PDA

View Full Version : এ্যাকাউন্ট ভেরিফাই বিরক্তিকর এবং ব্লক হওয়ার ঘটনা - দুটি কারণে আগ্রহ হারিয়ে ফেলছি ?



mahmudfx84
2020-08-02, 11:01 AM
এ্যাকাউন্ট ভেরিফাই করতে ইনস্টাফরেক্স ব্রোকারে বিরক্তিকর অবস্থায় পড়ে গেলাম। সত্যি কথা বলতে কি আগের এ্যাকউন্টে প্রফিট হওয়ার পরে যদি ও তখনও হাই লেভেলে শত চেষ্টার পরে ও ভেরিফাই করতে পারিনি, তবুও এ্যাকাউন্টটি ব্লক করে দিল। কেন জানি ফোরামের এ্যাকাউন্টেও নতুন ট্রেডিং এ্যাকাউন্ট এ্যাডজাস্ট করতে পারলাম না। ওপেন করলাম নতুন ফোরাম এ্যাকাউন্ট এবং ইনস্টাফরেক্স ট্রেডিং এ্যাকাউন্ট। ভেরিফাই করতে আইডি কার্ডের ফ্রন্ট সাইড, ব্যাক সাইডের স্ক্যান কপি এবং হাতে সহ ছবি পাঠালাম। আগের এ্যাকাউন্টে ১ম লেভেলে ভেরিফাই হলেও দ্বিতীয় এ্যাকাউন্টে প্রথম লেভেলে ভেরিফাই করতে না পেরে বিরক্তিকর মনে হচ্ছে। কারণ কয়েকবার ছবি তোলা, অনেকবার আপলোড চেষ্টা - টাকা খরচের পাশাপাশি মারাত্মক হয়রানি করা আর কি ? কিছু বোনাস সুবিধা দিতে গিয়ে ইনস্টাফরেক্স কোম্পানী হাজারটা নাটক করে। অথচ একই ডকুমেন্ট দিয়ে অন্য ব্রোকারে হাই লেভেলে ভেরিফাই করে পূর্বে ট্রেড করেছি। অন্যদিকে মামুন ভাই ও রাকিব ভাইসহ আরো অনেকের এ্যাকাউন্টে বেশ ভাল প্রফিট হওয়ার পরে এ্যাকাউন্টগুলি ব্লক করে দিয়েছে (ভূক্তভোগীদের ভাষ্য) কোন কারণ ছাড়ায়। এই যদি সার্বিক অবস্থা হয় তাহলে আমরা যতটা পজেটিভ মনে করে ফোরাম এবং ইনস্টাফরেক্স কোম্পানীকে হাইলাইট্স করে আসছি অতি শীঘ্রই এর নেগেটিভ প্রভাব পড়তে পারে। কারণ অসংখ্য ব্রোকার কিন্তু বসে নেই। এব্যাপারে ফোরাম কর্তৃপাক্ষ ও ইনস্টাফরেক্স কোম্পানীকে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিকভাবেই অনুরোধ করছি। ধন্যবাদ।

Joyhawladar1990
2020-08-02, 12:15 PM
ভাই আমজ নতুন এই পোস্ট টি দেখে এই খানে কাজ করার মন মানসিকতা হারিয়ে ফেলছি,আমি এখনো আমার ট্রেডিং একাউন্ট করিনি,২৮ তারিখ এর আগে ট্রেডিং একাউন্ট টি এর্টাচ করে দিবো,অনেক এই বলে একাউন্ট ভেরিফাই থার্ড লেভেল পর্যন্ত করতে হয়,আমার সব ডকুমেন্ট আছে,দেখি আমার একাউন্ট টি ভেরিফাই করতে পারি কিনা।

Rajib_Biswas
2020-08-02, 07:31 PM
ইন্সটাফরেক্সের ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা কিছুটা জটিল হলেও আপনি যদি সঠিক পদ্ধতিতে আপনার ডকুমেন্টস আপলোড করে থাকেন তাহলে খুব সহজেই আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন। আমি আমার বর্তমান ট্রেডিং একাউন্টটি জাতীয় পরিচয় পত্র এবং ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট এর মাধ্যমে প্রথম লেভেল এবং ও লেভেল ভেরিফিকেশন সম্পন্ন করেছি। এক্ষেত্রে আপনাকে সঠিকভাবে ছবি তুলে প্রতিটি ছবির নির্ধারিত সাইজ এর মধ্যে রেখে আপলোড করতে হবে। আপনার তোলা ছবি যদি অস্পষ্ট এবং ছবির সাইজ নির্ধারিত মানের থেকে বেশি হয় তাহলে সাধারণভাবেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হবে না। তাই ডকুমেন্টস আপলোড করার পূর্বে নিয়মাবলী সঠিকভাবে পড়ে নিন।

Hridoy6763
2020-08-02, 07:41 PM
ভাই একাউন্ট ভেরিফাই করা কোন জটিল কাজ না আমি খুব সহজে আমার ট্রেডিং একাউন্ট টি ভেরিফাই করেছি,এবং আমার এই ট্রেডিং একাউন্ট টি থার্ড লেভেল পর্যন্ত ভেরিফাই করা আছে,আপনার যদি সমস্যা হয়ে থাকে একাউন্ট ভেরিফাই করার জন্য তাহলে আপনি সরাসরি অনলাইন এ লাইভ চার্ট এ কথা বলে সমাধান করে নিতে পারেন,আর আপনি যদি কোন জালিয়াতি করেন তাহলে আপনার একাউন্ট কোম্পানী একাউন্ট ব্লক করে দিবে।

Emamul
2020-08-03, 02:16 AM
হইতোবা আপনার কোথাও ভুল হতে পারে। তা নাহলে এমনটা করার কথা না।আমিও নতুন ট্রেডার আমি মাত্র কিছুদিন আগে ২য় লেভেল ও ৩য় লেভেল ভেরিফাই করেছি। ২য় আর ৩য় লেভেল ভেরিভাই করতে আমার টাইম লেগেছে মাত্র ১০ মিনিট । আপনার আইডি কার্ড সহ নিজ মুখের ছবি দিন সেটা যেন পরিস্কার হয়। আর ব্যাংক স্টেটমেন্ট এ সিল সহ সিগ্নেচার থাকতে হবে এবং এমনভাবে ছবি তুলতে হবে যাতে পেপারটির চার পাশের প্রান্ত গুলো দেখা যায় । এগুলো কম্পিলিট করে তাদেরকে মেইল দেন তাহলেই হয়ে যাবে।

K.K.BABY
2020-08-03, 07:58 AM
একাউন্ট ভেরিফিকেশন করতে হলে আপনাকে অবশ্যই সঠিক ডকুমেন্টস আপলোড করতে হবে।আপনি যদি সঠিক ডকুমেন্টস আপলোড বা করেন তাহলে কখনো আপনার একাউন্ট ভেরিফাই হবেনা।আর তাছাড়া আপনাকে ফরেক্স এর নিয়ম অনুযায়ী ছবির সাইজ ও ছবি কতো মেগাবাইট হবে এবং কোন ফাইলে এ হবে তা আপলোড করার সময় দেখতে পারেন সেই ফাইল আর সাইজ নির্ধারণ করে আপলোড করতে হবে।সর্বপরি আপনি যে ডকুমেন্টস আপলোড করবেন সেই ডকুমেন্টস অবশ্যই স্পষ্ট হতে হবে।তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন।

InstaForex Sushantay
2020-08-03, 06:06 PM
ইন্সটাফরেক্সের ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা কিছুটা জটিল হলেও আপনি যদি সঠিক পদ্ধতিতে আপনার ডকুমেন্টস আপলোড করে থাকেন তাহলে খুব সহজেই আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন। আমি আমার বর্তমান ট্রেডিং একাউন্টটি জাতীয় পরিচয় পত্র এবং ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট এর মাধ্যমে প্রথম লেভেল এবং ও লেভেল ভেরিফিকেশন সম্পন্ন করেছি। এক্ষেত্রে আপনাকে সঠিকভাবে ছবি তুলে প্রতিটি ছবির নির্ধারিত সাইজ এর মধ্যে রেখে আপলোড করতে হবে। আপনার তোলা ছবি যদি অস্পষ্ট এবং ছবির সাইজ নির্ধারিত মানের থেকে বেশি হয় তাহলে সাধারণভাবেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হবে না। তাই ডকুমেন্টস আপলোড করার পূর্বে নিয়মাবলী সঠিকভাবে পড়ে নিন।

প্রিয় ফোরাম সদস্য,
আপনার মুলধন এবং লাভের টাকা নিরাপত্তা দেওয়াই আমাদের কাছে সর্বাধিক গুরত্বপূর্ণ। যেহেতু ভেরিফাই আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা প্রদান করে আর আপনি চাইবেন না অন্য কেউ আপনার টাকা হ্যাক করুক। সুতরাং আপনার ট্রেডিং অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থেই সবকিছু ভালভাবে যাচাই বাছাই করতে হয়।
তাই গ্রাহদের অ্যাকাউন্টের অর্থের নিরাপত্তা দেবার জন্য ইন্সটাফরেক্স এ ১লেভেল ভেরিফিকেশনে হল পরিচয় যাচাই আর ২য় লেভেল ভেরিফিকেশন হল ঠিকানা যাচাই সম্পন্ন করতে হয়।
এখন ইন্সটাভেরিফাই অ্যাপ দিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া খুবই সহজ করা হয়েছে। নতুন এই মোবাইল অ্যাপ্লিকেশন ইন্সটাভেরিফাই দিয়ে কোন ট্রেডার তার লাইভ ট্রেডিং অ্যকাউন্ট ভেরিফাই করতে পারবে খুব দ্রুত, সহজ এবং সুবিধাজনক উপায়ে।
কেননা এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে মাত্র কয়েকটি ক্লিক করেই ভেরিফিকেশন করা যাবে:
প্রথমে অ্যাপ্লিকেশনটি মোবাইলে ইনস্টল করতে হবে
দ্বীতিয়ত তারপর নিজের ছবি তুলতে হবে,
তৃতীয়ত গ্যালারী থেকে ছবি আপলোড করতে হবে এবং ভেরিফিকেশনের জন্য সেন্ড করতে হবে।
চতুর্থ এবং চুড়ান্তধাপে ইন্সটাভেরিফাই আপনাকে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট বা ব্যাংক কার্ড ভেরিফাইয়ের বর্তমান অবস্থা জানিয়ে দিবে এবং সাথে সাথে টেকনিক্যাল সাপোর্ট পাবার সুযোগ দিবে।
ইন্সটাফরেক্স অ্যকাউন্টের পুরো সুবিধা নিতে ইন্সটাভিরিফাই দিয়ে ট্রেডিং অ্যকাউন্ট ভেরিফিকেশন করুন।
অ্যান্ড্রয়েডের মোবাইল ফোনের জন্য অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে। ডাউনলোড করতে ভিজিট করুন। https://bit.ly/InstaverificationApps
11799

Smd
2020-08-03, 07:59 PM
ভাই আমজ নতুন এই পোস্ট টি দেখে এই খানে কাজ করার মন মানসিকতা হারিয়ে ফেলছি,আমি এখনো আমার ট্রেডিং একাউন্ট করিনি।সর্বপরি আপনি যে ডকুমেন্টস আপলোড করবেন সেই ডকুমেন্টস অবশ্যই স্পষ্ট হতে হবে।তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন।