাম না কেননা আমি তখন একদমই নতুন একজন সদস্য এবং ফরেক্সে মোবাইল দিয়ে কিভাবে কাজ করতে হয় তার সম্পর্কে আমার একদমই জানা নেই। আমার মনে আছে আমি রাত্রে ট্রেড দিয়েছিলাম এবং একটু পর পর উঠিয়ে দেখছিলাম যে কত প্রফিট হয়েছে এবং প্রায় ভোরবেলা আমার 10 ডলার প্রফিট হয় এবং আমি সেটা উইথড্র করে ফেলি।

md mehedi hasan
2021-08-01, 06:00 AM
আমি ফরেক্স মার্কেটে প্রথম যখন রিয়েল একাউন্ট এ ট্রেড করছিলাম।তখন প্রথম দিনে দশ ডলার লাভ করে ছিলাম।তবে ট্রেড করে তখন রাতের ঘুম হারাম করিনি আমি।কারন আমি দিনের বেলাই শর্ট ট্রেড করতাম।তবে ২০২০ সালে আমি গোল্ডে ট্রেড করে রাতের ঘুম হারাম করেছিলাম।ট্রেডটি ক্লোজ করবো বলে রাত একটা পর্যন্ত জেগে ছিলাম।তবে নিরাশ হয়নি ৮৮ ডলার ট্রেড টিতে লাভ করেছি।

EmonFX
2021-09-15, 10:42 PM
আমি ট্রেড ওপেন রেখে প্রথম রাত ঠিকভাবে ঘুমাতে পারিনি। ট্রেড খোলা অবস্থান ঘুমিয়ে পড়ায় মাঝে মাঝেই ঘুম ভেঙে যেত। ঘুম থেকে উঠে মার্কেটের মুভমেন্ট দেখতাম। আপনাদের কেমন লেগেছিল?

আমিও আমার ফরেক্স জীবনের প্রথম রাতে ঘুমাতে পারিনি। কেননা ঐ রাতে ট্রেড ওপেন ছিল এবং সেটা কিছুটা লসে ছিলো। রাতে বারবার ঘুম ভেঙে যেত এবং মার্কেট দেখতাম কি অবস্থায় আছে। অবশ্য পরের দিন ঐ ট্রেডটি ভালো একটা প্রফিট নিয়ে ক্লোজ করতে পেরেছিলাম। আসলে শুরুর দিকে প্রত্যেকটি ট্রেডারের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। শুরুতে একজন ট্রেডারের আবেগ অনেক বেশি কাজ করে। সময়ের সাথে সাথে সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। এখন যেমন অনেকগুলো ট্রেড লসে ওপেন থাকা সত্ত্বেও তেমন কোনো টেনশন হয় না।

Sakib42
2021-09-15, 11:36 PM
ট্রেড ওপেন রেখে আমার মনে হয়না প্রথম রাতে কেউ শান্তি মত থাকতে পেরেছে। আমি যখন প্রথম ট্রেড ওপেন করি তখন কোন কিছুই আমার জানা ছিল না যেই বড় ভাইয়ের মাধ্যমে আমার ফরেক্সে আগমন হয় সে আমাকে একটি ট্রেড ওপেন করে দিয়েছিল কিন্তু বিস্তারিত কোন কিছু বলেনি। যার কারণে আমি কোন কিছু বুঝতে পারিনি এবং বলতে গেলে সারারাত মাথার মধ্যে চিন্তা ঘুরতে থাকে। আমি তখন এটাও জানতাম না যে আসলে কখন প্রফিট হবে বা কিভাবে প্রফিট হবে। অনেক চিন্তিত থাকার পর মধ্য রাতের দিকে আমি ল্যাপটপ চালু করে ঘুমিয়ে পড়ে এরপর আমাকে সেই বড় ভাই ভোরবেলা ডাক দেয় ট্রেড ক্লোজ করার জন্য। তখন দেখতে পারি আমার একাউন্টে প্রায় 10 ডলারের মতো প্রফিট হয়েছিল। আমার প্রথম ট্রেড ছিল গল্ড মেটালে এবং আমি আমার প্রথম ট্রেড থেকে 10 ডলার উপার্জন করতে পারি।