PDA

View Full Version : রিয়েল একাউন্ত এ ট্রেড শুরু



RichMahfuz
2015-07-06, 07:37 PM
আজ ফরেক্স এ সর্ব প্রথম রিয়েল একাউন্ত এ ট্রেড শুরু করলাম। usd/cad এই পেয়ার এ। খুব বেশি এনালাইসিস করিনি, শুধু টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করেছি। আশাকরছি লাভ করতে পারব। আপ্নারা আমার জন্য দোয়া করবেন। নিচে স্কিন শট দিলাম।
1150

maziz6989
2015-07-06, 10:58 PM
বেশ কযেকবার চেষ্টা করলাম স্ক্রিন শটটা ওপেন করার জন্য কিন্তু পারলাম না। যাই হোক আপনার জন্য শূভ কামনা থাকল। যদি কিছু মনে না করেন তবে এন্ট্রি , টিপি আর এস এল টা আমাদের সাথেও শেয়ার কইরেন। যদি ভ্যলিড থাকলে আমরা ও এন্ড্রি নিতে পারি।

basaki
2016-01-06, 10:30 AM
আমি ভাই গত ছয় মাস ধরে দেমো একাউইন্টে ট্রেড করে যাচ্ছিলাম। এই সপ্তাহে আমি ফরেক্স মার্কেটের রিয়াল ট্রেড করছি। রিয়াল মার্কেটে থেকে লাভ করাটা আমি মনে করি ডেমো একাউন্টের ছেয়ে অনেক কঠিন। আমর মনে হয় যদি একাউন্টে ব্যলেন্স বেশি হয় তবে লাভ করা সহজ।

yasir arafat
2016-04-03, 08:38 PM
সুতরা এটাকে আমরা যদি ট্রেডিং দক্ষতাকে সঠিকভাবে কাজে না লাগায়, তাহলেতো আমরা জীবনে সফল হতে পারব না।এটা আমাদের সকলকে মানতে হবে এবং অনুযায়ী আমাদেরকে আমাদের কাজ করতে হবে।
আর এর থেকেতো শেখার কোন শেষ নেই।তাই আমরা চেষ্টা করতে থাকি কোন সঠিক কিছু পাব কিনা।

RUBEL MIAH
2016-05-01, 06:13 PM
রিয়েল ট্রেড শুরু করার আগে অবশ্যই আমি ডেমো ট্রেড করেছি । ডেমো ট্রেড করে আজ আমি অনেক স্বাবলম্বী হতে পেরেছি । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব । আর রিয়েল এ্যাকাউন্টে ট্রেড করার সময় অবশ্যই আপনাকে দক্ষতা অর্জন করে তারপর করতে হবে তাহলেই উন্নতি করা সম্ভব ।

habibur
2016-05-07, 01:05 AM
আমিও একদিন করব এই আশায়

dwipFX
2016-05-07, 11:21 AM
আমি রিয়াল একাউন্টে ট্রেড করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি যখন ডেমো ট্রেড করি কিছু লাভ করা যায় কিন্তু রিয়াল একাউন্ট লাভ করা অনেক কঠিন তাই আমাদের কে ডেমো করে বেশি প্রেকটিস করতে হবে। ডেমো থেকে আমাদের কে একটা নিয়ম তৈরি করতে হবে।

basaki
2016-05-23, 08:25 AM
ফরেক্স মার্কেটে আপনি যদি রিয়াল ট্রেড করতে যান তাহলে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে হবে আর যদি তা না করেন তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি রিয়াল ট্রেড না করে আপনি ডেমো ট্রেড আরো কিছুদি করেই তবে আপনি রিয়াল ট্রেড করলে অনেক ভাল হয়।

Md. Tariqul Islam
2016-06-20, 03:44 PM
এই সপ্তাহে আমি ফরেক্স মার্কেটের রিয়াল ট্রেড করছি। রিয়াল মার্কেটে থেকে লাভ করাটা আমি মনে করি ডেমো একাউন্টের ছেয়ে অনেক কঠিন। আমর মনে হয় যদি একাউন্টে ব্যলেন্স বেশি হয় তবে লাভ করা সহজ। এটা আমাদের সকলকে মানতে হবে এবং অনুযায়ী আমাদেরকে আমাদের কাজ করতে হবে।
আর এর থেকেতো শেখার কোন শেষ নেই।তাই আমরা চেষ্টা করতে থাকি কোন সঠিক কিছু পাব কিনা।

HKProduction
2016-06-22, 04:43 PM
আমি অনেক গবেষণা করে আমার নিয়ম অনুসারে গতকাল একটি ট্রেড দিয়েছিলাম। তা স্টপ লস হিট করেছিল। পরে আমার ভুল বুঝতে পেরেছি। আসল কথা হল আমরা ডেমোতে প্রাকটিস করতে করতে ট্রেড দেয়ার সময় আমাদের মনে কোন ভয় থাকে না। যার ফলে আমাদের সিদ্ধান্তে কোন ভুল হয় না। কিন্তু লাইভ ট্রেডে আমরা ভয় ও দ্বিধা নিয়ে ট্রেড করি বলে লস হয়। এটা কোন বিষয়ই নয়। বরং সফলতার লক্ষণ। তাই আমাদেরকে রিয়েল ট্রেডে বেশি সময় দিয়ে ভয় দূর করতে হবে।

milonkhanfx1993
2016-09-29, 09:38 PM
ফরেক্স মার্কেট এর ডেমো আর রিয়াল অ্যাাকাউন্ট এর ট্রেড এর মধ্যে অনেক তফাত আপনি ডেমো তে ট্রেড করলে আপনার কোন কিছু মনে হবে না কিন্তু রিয়াল মানি লস করার কষ্ট টা বুঝবেন যখন লস করবেন আর তাই ধিরে ধিরে চেষ্টা করলে ভাল কিছু করা সম্ভব।

MoinFX
2016-10-04, 04:47 PM
গত তিন মাস যাবত রিয়েল একাউন্টে ট্রেড করছি তবে লাভ করার পর আবার লস করে পেলি কারন ফরেক্স মার্কেটে লাভ করি আবার কিছু দিন পর লস করে পেলি এই ভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করছি। ফরেক্স মার্কেটে সফলতা পেতে না এক দুই বছর লাগে জানিনা আমার লাগবে কিনা।

udaydebnath
2016-10-04, 09:22 PM
রিয়েল ট্রেড করার জন্য যে ডলার লাগে তা এই মুহুর্তে আমার কাছে নেই। তাই ফোরাম পোষ্ট করে যে ডলার বোনাস পাব তাই দিয়েই রিয়েল ট্রেড শুরু করব।

mithun30
2016-10-04, 09:36 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রথমে ডেমো একাউন্ট খুলে ট্রেড করতে হবে, যখন বুজবে আমি নিজে রিয়েল ট্রেড করার জন্য প্রস্তুত তখন ভালো একটি ব্রোকারে রিয়েল একাউন্ট খুলে অনলাইন ব্যাংক গুলোর মাধ্যমে ডলার লোড করে ট্রেড করে লাভ করতে পারেন। সুতরাং ফরেক্স মার্কেটে রিয়েল একাউন্ট হচ্ছে সেই একাউন্ট যেখানে আপনি টাকা ডিপোজিট করে সত্যিকারের ট্রেড পরিচালোনা করতে হয়।