View Full Version : এ্যাকাউন্ট ভেরিফাই না করে ফোরামে পোস্ট-বোনাস-প্রফিট !! পরিশেষে ব্লক ??
mahmudfx84
2020-07-30, 12:10 PM
আমরা জানি এ্যাকাউন্ট ভেরিফাই হাই লেভেলে না থাকলে বোনাস দ্বারা অর্জিত প্রফিট উত্তোলন করা যায় না। একদিকে এ্যাকাউন্ট ভেরিফাই করতে আমরা হিমসিম খাই , আবার প্রথম লেভেলে হলেও টপ লেভেলে করতে একটার পরে আরেকটা শর্ত , তারপরে ভেরিফাই হওয়ার পূর্বেই প্রফিটসহ এ্যাকাউন্ট ব্লক্ড। আমও গেল ছালাও গেল। এটা গেল আমার প্রথম এ্যাকাউন্ট এর কাহিনী। শেষে ফোরাম এ্যাকাউন্টে নতুন ট্রেডিং এ্যাকাউন্ট এ্যাডজাস্ট করতে না পেরে আবার নতুন করে ফোরামের এ্যাকাউন্ট ও ইনস্টাফরেক্সে নতুন ট্রেডিং এ্যাকাউন্ট খুলে যাত্রা শুরু করেছি । প্রথম লেভেলে ভেরিফাই ডকুমেন্ট পাঠালেও এখনো হয়নি। টেনশনে আছি প্রথম লেভেলে ভেরিফাই নিয়ে, এরপরে দ্বিতীয় লেভেল বা হাইলেভেল তো অনেক দূরে। একজন ভাইয়ের পোস্ট দেখলাম ৩৬০০ডলার প্রফিট করার পরে হাই লেভেলে ভেরিফাই থাকলেও উইথড্রো রিকুয়েস্ট পাঠালে এ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বিনা কারণে- ক্লায়েন্টের ভাষায় ( ভূক্তভোগী ইউজার mamun13)। আমার মনে হয় এই সমস্যাটা শুধু কি আমার বা আর ২/১জনের , নাকি অনেকের ? বন্ধুরা মতামত দিয়ে জানাবেন। যদি সংখ্যাটা বেশী হয় তাহলে ফোরাম কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এব্যাপারে ইনস্টাফরেক্স কোম্পানীর সাথে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ নেওয়ার জন্য। অনেক কষ্ট করে পোস্ট লিখে শেষে যদি ভেরিফাই না হয়, হলেও প্রফিট উঠাতে না পারি তাহলে সময় ব্যয় করার কোন মানে হয় না। পূর্বে অনেকের পোস্ট দেখলেও গুরুত্ব দিইনি , এখন নিজেই সমস্যায় পড়ার কারণে পোস্টটি লিখতে বাধ্য হলাম। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে , ফোরামের পক্ষ থেকে সমাধানের কোন আশার বাণী শোনার অপেক্ষায় রইলাম।
:swim: "Life is short but Art is long" :1f339:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821
FREEDOM
2020-07-30, 12:29 PM
একাউন্ট ভেরিফাই নিয়ে অনেকেরই সমস্যা হয় তবে ডকুমেন্ট ঠিক থাকলে ভেরিফাই খুব সহজেই হয়ে যায়। আমি আমার একাউন্ট মাত্র দুইদিনের মধ্যে ভেরিফাই করেছিলাম তাছারা আমি ফোরামের বোনাস থেকে কিছু প্রফিটও করেছি এবং তা উত্তোলনও করেছি যদিও এখন অনেক লসে আছি যা রিকোভার করা অসম্ভব হয়ে গেছে প্রায়।
আর ব্লক করার বিষয় এটাই আমার জানা মতে আগে যদি আপনি একাধিক একাউন্ট ব্যাবহার করেন সেক্ষেত্রে ব্লক করা হতে পারে। আর তাছারা আগে হয়তো ব্লক করা হতো কিন্তু এখন ইন্সটাফরেক্স তাদের কোম্পানীর প্রায় ৬৭% প্রফিট শেয়ার করে থাকে বোনাস প্রোগ্রামের অংশ হিসেবে।
habibi
2020-07-30, 02:58 PM
আমরা জানি এ্যাকাউন্ট ভেরিফাই হাই লেভেলে না থাকলে বোনাস দ্বারা অর্জিত প্রফিট উত্তোলন করা যায় না। একদিকে এ্যাকাউন্ট ভেরিফাই করতে আমরা হিমসিম খাই , আবার প্রথম লেভেলে হলেও টপ লেভেলে করতে একটার পরে আরেকটা শর্ত , তারপরে ভেরিফাই হওয়ার পূর্বেই প্রফিটসহ এ্যাকাউন্ট ব্লক্ড। আমও গেল ছালাও গেল। এটা গেল আমার প্রথম এ্যাকাউন্ট এর কাহিনী। শেষে ফোরাম এ্যাকাউন্টে নতুন ট্রেডিং এ্যাকাউন্ট এ্যাডজাস্ট করতে না পেরে আবার নতুন করে ফোরামের এ্যাকাউন্ট ও ইনস্টাফরেক্সে নতুন ট্রেডিং এ্যাকাউন্ট খুলে যাত্রা শুরু করেছি । প্রথম লেভেলে ভেরিফাই ডকুমেন্ট পাঠালেও এখনো হয়নি। টেনশনে আছি প্রথম লেভেলে ভেরিফাই নিয়ে, এরপরে দ্বিতীয় লেভেল বা হাইলেভেল তো অনেক দূরে। একজন ভাইয়ের পোস্ট দেখলাম ৩৬০০ডলার প্রফিট করার পরে হাই লেভেলে ভেরিফাই থাকলেও উইথড্রো রিকুয়েস্ট পাঠালে এ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বিনা কারণে- ক্লায়েন্টের ভাষায় ( ভূক্তভোগী ইউজার mamun13)। আমার মনে হয় এই সমস্যাটা শুধু কি আমার বা আর ২/১জনের , নাকি অনেকের ? বন্ধুরা মতামত দিয়ে জানাবেন। যদি সংখ্যাটা বেশী হয় তাহলে ফোরাম কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এব্যাপারে ইনস্টাফরেক্স কোম্পানীর সাথে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ নেওয়ার জন্য। অনেক কষ্ট করে পোস্ট লিখে শেষে যদি ভেরিফাই না হয়, হলেও প্রফিট উঠাতে না পারি তাহলে সময় ব্যয় করার কোন মানে হয় না। পূর্বে অনেকের পোস্ট দেখলেও গুরুত্ব দিইনি , এখন নিজেই সমস্যায় পড়ার কারণে পোস্টটি লিখতে বাধ্য হলাম। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে , ফোরামের পক্ষ থেকে সমাধানের কোন আশার বাণী শোনার অপেক্ষায় রইলাম।
:swim: "Life is short but Art is long" :1f339:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821
ট্রেডিং অ্যাকাউন্ট ব্লক করার কারণ হল রুল ভাঙ্গা। আসলে আমরা ফোরামের রুলসগুলো না পড়ে একাধারে পোস্ট করে বোনাস নিয়ে থাকি এবং সেই বোনাস দিয়ে ট্রেড করে অল্প প্রফিট করে হুট করে উইথড্র দিয়ে দিই। তার তখনি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। আমি অনেকে দেখছি যারা ১০০ ডলার ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে ২০ ডলার প্রফিট করে সাথে সাথে সেই ২০ ডলার প্রফিট উইথড্র দিয়ে দেয়। তখন আন্টি ফ্রড ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট ব্লক করে দেয়। তাই আমি বলব যে আমরা যে ফোরাম বোনাসগুলো পাচ্ছি তা হল ব্রোকারের টাকা। বলতে গেলে আমরা অন্যের টাকার ট্রেড করছি। তাই উইথড্র দেওয়ার আছে ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্টে লগইন করে Available For Withdraw কত আছে তা দেখে নিবেন। আপনার Available For Withdraw যত থাকবে তার থেকে ১০%-৩০% পর্যন্ত উইথড্র দিবেন। আর যদি সম্ভব হয় তাহলে কিছু নিজস্ব ডলার ডিপোজিট করে রাখবেন।
আর যদি কারো অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আন্টি ফ্রড ডিপার্টমেন্টকে ইমেইল করলে তারা সম্ভাব্য কারণ বলে দেয়।
rakib.r
2020-07-30, 05:01 PM
আমি মনে করি এইটা শুধু মামুন ভাইয়ের একার সমস্যা নয় বরং এটা অনেকের সাথেই ঘটছে। আমার নিজের সাথেও ঘটেছে। আমি টানা ৩ মাস কয়েক টা ট্রেডের লস টানছি। তখন আমার একাউন্ট কিছুই হয় নি। এই মাসের ৯ তারিখ আমি ৪০ ডলার প্রফিট উইড্রো দিয়েছি আর এন্ট্রি ফ্রড আমার একাউন্ট ব্লক করে দিয়েছে। আমি মেইলে আমার একাউন্ট ব্লক করার কারন জানতে চাইলে জানায় আমি তাদের রুলসের বাইরে গিয়ে ট্রেড করেছি বলে একাউন্ট ব্লক করে দিয়েছে। প্রশ্ন হলো আমি প্রফিট করার পর তাদের রুলসের বাইরে চলে গেলো অথচ যখন লস টানছিলাম তখন রুলসের ভেতরেই ছিলো
Devdas
2020-07-30, 09:33 PM
ফরেক্স এ এই সমস্যাটা আমার ও হয়েছে তা বছর খানেক আগে। আমি ভেরিফাই কমপ্লিট করেছিলাম। বোনাস এর টাকা ইনভেস্ট করে তারপর আমি প্রফিট করেছিলাম। তারপর আমি একটু ব্যস্ত থাকার কারনে আমার একাউন্ট এ লগইন করা হয়নি। কয়েক মাস লগইন করার পর দেখি যে আমার একাউন্ট এ লগ ইন হয় না। অবশেষে জানতে পারলাম যে কোন ভুল এর কারনে আমার একাউন্টি ব্লক করা হয়েছে। যদি এই ধরনের সমস্যা হয়। তাহলে আমি বলব যে এই ব্লক ধরনের ফোরাম এ পোস্ট করে সতকর্তা জরি করা দরকার যাতে এই ধরনের সমস্যা পড়লে সমাধান করা যায়। ধন্যবাদ।
uzzal05
2020-07-31, 12:42 AM
ফোরাম বোনাস ঢুকার জন্য একাউন্ ভেরিফাই করতে হবে না। একাউন্ট থেকে ডলার উত্তোলনের জন্য আপনাকে হাই লেভেল ভেরিফাই করতে হবে। কিন্তু ট্রেড করার জন্য ভেরিফাই না করলেও চলে। কিন্তু তারপরও হাই লেভেল ভেরিফাই মার্কেট এ নিরাপদ অবস্থায় থাকা যায়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.