PDA

View Full Version : ফরেক্স মার্কেটে একই ভুল বার বার করার ফল কি হতে পারে?



K.K.BABY
2020-08-01, 01:50 PM
আমি প্রথম যখন ফরেক্স মার্কেটে ব্যাবসা শুরু করি তখন আমি কিছু লাভ করার পর আমার মনের ভিতর লোভ সৃষ্টি হলো।তখন আমি অতিরিক্ত লাভের আশায় ট্রেডের উপর ট্রেড করছিলাম যার জন্য আমার ব্যালেন্স জিরো হয়ে গিয়েছিলো।তার পর আমি আবার নতুন করে শুরু করলাম এবং ভালো একটা ব্যালেন্স বানালাম আর প্রতিজ্ঞা করলাম আগের ভুল আমি আর করবোনা কিন্তু অতিরিক্ত লোভ আমাকে আবার সেই পথে পরিচালিত করলো যার জন্য আমার বর্তমান একাউন্ট জিরো হয়ে যাওয়ার পথে।তাই আমি সকলের উদ্দেশ্য একটি কথা বলবো যখন আমরা কোন ভুল করবো সেই ভুল দ্বিতীয় বার যেনো না করি সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে।তাহলে আমরা ফরেক্স মার্কেটে ব্যাবসা করে সফল হতে পারবো

Rubel115878
2020-08-05, 11:58 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেক কিটিক্যাল একটি ব্যবসা।আমি সকলের উদ্দেশ্য একটি কথা বলবো যখন আমরা কোন ভুল করবো সেই ভুল দ্বিতীয় বার যেনো না করি সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। আমরা ভূল থেকে শিক্ষা নিয়েই ফরেক্স ব্যবসাতে এগিয়ে যাব।

Md.shohag
2020-08-06, 12:05 AM
ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেক কিটিক্যাল একটি ব্যবসা।আমি সকলের উদ্দেশ্য একটি কথা বলবো যখন আমরা কোন ভুল করবো সেই ভুল দ্বিতীয় বার যেনো না করি সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। আমরা ভূল থেকে শিক্ষা নিয়েই ফরেক্স ব্যবসাতে এগিয়ে যাব।

mahmudfx84
2020-08-06, 09:21 AM
ফরেক্স মার্কেটে একই ভূল বার বার করার ফল সেটাই হতে পারে যেটা পূর্বে হয়েছে। অর্থ্যাৎ বার বার যে ভূলগুলো আমরা করি তা যদি সংশোধন না করি তাহলে লস বা ক্ষতি হতেই থাকবে। আর যদি আমরা প্রথমবারই ভূলটা অর্থ্যাৎ যে ভূলের কারণে লস হয়েছে বা ব্যালেন্স জিরো হয়েছে সেই ভূলটা সংশোধন করে নিই তাহলে সেই ধরণের লস আর হবে না বা ব্যালেন্স জিরো হবে ঐ ভূলের কারণে। এভাবে সংশোধন করতে থাকলে এক সময় আশা করা যায় আর কোন ভূল থাকবে না। ধন্যবাদ।