PDA

View Full Version : কিভাবে ফরেক্স শুরু করবো



hasib25663
2015-07-08, 12:22 AM
আমি ফরেক্স ট্রেডিং এ নতুন। কিভাবে শুরু করবো ? ওভিজ্ঞ ব্যাক্তিরা যদি সাহায্য ও পরামর্শ দেন তাইলে খুব উপকৃত হব।

mamun93
2015-07-08, 04:49 AM
অাপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে আপনি ফরেক্সে নতুন,আর যদি আপনি নতুনই হন এবং ফরেক্সকে পেশা হিসাবে গ্রহন করে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আমি আপনাকে বলব আগে কিছুদিন ধরে প্রফিট/লাভের কথা বাদ দিয়ে ডেমো ট্রেড করে নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে নিন।

Fxaziz
2015-07-08, 12:40 PM
ফরেক্স শুরু কোরতে হলে আগে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জানতে হবে তারপর আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হবে। আপনি জেকন ফরেক্স শিক্ষা প্রতিষ্ঠান এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানতে পারবেন। এছাড়া আপনি ইন্টারনেট এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানতে পারবেন। তারপর আপনি আগে ফরেক্স এর ডীমু একাউন্ট এ ট্রেড করে ফরেক্স মার্কেট এ এক্সপার্ট হয়ে তারপর রিয়েল একাউন্ট এ ট্রেড কোরতে পারবেন ।

shuvo01
2015-07-08, 12:57 PM
ফরেক্স সমপ্কে ভাল মত জ্ঞান থাকলেই এই বিষয়ে ভাল ভাবে কাজ করা সম্ভব । ঠিক মত এখানে কাজ করলে অবম্যই এই কাজে সাফল্য অর্জন করা যায় । কোনো কাজ ভাল মত শুরু করলে সেই কাজ অবশ্যই ভাল ভাবে শেষ করা যায় । তাই আমার মতে এই ফরেক্স এ কাজ করতে হলে অবশ্যই ভাল বাবে শুরু করা খুবই জরুরী ।

salahuddin
2015-07-08, 01:26 PM
ফরেক্সকে পেশা হিসাবে গ্রহন করে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আমি আপনাকে বলব আগে কিছুদিন ধরে প্রফিট/লাভের কথা বাদ দিয়ে ডেমো ট্রেড করে নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে নিন।ফরেক্স সমপ্কে ভাল মত জ্ঞান থাকলেই এই বিষয়ে ভাল ভাবে কাজ করা সম্ভব ।

moinuddib
2015-07-08, 03:20 PM
কোন নতুন কাজ করতে গেলে সেটা সম্পরকে আগে থেকে ধারনা নেওয়া ভাল। তাই যারা ফরেক্স এ কাজ করতে চান তাদের জন্য ভাল হয় আগে থেকে ফরেক্স সপম্পরকে ভাল করে জানা। ওয়েব সাইট তেকে ফরেস্ক এর উপর বিভিন্ন টপিকস নিয়ে পরা লেখা করা। আর ফরেস্ক এর ডেমো হিসাবে বেশি বেশি তেরেদ ক্রা। এতে অভিজ্ঞতা অরজন এর পাশাপাশি ফরেস্ক এ কি করলে লস হয় / কি করলে লাভ হয় সব বিষয়ে জানা হয়ে যাবে। তাই আসল ফরেক্স সুরু করার আগে অন্তত ৬ / ৭ মাস ডেমো হিসাবে তেরেদ করে অভিগতা অরজন করার পর ফরেস্ক এর রিএল হিসাবে তেরদ করলে ভাল ফল পাওয়া যাবে।

maziz6989
2015-07-08, 03:48 PM
এই ফোরামের আগাগোড়া পোস্ট গুলো পড়ুন। আর একটা কথা নেটে ঘাটাঘাটি করুন অনেক কিছু জানতে পারবেন। আর সব চেয়ে বড় কথা হল ধৈর্য আর আত্মবিশ্বাস গড়ে তুলুন কেননা এই দুটো জিনিস ছাড়া ফরেক্স হয় না। লোভকে নিয়ত্রন করা শিখুন কেননা একমাত্র এর কারণে শতকরা ৯০% ট্রেডার একাউন্ট হারায়।

TselimRezaa
2015-07-08, 08:30 PM
ফরেক্স শুরু করতে হলে প্রথমেই ফরেক্স সম্পর্কে বেসিক ধারনা নিন। এজন্য আপনি গুগল ঘেটে তথ্য পাবেন। তারপর ডেমোতে কিছুদিন ট্রেড করুন। ডেমোতে অনুশীলন করলে আপনার মার্কেট সম্পর্কে ধারনা হবে, তবে এখানে ট্রেড করে আপনি প্রফিট তুলতে পারবেন না। কারন এটা শুধু আপনার শেখার জন্য। পরে আপনি রিয়েল একাউন্টে ডলার ডিপোজিট করে ট্রেড করতে পারেন।

kobita
2015-07-08, 08:52 PM
ফোরেক্স শুরু যারা করেছেন তাদের জন্য প্রথম পরামর্শ হলো তারা যেনো ভালো করে অ্যানালাই সিস করা শেখে এবং মার্কেটে ইন করার পূর্বে কিছু দিন ডেমো করে এর পাশাপাশি বেশ কিছু দিন ধরে কোন নির্দিষ্ট স্ট্রাটেজি নিয়ে অ্যানালাইসিস করে তার পর ধীরে ধীরে রিয়েল মার্কেটে ইনকরে।

amitbd
2015-07-08, 09:27 PM
সবার প্রথমে আপনি ফরেক্স সম্পর্কে যদি আপনার পরিচিত কোন বড় ভাই থাকে তার পরামর্শ নিতে পারেন এছাড়া বিভিন্ন অনলাইন সাইড বিড়ি পিস্ , এবং বেবিপিস্ সাইড থেকে শুরু করতে পারেন । আর যে বিষয় গুলো নিয়ে আপনার সমস্যা তা আমাদের এই বাংলা ফরম সাইডে এর মাধ্যমে শিকতে পারবেন । আমার মতে যে কোন একটি বিষয় নিয়ে কাজ শুরু করেন নিজেই বুঝে যাবেনিআপনাকে কোন কোনটা শিখতে হবে কাজ করার জন্য ।

Reja101
2015-07-08, 10:23 PM
আপনার প্রস্নে মনে হর আপনি একজন নতুন ট্রেডার । প্রকৃত পক্ষে কোন কিছু না জেনে কাজ করা টিক নায় । তাই ফরেক্স থেকে ভালো উপার্জন করতে হলে আমার একটাই কথা যে আপনি ফরেক্স ট্রেড সম্পর্কে ভালো ভাবে জানুন, ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করুন । আর মার্কেটের অবস্থা খুব ভালো ভাবে জানতে হলে আপনি ডেমো ট্রেড করতে পারেন । এতে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান, অনুধাবন পেথে পারেন । সঠিক ভাবে ফরেক্স ট্রেড করলে ভালো উপার্জন সম্ভব ।

Zakariea
2015-07-08, 10:24 PM
আসলে ফরেক্স আপনাকে একদম প্রথম থেকে শুরু করতে হবে। প্রথমে ফরেক্স এর মুল বিষয় গুলো ভালো ভাবে শিখে নিন। তার পর ডেমো একাউন্ট খুলুন এর সাথে সাথে বিভিন্ন স্ট্রাটিজি নিয়ে পড়ালেখা করুন এবং ডেমো ট্রেডে করুন। বিভিন্ন ব্রোকার এর বোনাস সম্পর্কে খবর রাখুন।অনেক ব্রোকার ডেমো ট্রেড প্রতিযোগিতা আয়োজন করে থাকে সেই সব প্রতিযোগিতায় অংশগ্রহন করুন। সবসময় নিজেকে আপডেট রাখুন কারন ফরেক্স শেখার কোনো শেষ নেই। সততা এবং ধৈর্জ নিয়ে কাজ করলে সাফল্য আসবেই। লোভ থেকে দুরে থাকার চেষ্টা করুন।

bijoy121
2015-07-08, 10:40 PM
ফরেক্স শুরু করার পুর্বে আপনাকে একজন অভিজ্ঞ লোক এর সাহায্য নিতে হবে|আর ফরেক্স সম্পর্কে ভালোভাবে জান্তে হবে|মনে রাখতে হবে ফরেক্স এ লাভ লস উভয়ই হতে পারে|

shakawath
2015-10-23, 11:08 AM
আগে এই ফোরামের পোস্টগুলো আলভাবে ধৈর্য ধরে পরুন। পড়তে বিরক্ত লাগবে, কিন্তু পড়ুন তারপরও। একসময় জানার আগ্রহটা বাড়বে। প্রয়োজনে আপনার সমস্যা সিনিয়রদদের জানিয়ে পোস্ট করুন। বাংলা ফরেক্স সাইটগুলো নিয়মিত ভিজিট করুন। বেশি করে ডেমো ট্রেড করুন। অন্তত ৪-৬ মাস। এনালাইসিস কি। আর এতে লাভ কি তা জানুন। বেশি বেশি এনালাইসিস করুন। হোক ভুল তবুও করুন।

AbuRaihan
2015-10-23, 11:22 AM
একজন নতুন ট্রেডারের জন্য ফরেক্স মার্কেটে প্রথমদিকে অনেক ধরনের সমস্য ফেস করতে হয় । আমি নিজেও এই ধরনের সমস্যই পড়ি । তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে এগিয়ে যাওয়ার জন্য সঠিক গাইডলাইন প্রয়োজন । আপনার ফরেক্স শুরু করতে হবে ফরেক্স এর উপর বেসিক ধারণা নেওয়ার মাধ্যমে এবং প্রাথমিক ও মূল বিষয়গুলোকে যথার্থভাবে আয়্ত্ত করতে হবে । এতে করে আপনি একজন মানসম্পন্ন ট্রেডার হিসেবে গড়ে উ্ঠতে পারবেন । এ ক্ষেত্রে সঠিক গাইডলাইনের জন্য আপনি চাইলে একজন অভিজ্ঞ ট্রেডারকে আপনার ফরেক্স গুরু হিসেবে রাখতে পারেন ।

M M RABIUL ISLAM
2015-11-22, 08:53 PM
আপনি জেকন ফরেক্স শিক্ষা প্রতিষ্ঠান এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানতে পারবেন। এছাড়া আপনি ইন্টারনেট এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানতে পারবেন। তারপর আপনি আগে ফরেক্স এর ডীমু একাউন্ট এ ট্রেড করে ফরেক্স মার্কেট এ এক্সপার্ট হয়ে তারপর রিয়েল একাউন্ট এ ট্রেড কোরতে পারবেন ।

Marufa
2015-11-22, 09:02 PM
ফরেক্স ট্রেডিং শুরু করার পূর্বে ফরেক্স এর বেসিক সম্পর্কে জানতে হবে । তারপর ডেমো একাউন্ট করে কয়েকমাস প্রাকটিস করে বাস্তব মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে । ইনভেস্ট করার বিষয়ে একটি ব্যাপারে লক্ষ্য রাখতে হবে, প্রথমেই বড় এমাউন্ট ইনভেস্ট না করে একেবারে ছোট এমাউন্ট দিয়ে শুরু করা উচিৎ ।

MD SHAKHAWAT HOSSAIN
2015-11-22, 09:33 PM
যারা ফরেক্স এ কাজ করতে চান তাদের জন্য ভাল হয় আগে থেকে ফরেক্স সপম্পরকে ভাল করে জানা। ওয়েব সাইট তেকে ফরেস্ক এর উপর বিভিন্ন টপিকস নিয়ে পরা লেখা করা।আমার মতে যে কোন একটি বিষয় নিয়ে কাজ শুরু করেন নিজেই বুঝে যাবেনিআপনাকে কোন কোনটা শিখতে হবে কাজ করার জন্য ।

palash
2015-11-22, 11:11 PM
ফরেক্স শুরু কোরতে হলে আগে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জানতে হবে তারপর আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হবে।ফোরেক্স শুরু যারা করেছেন তাদের জন্য প্রথম পরামর্শ হলো তারা যেনো ভালো করে অ্যানালাই সিস করা শেখে এবং মার্কেটে ইন করার পূর্বে কিছু দিন ডেমো করে এর পাশাপাশি বেশ কিছু দিন ধরে কোন নির্দিষ্ট স্ট্রাটেজি নিয়ে অ্যানালাইসিস করে তার পর ধীরে ধীরে রিয়েল মার্কেটে ইনকরে।

amdad123
2015-11-22, 11:25 PM
আপনি যেহেতু ফরেক্সে নতুন, তাই আপনার উচিৎ আগে ফরেক্স কি, কিভাবে ফরেক্সের লেনদেন হয়, কেন হয়, এইসব প্রশ্নগুলো মাথায় রেখে ফরেক্সের ভিবিন্ন বাংলা সাইটগুলো পড়েন । এবং এর পাশাপাশি ফোরামের ভিবিন্ন পোস্টগুলো পড়ে ফরেক্সের বেসিক ধারনাগুলো নেন, এভাবে বেশ কিছুদিন পড়ার পর যে কোন ব্রোকারে একটি ডেমো একাউন্ত খুলে ডেমো ট্রেড করতে থাকুন । দেখবেন একটা সময় আসবে আপনি রিয়েল ট্রেড করার উপযুক্ত হয়ে উঠেছেন ।

mukter
2015-11-23, 12:04 AM
ফরেক্স শুরু করার পুর্বে আপনাকে একজন অভিজ্ঞ লোক এর সাহায্য নিতে হবে|আর ফরেক্স সম্পর্কে ভালোভাবে জান্তে হবে|মনে রাখতে হবে ফরেক্স এ লাভ লস উভয়ই হতে পারে|

WALID HASAN
2015-11-23, 12:22 AM
ওয়েব সাইট তেকে ফরেস্ক এর উপর বিভিন্ন টপিকস নিয়ে পরা লেখা করা। আর ফরেস্ক এর ডেমো হিসাবে বেশি বেশি তেরেদ ক্রা। এতে অভিজ্ঞতা অরজন এর পাশাপাশি ফরেস্ক এ কি করলে লস হয় / কি করলে লাভ হয় সব বিষয়ে জানা হয়ে যাবে।

iqbalearth
2015-11-23, 01:12 AM
ফরেক্স শুরু কোরতে হলে আগে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জানতে হবে তারপর আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হবে। আপনি জেকন ফরেক্স শিক্ষা প্রতিষ্ঠান এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানতে পারবেন। এছাড়া আপনি ইন্টারনেট এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানতে পারবেন। তারপর আপনি আগে ফরেক্স এর ডীমু একাউন্ট এ ট্রেড করে ফরেক্স মার্কেট এ এক্সপার্ট হয়ে তারপর রিয়েল একাউন্ট এ ট্রেড কোরতে পারবেন ।

Mintuhossen93
2015-11-23, 03:02 AM
আপনি যদি ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে থাকতে চান তা হলে আমি মনে করি আপনাকে অবশ্যই ভাল ফরেক্স ট্রেডিং জানতে হবে আর তার জন্য আপনাকে আগে অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ের উপর প্রশিক্ষন নিতে হবে। আপনি ফরেক্স ট্রেডিং প্রশিক্ষন সেন্টারের মাধ্যমে এটি করতে পারেন অঅর তা যদি সম্ভাব না হয় তা হলে আপনি সেক্ষেত্রে অনলাইনের সহায়তা নিতে পারেন সেখানে ফরেক্স ট্রেডিংয়ের উপর বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল পাবেন সাথে সাথে আপনাকে নিয়মিত ডেমো ট্রেডিংয়েও অনুশীলন করে যেতে হবে।

mzkhanom
2015-11-23, 11:34 AM
আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । অনলাইনে বিভিন্ন ভাবে ফরেক্স সম্পর্কে জানার ব্যবস্তা রয়েছে । মার্কেট সম্পর্কে ধারনা থাকতে হবে । ধারনা নিয়েই কাজ করতে হবে ।

Alif777
2015-11-26, 06:55 PM
আপনি রিয়েলভাবে ফরেক্সে ট্রেড শুরু করার আগে ভাল করে ফরেক্স শিখুন, বেশি বেশি ডেমো ট্রেড করুন এবং অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করুন। আর ফোরামের সাথে সবসময় থাকুন তাহলে ফরেক্স সম্মন্ধে অনেক গুরুত্বপুর্ন তথ্য জাননতে পারবেন।

Md Opu
2015-11-26, 07:17 PM
ফরেক্স শুরু করতে গেলে আগে আপনাকে জানতে হবে ফরেক্স আশলে কি আর এটা দিয়ে কি করতে হয় ? ফরেক্স আসলে একটা অনলাইন বিজনেস এখানে পৃথিবীর সবদেশের মানুষ মূদ্রা কেনা বেচা করে ।
ফরেক্স শুরু করতে হলে আপনি আগে ডেমো ট্রেড করতে হবে তারপর রিয়েল ট্রেড করতে হবে ।

HKProduction
2015-11-26, 07:24 PM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং শুরু করতে হলে আমাদের প্রথমে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা প্রয়োজন, অন্যথায় এখানে লাভের প্রত্যাশা করাটি সম্পূর্ন বোকামি।, কিন্তু বেশির ভাগ ফরেক্স ট্রেডার প্রথমে বিষয় টি নিয়ে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তিতে তারা ঠিকই বিষয়টির উপর যথেষ্ট গুরুত্ব দিতে শুরু করেন।

Md Mamun Khan
2015-11-26, 10:56 PM
যে ভাবে ফরেক্স শুরু করবো প্রথমে ফোরাম পোষ্টে কাজ করে টাকা আয় করবো। তারপর বেশী বেশী করে ডেমো প্রাকটিস করে ফরেক্স মার্কেটে ট্রেডাং করবো। মার্কেটের ওঠা সম্পর্কে জানবো তা না হলে লস হতে পারে।

golam0000
2015-11-29, 03:31 AM
আপনি ফরেক্স শুরু করবেন অনেক উত্তম আইডিয়া...কিন্তু তা করার জন্য প্রথমে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেডিং করতে হবে.সেখান থেকে আপনি বেসিক ট্রেডিং জ্ঞান অর্জন করতে পারবেন.তারপর আপনি কিভাবে ট্রেডিং করবেন তা দেসিদে কেউন.দুইভাবে ট্রেড করতে পারেন রিয়েল ডলার দিয়ে এবং বোনাস ট্রেডিং দিয়ে ...ব্যালান্স কম থাকলে বোনাস ট্রেডিং করা ভালো.

hasan019
2015-11-29, 10:06 AM
আপনি আগে ডেমো ইউজ করবেন তারপর আপনি ফরেক্স এর নিয়ম গুলা শিখতে সুরু করবেন। তারপ্র জখন আপনি রিয়েল এ আসবেন তখন আপনি ছোট ছোট লটে ট্রেড করবেন।

dinner
2015-11-29, 10:38 AM
ফরেক্স একটা ব্যবসা এটা শুরু করার আগে আপনাক ফরেক্স সম্পকে জ্ঞান অজন করতে হবে । এবং ফরেক্স মার্কেটে ইন করার পূর্বে কিছু দিন ডেমো ট্রেড করে নিন । অথবা এছাড়া বিভিন্ন অনলাইন সাইড বিড়ি পিস্ , এবং বেবিপিস্ সাইড থেকে শুরু করতে পারেন

Md . iqbal Hossain
2015-11-29, 01:55 PM
আপনি ফরেক্স শুরু করবেন অনেক উত্তম আইডিয়া...কিন্তু তা করার জন্য প্রথমে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেডিং করতে হবে.সেখান থেকে আপনি বেসিক ট্রেডিং জ্ঞান অর্জন করতে পারবেন.তারপর আপনি কিভাবে ট্রেডিং করবেন তা দেসিদে কেউন.দুইভাবে ট্রেড করতে পারেন রিয়েল ডলার দিয়ে এবং বোনাস ট্রেডিং দিয়ে

sharifulbaf
2015-11-29, 03:19 PM
প্রথম ফরেক্স সম্পরকে জানতে হবে, তার পর ফরেক্স মার্কেট একটি ডেমো একাউনট ক রতে হবে।তার প র একাউন্টস এ কিছু দিন কাজ ক রে সফ লতা আসার প র ট্রেডিং সুরু ক র তে হবে।

owalith
2015-12-04, 07:12 PM
ফরেক্স এক টি অনলাইন বিজনেস। ফরেক্স শুরু করতে হলে প্রথমেই ফরেক্স সম্পর্কে বেসিক ধারনা নিন। এজন্য আপনি গুগল ঘেটে তথ্য পাবেন। তারপর ডেমোতে কিছুদিন ট্রেড করুন। ডেমোতে অনুশীলন করলে আপনার মার্কেট সম্পর্কে ধারনা হবে, তবে এখানে ট্রেড করে আপনি প্রফিট তুলতে পারবেন না। কোন একটি বিষয় নিয়ে কাজ শুরু করেন নিজেই বুঝে যাবেনি আপনাকে কোন কোনটা শিখতে হবে কাজ করার জন্য ।

sumekus
2015-12-04, 07:30 PM
ফরেক্সকে পেশা হিসাবে গ্রহন করতে চাইলে আগে কিছুদিন ধরে প্রফিট/লাভের কথা বাদ দিয়ে ডেমো ট্রেড করে নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে নিন। ঠিক মত এখানে কাজ করলে অবশ্যই এই কাজে সাফল্য অর্জন করা যায়। অনুশীলন ও পরিশ্রম এর দ্বারা ফরেক্স এ সাফল্য অর্জন করা যায়।

majidiqbal
2015-12-05, 12:26 AM
ফরেক্স শুরু করার জন্য যাযা করা দরকার:
# ফরেক্স সম্পর্কে বেসিক ধারনা নিন।
# ডেমোতে অনুশীলন করুণ এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে নিন। ।
# প্রচুর পরিমানে পড়াশুনা করুণ ফরেক্সনিয়ে।

ShariyarSojib
2015-12-05, 07:34 PM
আমি ইন্ডিকেটর এর বেপারে জানতে চাই

ShariyarSojib
2015-12-05, 07:38 PM
ট্রেডিং এর জন্য কোন ধরনের এণালাইছিস গুরুত্যপূর্ন ?

tonmoy7
2015-12-05, 11:27 PM
কাজ করতে গেলে সেটা সম্পর্কে আগে থেকে ধারনা নেওয়া ভাল। তাই যারা ফরেক্স এ কাজ করতে চান তাদের জন্য ভাল হয় আগে থেকে ফরেক্স সম্পর্কে ভাল করে জানা।সবার প্রথমে আপনি ফরেক্স সম্পর্কে যদি আপনার পরিচিত কোন বড় ভাই থাকে তার পরামর্শ নিতে পারেন এছাড়া বিভিন্ন অনলাইন সাইড বিডি পিপস সাইট থেকে শুরু করতে পারেন ।

Mdalam
2015-12-10, 07:08 PM
ফরেক্স শুরু করার আগে প্রথমে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স ট্রেডিং সম্পর্কে দক্ষতা হতে হবে। ফরেক্স শুরু করার আগে আপনাকে ফরেক্স ট্রেডিং করার জন্য মার্কেট এনালাইসিস করতে হবে।

lima1
2015-12-24, 10:37 PM
ফরেক্স সুরু করার জন্য ফরেক্স সম্পরকে আগে প্রথমে জানতে হবে ফরেক্স সম্পরকে শিখতে হবে তারপর ফরেক্স মার্কেট কাজ করা যাবে তাই ফরেক্স মার্কেটে কাজ করার জন্য প্রথমে ফরেক্স সম্পরকে অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে ফরক্স মার্কেটে কাজ করা যাবে বা ফরেক্স মার্কেটে ট্রেড করা যাবে ।

basaki
2016-01-15, 07:42 AM
আমার মতে একজন ব্যক্তি ফরেক্স মার্কেটে যদি ট্রেড করতে চায় তবে তার আগে ছয় থেকে সাত মাস ডেমো ট্রেড করে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করেই তবে ফরেক্স মার্কেটে আগমন করতে হবে। নাহলে দেখা যাবে তার লাভতো দুরের কথা লস দিয়েই হোস পাবেনা। তাই আমি বলি আগে ফরেক্স শিখেন পরে ট্রেডিং।

Realifat
2016-01-15, 07:49 AM
ফরেক্সে আপনি নতুন হলে অবশ্যই ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে ট্রেডিং শুরু করবেন। এজন্য সর্বপ্রথম আপনাকে ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে। এবং এরপর ডেমোতে সিরিয়াসভাবে ট্রেডিং করে ফরেক্স ট্রেডিং শিখতে হবে । এভাবে ট্রেডিং শিখলে আপনি নিজেই বুঝতে পারবেন কি করতে হবে আর কি করা যাবেনা।

Sahed
2016-01-15, 10:33 AM
ফরেক্স আমার মতে অনেক জটিল একটি ব্যবসা । তাই ফরেক্স মার্কেটে আসার আগে আপনাকে প্রশিক্ষন গ্রহন গুরুত্বপূর্ণ বলে মনে করি॥ তাছাড়া আপনার পরিচিত কেউ থাকলে তার কাছ থেকে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা নিতে পারেন । তারপর কমপক্ষে ১ বছর ডেমো প্রাকটিস এবং পড়াশুনা প্রয়োজন বলে আমি মনে করি । আর এই ডেমো প্রাকটিস আপনাকে অভিজ্ঞতা *অর্জনে সহায়তা করবে । ধন্যবাদ ॥

mmlm
2016-01-15, 11:33 AM
ফ*রেক্স প্রথম প্রথম নি*জে কে খারাপ লাগ*বে কেননা শুরু টা খুব কষ্টর ম*ধ্যে যা*বে। তারপর ধি*রে ধি*রে কাজ কর*তে কর*তে যখন কা*জের দক্ষ হ*য়ে যা*বে তখন তার কা*জের গ*তি এ*নস যায় এরপর কাজ এর প*তি ম*নো*যোগ আ*সে।

oviice
2016-01-15, 12:14 PM
ফরেক্স সুরু করার জন্য ফরেক্স সম্পরকে আগে প্রথমে জানতে হবে ফরেক্স সম্পরকে শিখতে হবে তারপর ফরেক্স মার্কেট কাজ করা যাবে
তাই ফরেক্স মার্কেটে কাজ করার জন্য প্রথমে ফরেক্স সম্পরকে অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে ফরক্স মার্কেটে কাজ করা যাবে বা ফরেক্স মার্কেটে ট্রেড করা যাবে ।

Md Akter Hossain
2016-01-15, 01:10 PM
ফরেক্স শুরু করার আগে ফরেক্স সম্পর্কে আগে ভালোভাবে জানুন । আগেই বলে নিচ্ছি ভাই ফরেক্স কিনতু মোটেও সহজ নয় । এখানে প্রচুর মুনাফা করার যেমন সুযোগ আছে তেমনি আবার মূলধন হারানোরও সম্ভাবনা রয়েছে । তবে যদি আপনি রিক্স ও ফরেক্স শিখতে একান্তই আগ্যহী তাহলে আপনাকে এই পেশায় স্বাগতম ।

Selim BU
2016-01-15, 02:19 PM
ফরেক্স যদি শুরু করতে চান তবে প্রথমেই আপনাকে ফরেক্স সম্পর্কে বেসিক ক্লিয়ার করতে হবে। তারপর কিছুদিন ফরেক্সে ডেমো ট্রেডিং করবেন। মনে রাখবেন ডেমো ট্রেডিংই হলো ফরেক্স শেখার সবচেয়ে বড় প্লাটফর্ম। তারপর আস্তে আস্তে রিয়েল ট্রেডের দিকে ঝুকবেন।

RUBEL MIAH
2016-02-27, 10:16 PM
ফরেক্স শুরু করার আগে অবশ্যই আপনাকে ফরেক্স স্কুল নিয়ে বিশ্লেষন করতে হবে । যে যত বেশী ফরেক্স ব্যবসা শুরু করার আগে এই ফরেক্স স্কুল নিয়ে অনুুশীলন করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।

nitta
2016-02-27, 10:20 PM
ফরেক্স ফোরামে পোস্ট করা দিয়া আপনি ফরেক্স মার্কেটে কাজ শুরু করতে পারেন । আপনি যদি ফরেক্স মার্কেটে কাজ কাজ শুরু করতে পারেন তাইলে আপনি অনেক ভাল কিছু করতে পারেন । তাই আমি মনে করি আপনি প্রথমে ফরেক্স মার্কেটে ফোরামে পোস্ট করা দিয়ে কাজ শুরু করতে পারেন ।

fatemaakhter
2016-02-27, 10:27 PM
আপনি যদি ফরেক্স সত্যিই করতে চান তাহলে আগে এটা সম্পরকে বিস্তারিত জানার চেষ্টা করেন ।কারন এটা খুবই ঝুঁকিপূর্ণ ব্যবসা ।তবে আপনার যদি আত্ন বিশ্বাস থাকে তাহলে আগে ডেমোতে ট্রেড করুন ।নিজেকে দক্ষ করে তুলুন তারপর রিয়েল ট্রেড করবেন ।

nitta
2016-02-27, 10:31 PM
আমি ফরেক্স শুরু করছি ফরেক্স ফোরামে পোস্ট করা দিয়া আপনারা ফরেক্স শুরু করতে পারেন ফরেক্স ফোরামে পোস্ট করা দিয়া । আমি যখন ফোরামে পোস্ট করা শুরু করি তার পর থেকে আমি আছতে আছতে ফরেক্স কে জানতে শুরু করতে লাগলাম এই ভাবে আমি ফরেক্স কে জানতে পারলাম । আমি এই ভাবে ফরেক্স শুরু করলাম ।

Vision
2016-02-27, 11:10 PM
আমি একজন নতুন ট্রেডার মাত্র অল্প কিছুদিন আগেই ফরেক্স শুরু করছি । আর সে জন্য আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে পরামর্শ দিতে পারি যে আাপনি ফরেক্স যদি সত্যিকার অর্থেই শুরু করতে চান তবে আপনাকে অবশ্যই কিছু প্রশ্নের সামনে দাড়িয়ে সেগুলোর যথার্থ উত্তর দিতে হবে । আর তা হল আপনি কি ফরেক্স *শুধু টাকা ইনকাম করার জন্য করবেন নাকি দীর্ঘ সময় ধরে একজন ট্রেডার হিসেবে ব্যবসা করার জন্য করবেন ? আপনি কি লোভ থেকে নিজেকে নিয়ন্ত্রন করতে পারবেন ? এভাবে নিজেকে মূল্যয়ন করেই ফরেক্স মার্কেটে আসলে অনেক উপকৃত হবেন ।

real80
2016-02-28, 12:09 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করতে হলে আপনাকে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে হবে। কোন টার্মের মানে কি তা আপনাকে বুঝতে হবে। চার্ট এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, টাইম্ফ্রেমের মতন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিস্কার ধারণা রাখতে হবে। তারপর প্রচুর পরিমানে ডেমো ট্রেডিং করতে হবে কারন ডেমো ট্রেডিং একজন নতুন ট্রেডারের অভিজ্ঞতা অর্জনের একমাত্র পথ। যে অভিজ্ঞতা একজন নতুন ট্রেডারকে সফল ও অভিজ্ঞ ট্রেডারে পরিনত করে।

udaydebnath
2016-11-06, 07:50 PM
ফরেক্স শুরু করতে হলে আগে আপনাকে ফরেক্স ভাল করে জানতে হবে। এজন্য ভাল কোন ট্রেডারের সাথে আলাপ করতে পারেন।তার সাথে থেকে শিখতে পারেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে ভাল কোন ট্রেনিং সেন্টারে প্রশিক্ষন নিতে পারেন। সেটাও সম্ভব না হলে গুগল, ইউটিউব, ওয়েবসাইট, ব্লগসাইট ভিজিট করে জানতে পারবেন।

udaydebnath
2016-11-06, 07:55 PM
ফরেক্স শুরু করতে হলে আগে আপনাকে ফরেক্স ভাল করে জানতে হবে। এজন্য ভাল কোন ট্রেডারের সাথে আলাপ করতে পারেন।তার সাথে থেকে শিখতে পারেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে ভাল কোন ট্রেনিং সেন্টারে প্রশিক্ষন নিতে পারেন। সেটাও সম্ভব না হলে গুগল, ইউটিউব, ওয়েবসাইট, ব্লগসাইট ভিজিট করে জানতে পারবেন।

sohrab
2016-11-06, 08:19 PM
ফরেক্স শুরু করতে হলে আগে ফরেক্স সম্পর্কে জানুন এবং শিখুন । ফরেক্স যতবেশী জেনে বুঝে দক্ষতার সাথে করবেন ততই লাভের সম্ববনা না আছে। আপনার যদি কোন পুজি না থাকে তাহলে ফোরাম পোষ্টং করে বোনাস হিসেবে যে ডলার পাবেন তাদিয়ে ট্রেড করতে পারবেন ।তবে প্রথমেই রিয়ল ট্রেড না করে আগে ডেমোতে অনুশীলন করুন ।

Competitor
2016-12-10, 06:44 PM
শুুরু করার ই্চ্চা থাকেলে এই মুহুর্তেই শুরু করে দিন । কেননা ভালো কিছু শুরু করার জন্য সবচেয়ে কার্যকরী সময় হলো এই মুহুর্তটাই । আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে প্রতিটা ট্রেডিং আমাদের নিকট সমানভাবে গুরুত্বপুর্ণ । তাই বেশি চিন্তা ভাবনা না করেই ডেমো একটা একাউন্ট খুলে সহজেই আপনি ট্রেডিং শুরু করে দিতে পারেন । ফরেক্সে ট্রেডিং এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিজের ইচ্ছ ।

Fazlul
2016-12-10, 06:56 PM
ফরেক্স শুরু করতে হলে আগে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জানতে হবে তারপর আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে। আপনি যেকোনো ফরেক্স শিক্ষা প্রতিষ্ঠানে বা অনলাইনে, ফরেক্স বিষয়ে বই এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানতে পারবেন। তারপর আপনি আগে ফরেক্স মাকেট আনালাইসিস করে ফরেক্স মার্কেট এ এক্সপার্ট হয়ে তারপর রিয়েল একাউন্ট এ ট্রেড কোরতে পারবেন ।

vampire
2016-12-10, 07:26 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ বান হতে গেলে আগে দরকার লোভ পরিত্যাগ করা।আপনি যদি ফরেক্স মার্কী নিজের লোভ পরিত্যাগ করতে পারেন তাহলে একদিন ঠিকই সফল হতে পারবেন।সঠিকভাবে মানি ম্যানেজম্যান্ট করে ট্রেড ওপেন করতে হবে।আর মিনিমাম ৪ মাস ডেমো একাউন্টে প্রাকটিস করতে হবে।

Skfarid
2016-12-12, 03:28 PM
ফরেক্স মার্কেটে নতুনদের ব্যাবসা করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জানতে হবে। তা না হলে ফরেক্স মার্কেটে টিকিয়ে থাকা অনেক কঠিন হয়ে যাবে। বিশেষ করে আপনাকে জানতে হবে কি ভাবে একজন ভাল ট্রেডার হওয়া যায়, মানি ম্যানেজমেন্ট, এনালাইসিস, লট বা ভলিওম, পিপ বা পিপস ইত্যাদি। এসব জানার মাধ্যমে একজন অভিজ্ঞ ও দক্ষত ট্রেডার হতে হবে।

ONLINE IT
2016-12-12, 04:36 PM
ফরেক্স শুরু করতে হলে আপনাকে তেমন কিছুই করতে হবে না। আপনার প্রয়োজন শুধু ইন্টারনেট সংযোজিত একটি কম্পিউটার। আপনার যদি ইন্টারনের সংযোজিত কম্পিউটার থেকে থাকে তাহলে আপনি ইনেস্টা ফরেক্স সাইট হতে তাদের প্লাট ফর্ম ডাউনলোড করে ফরেক্স শুরু করতে পারেন। প্রথমে আপনি একটি ডেমো এ্যাকাউন্ট করুন। কিভাবে বাই সেল করতে হয় তা শিখুন। এর জন্য প্রয়োজনে গুগলের সাহায্য নিন। কখন বাই সেল করতে হবে সে বিষয়ে আপনার পর্যাপ্ত ধারনা নিতে হবে।

pkboy
2016-12-12, 04:43 PM
ফরেক্স ব্যবসা করতে চাইলে প্রথমেই ফরেক্স
সম্পর্কে বেসিক ধারনা নিন। এজন্য
আপনি গুগল ঘেটে তথ্য পাবেন। তারপর
ডেমোতে কিছুদিন ট্রেড করুন।
ডেমোতে অনুশীলন করলে আপনার
মার্কেট সম্পর্কে ধারনা হবে, তবে
এখানে ট্রেড করে আপনি প্রফিট
তুলতে পারবেন না। কারন এটা শুধু
আপনার শেখার জন্য। পরে আপনি
রিয়েল একাউন্টে ডলার ডিপোজিট
করে ট্রেড করতে পারেন।

spd
2016-12-12, 05:04 PM
ভাই ফরেক্স মার্কেট শুরু করতে হলে আগে আপনার ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে তারপর মার্কেত নিয়ে ভাবতে হবে আপনি মার্কেটে কাজ করতে পারবেন কিনা।কারন বেশিরভাগ ট্রেদার ফরেক্স মার্কেটে এসে লোভ করে আর এই লোভের কারনে নিজের ইনভেস্ট হারিয়ে বারি চলে যাই।ফরেক্স মার্কেটে কাজ করতে হলে ডেমো একাউণতে ভাল করে কাজ করতে হবে।

spd
2016-12-12, 07:36 PM
ফরেক্স মার্কেটে নতুন হলে আপনার করনিয়-
১।ডেমো একাউন্টে ৬ মাস ধরে প্রাকটিস করা
২।মার্কেট এনালাইসিস শেখা
৩।বাংলা ফোরামের সাথে যুক্ত থাকা
৪।মানি ম্যানেজম্যান্ট করে ট্রেড ওপেন করা।

nazib72
2016-12-13, 11:55 AM
ফরেক্স ট্রেড করতে হলে প্রথমত ফরেক্স কী জানতে হবে ফরে সম্পর্কে বেসিক ধারনা অর্জন করতে হবে তারপর ডেমো একাউন্ট খুলে ডেমো ট্রেড করতে হবে ডেমো ট্রেডিং থেকে অনেক ভালো অভিজ্ঞতা হয়। তারপর আপনি ইনভেস্ট করে ট্রেড করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ধৈর্য্য নিয়ে লোভ নিতন্ত্রন রেখে ট্রেড করতে হবে।

the viper
2016-12-14, 06:12 PM
ফরেক্স শুরু করতে হলে আগে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জানতে হবে তারপর আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হবে। আপনি যেকোন ফরেক্স শিক্ষা প্রতিষ্ঠান এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানতে পারবেন। এছাড়া আপনি ইন্টারনেট এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানতে পারবেন।

ucall
2017-02-04, 05:05 PM
আমার পরামর্শ হলো ফরেক্স শুরু করতে হলে প্রথমেই ফরেক্স সম্পর্কে বেসিক ধারনা নিন। এজন্য আপনি গুগল ঘেটে তথ্য পাবেন। তারপর ডেমোতে কিছুদিন ট্রেড করুন। ডেমোতে অনুশীলন করলে আপনার মার্কেট সম্পর্কে ধারনা হবে, তবে এখানে ট্রেড করে আপনি প্রফিট তুলতে পারবেন না। কারন এটা শুধু আপনার শেখার জন্য। পরে আপনি রিয়েল একাউন্টে ডলার ডিপোজিট করে ট্রেড করতে পারেন।

shohanjacksion
2017-02-04, 05:35 PM
ফরেক্স এ সফলতার জন্য চরম সত্য কথা বলেছেন। কিন্তু আপনি বা আমি বা অনেকেই এই সত্যগুলো জেনেও নিজেদেরকে শৃঙ্খলায় বন্ধি করতে পারছিনা। সর্বোপরি, আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে সফলতার জন্য অভিজ্ঞতাই হলো সবচেয়ে বড় হাতিয়ার।

Mamun13
2017-02-04, 10:14 PM
দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷

riponinsta
2017-02-05, 11:27 AM
আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করতে চাইলে আপনাকে প্রথম এ ফরেক্স মার্কেট এর বেসিক ব্যাপার গুল বুঝে পরেন তার পর আপনি একটা ভাল ট্রেডিং সিস্টেম নিয়ে ডেমো ট্রেড শুরু করেন ৩ মাস থেকে ৬ মাস ডেমো ট্রেড করলে আপনি যদি সেই ট্রেডিং সিস্টেম দিয়ে ভাল লাভ করতে পারেন তা হলে আপনি ডিপোজিট করে রিয়েল ট্রেড করতে থাকুন দেখবেন আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ডলার লাভ করছেন এই ভাবে আপনার ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করা উচিত

siddiquecec
2017-02-05, 12:00 PM
ডেমো ট্রেড দিয়ে ফরেক্স শুরু করতে হবে। এবং ভাল কোন ফরেক্স ট্রেডার বাংলাদেশি হলে ভাল হয় তাদের সাথে শেয়ার করবেন পরামর্শ করবেন এবং কিছুটা অভিজ্তা তাদের কাছ থেকে নিবেন যা আপনার কাজে লাগে। এভাবেই শুরু করবেন এবং ধৈর্য হারা চলবে না।

Sh sami
2017-06-26, 01:30 PM
ফরেক্স শুরু করতে আপনার উচিত ফরেক্স সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করা এবং ফরেক্স এর নিয়ম কারুন সহ সব কিছু ভাল ভাবে জানা ও বুঝা। আপনাকে প্রতিনিয়ত ফবেক্স সম্পকে নতুন নতুন তথ্য সংগ্রহ করতে হবে। যেহেতু ফরেক্স আন্তজাতিক মুদ্রা বাজার তাই এটা প্রতিনিয়ত পরিবর্তন শীল। তাই পরিবর্তনের বিষয় গুলো খেয়াল করতে হবে। আপনি প্রথম ডেমু একাউন্ট দিয়ে শুরু করতে পারেন। এতে নিজেকে ট্রেডিং এর জন্য দক্ষ করে তুলা যায়।

expkhaled
2017-10-21, 12:17 PM
প্রথমে জানতে হবে ফরেক্স কি? এবং কিভাবে এটাতে লাভ করা যায়। তার পর পড়ালেখা করতে হবে নেট এ প্রতিদিন একটু একটু করে সময় দিয়ে জানতে হবে কিভাবে মার্কেট এনালিসিস করতে হয়। ডেমো ট্রেড করতে হবে অন্তত ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত। ফরেক্স এ ট্রেড করতে হলে প্রথমত র্ধৈঝ্য প্রয়োজন, লোভ থাকা চলবে না, প্রচুর পরিমানে স্টাডি করার মনোভাব থাকলে তাহলে অাপনি ফরেক্স এ লাভবান হতে পারবেন।