PDA

View Full Version : আমি এ্যান্ট্রি দিলেই মার্কেট বিপরীতে বাধাহীনভাবে ছুটতেই থাকে !! কপাল নাকি এ্যানালাইসিস ???



mahmudfx84
2020-08-04, 10:24 AM
মার্কেট নিয়ে এ্যানালাইসিস করে ট্রেড নেওয়ার প্রস্তুতি নিচ্ছি, ভালই ধীরে ধীরে মুভ করছে মার্কেট । সব কিছু বুঝে শুনে দিলাম এ্যান্ট্রি , আমি এ্যান্ট্রি দেওয়া মাত্রই মার্কেট নড়েচড়ে বসলো - প্রস্তুতি নিলো আমার প্রতিকূলে মার্কেট রান করার।ভাবতে ভাবতে ৫০ডলার বা ১০০ডলার নেই বা তার চেয়ে কম-বেশী। মনে হয়, সমস্যা কোথায় - এতক্ষণ চুপচাপ ছিল, আমি এ্যান্ট্রি দিলাম আর মার্কেট বিপরীতে ছুটলো , কেন অনুকূলেও তো ছুটতে পারতো। তখন হয়ত আমরা অনেকেই বলি - আসলে আমার কপালই খারাপ ! কিন্তু যারা ভাল ট্রেডার তারা হয়ত বলবে - এখানে এ্যানালাইসিসে সমস্যা ছিল । আমার ও তাই মনে হয়। আপনারা কী বলবেন ? ধন্যবাদ।



:swim::1f339: "Life is short but Art is long" :profit:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821

Smd
2020-08-04, 10:29 AM
আমার ক্ষেত্রে একই সমস্যা হয়।যখন টেড করি তখন মার্কেট উল্টো দিকে মুভ করে ব্যালেন্স শেষ করে বা SL point heat করে মার্কেট আবার নেমে আসে।

rakib.r
2020-08-04, 08:57 PM
আমি যত দিন যাবত ফরেক্স মার্কেটে আছি আমার একটুও মনে হয়নি যে ফরেক্সে লাভ করতে গেলে আসলে কপালের দরকার আছে। আমার সব সময় মনে হয়েছে যে ফরেক্সে প্রফিট করতে গেলে আমাদের দরকার ভালো ভাবে এনালাইজ করা। টেকনিক্যাল এনালাইজ, ফান্ডামেন্টাল এনালাইজ আর সেন্টিমেন্টাল এনালাইজ এই তিনটা এনালাইজের কম্বিনেশন ঠিক ভাবে করতে পারলে তবেই একটা ট্রেড সফল হবার সম্ভবনা থাকে। অনেক সময় মার্কেট অনেক সময় ধরে এক দিকে মুভ করতেছে দেখে ট্রেড নেয়ার পর ই মার্কেট আবার উল্টো চলতে শুরু করে। এখানে আসলে সেন্টিমেন্টাল এনালাইজ টা ঠিক ভাবে বুঝতে হবে। ব্রোকার অনেক সময় ফলস মুভমেন্ট ক্রিয়েট করে দেয় যা আমরা সাধারন ট্রেডাররা বুঝতেই পারি না। তাই আমাদের তিন টা এনালাইজ ই করতে হবে যাতে সুন্দর একটি ট্রেড নিতে পারি

K.K.BABY
2020-08-05, 08:29 AM
ভাইয়া আসলেই আমরা এখনো পারফেক্ট ট্রেডার হতে পারিনি।যারা খুব ভালো ট্রেডার তারা মার্কেট এনালাইসিস করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।কিন্তু আপনি আমি ফরেক্স মার্কেটে কতোদিন আছি? তাই আমাদেরকে ধৈর্য হারালে হবেনা।আমাদের যতো বেশি ভুল হবে ততো বেশি ফরেক্স সম্পর্কে শিখতে পারবো।তাই আমাদের উচিত বেশি বেশি অনুশীলন করে নিজের দক্ষতা বৃদ্ধি করা।তাহলে একটা সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবো।

Shole33
2020-08-05, 08:39 AM
আমি এ্যান্ট্রি দিলেই মার্কেট বিপরীতে বাধাহীনভাবে ছুটতেই থাকে !! কপাল নাকি এ্যানালাইসিস ???
আমি যত দিন যাবত ফরেক্স মার্কেটে আছি আমার একটুও মনে হয়নি যে ফরেক্সে লাভ করতে গেলে আসলে কপালের দরকার আছে। আমার সব সময় মনে হয়েছে যে ফরেক্সে প্রফিট করতে গেলে আমাদের দরকার ভালো ভাবে এনালাইজ করা। টেকনিক্যাল এনালাইজ, ফান্ডামেন্টাল এনালাইজ আর সেন্টিমেন্টাল এনালাইজ এই তিনটা এনালাইজের কম্বিনেশন ঠিক ভাবে করতে পারলে তবেই একটা ট্রেড সফল হবার সম্ভবনা থাকে। অনেক সময় মার্কেট অনেক সময় ধরে এক দিকে মুভ করতেছে দেখে ট্রেড নেয়ার পর ই মার্কেট আবার উল্টো চলতে শুরু করে। এখানে আসলে সেন্টিমেন্টাল এনালাইজ টা ঠিক ভাবে বুঝতে হবে। ব্রোকার অনেক সময় ফলস মুভমেন্ট ক্রিয়েট করে দেয় যা আমরা সাধারন ট্রেডাররা বুঝতেই পারি না। তাই আমাদের তিন টা এনালাইজ ই করতে হবে যাতে সুন্দর একটি ট্রেড নিতে পারি
এই বার্তার তরিৎ উত্তর দিন উদ্ধৃতি দিয়ে উত্তর দিন ।
Life is short but art is long