PDA

View Full Version : সর্বনিম্ন কত ব্যালেন্স দিয়ে সর্বোচ্চ কত ইনকাম ??? বাস্তব অভিজ্ঞতা থেকে !!!



mahmudfx84
2020-08-06, 10:59 AM
ফরেক্স ট্রেডিংয়ে প্রায় ১০বছর জড়িত। এই দীর্ঘ্যসময়ে অসংখ্যবার ব্যালেন্স যেমন জিরো হয়েছে তেমনি অনেকবার অল্প ব্যালেন্স দিয়েও ভাল প্রফিট করার প্রেরণামূলক ঘটনাও আছে। সেগুলো মাঝে মাঝে মনে হলে বেশ উৎসাহ পায়, প্রাণ ও সাহস ফিরে পায় যে, পরিকল্পিত ট্রেড করলে ভাল প্রফিট করাও সম্ভব। যেমন এই সপ্তাহেই কোন একদিন ১ডলারের নীচে হঠাৎ ব্যালেন্স চলে আসলেও আবার আল্লাহর রহমতে সেটা অল্প সময়ের ব্যবধানে ১২০ডলার ক্রস করে যায়। সেই ব্যালেন্স দিয়ে এখনো ট্রেড করছি। আরেকবার ৫০ডলার দিয়ে ৫০০ডলার ক্রস করে। কিন্তু দু:খজনক হলেও সত্য সেই ব্যালেন্স বেশ কয়েকদিনে জিরো হয়ে যায়। কোন ভাবেই ধরে রাখতে পারিনি। এজন্য আমার মাঝে মাঝে মনে হয় প্রফিট করা খুব একটা কঠিন নয় ফরেক্সে। সবচেয়ে কঠিন হলো ব্যালেন্স ধরে রাখা । তাই আমাদের উচিত ফরেক্স জানার পাশাপাশি নিয়ম মেনে ট্রেড করা তাহলে ব্যালেন্স হারানোর সম্ভাবনা খুবই কম। প্রিয় ফোরাম সদস্য ভাইদের অভিজ্ঞতার আলোকে মতামত আশা করি। ধন্যবাদ।



:1f332: "Life is short but Art is long" :1f339:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821

rakib.r
2020-08-09, 08:38 PM
আমি একটা জিনিস খুব ভালো ভাবেই বুঝতে পারছি যে যা খুব জলদি আসে তা খুব জলদি আবার হারিয়েও যায় । যখন অল্প ব্যালেন্স দিয়ে বেশি প্রফিট আসে সেটাকে আসলে সে ভাবেই রেখে দেয়া উচিৎ আর সেই সুযোগ টা একবার গ্রহন করে ঐ পথে পা না বাড়ানোই ভালো। কারন যখন মানুষ পাওয়া শুরু করে তখঅন ভেতরে লোভ জন্মে যায় যা আমরা নিজেরাও বুঝতে পারি না আর নিজেদের অজান্তেই আবারো বেশি লাভের আশায় ট্রেড নিয়ে ব্যালেন্স শূন্য করে ফেলি।
আমার কাছে কম ব্যালেন্সে বেশি প্রফিট করতে চাওয়া টা বোকামি ছাড়া আর কিছুই মনে হয় না সেই সাথে আমি বলবো বেশি ব্যালেন্স থাকলেও কম প্রফিট ই করা উচিৎ তাহলে লস হবার সম্ভবনাও কম ই থাকবে

EmonFX
2021-08-30, 10:36 AM
ফরেক্স ট্রেডিংয়ে প্রায় ১০বছর জড়িত। এই দীর্ঘ্যসময়ে অসংখ্যবার ব্যালেন্স যেমন জিরো হয়েছে তেমনি অনেকবার অল্প ব্যালেন্স দিয়েও ভাল প্রফিট করার প্রেরণামূলক ঘটনাও আছে। সেগুলো মাঝে মাঝে মনে হলে বেশ উৎসাহ পায়, প্রাণ ও সাহস ফিরে পায় যে, পরিকল্পিত ট্রেড করলে ভাল প্রফিট করাও সম্ভব। যেমন এই সপ্তাহেই কোন একদিন ১ডলারের নীচে হঠাৎ ব্যালেন্স চলে আসলেও আবার আল্লাহর রহমতে সেটা অল্প সময়ের ব্যবধানে ১২০ডলার ক্রস করে যায়। সেই ব্যালেন্স দিয়ে এখনো ট্রেড করছি। আরেকবার ৫০ডলার দিয়ে ৫০০ডলার ক্রস করে। কিন্তু দু:খজনক হলেও সত্য সেই ব্যালেন্স বেশ কয়েকদিনে জিরো হয়ে যায়। কোন ভাবেই ধরে রাখতে পারিনি। এজন্য আমার মাঝে মাঝে মনে হয় প্রফিট করা খুব একটা কঠিন নয় ফরেক্সে। সবচেয়ে কঠিন হলো ব্যালেন্স ধরে রাখা । তাই আমাদের উচিত ফরেক্স জানার পাশাপাশি নিয়ম মেনে ট্রেড করা তাহলে ব্যালেন্স হারানোর সম্ভাবনা খুবই কম। প্রিয় ফোরাম সদস্য ভাইদের অভিজ্ঞতার আলোকে মতামত আশা করি। ধন্যবাদ।



:1f332: "Life is short but Art is long" :1f339:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821

আসলে সর্বনিম্ন কত ডলার থেকে সর্বোচ্চ কত ডলার প্রফিট করা সম্ভব এটা একুরেটলী নির্ধারণ করা সম্ভব নয়। প্রফিট নির্ভর করে একজন ট্রেডারের দক্ষতা অভিজ্ঞতা এবং মূলধন এর উপর। আমরা অনেকেই আছি যারা ট্রেড করি কিন্তু প্রফিট ধরে রাখতে পারি না। এটা একটা বড় problem।

একটা উদাহরণ দিচ্ছি:
ট্রেড করার সময় এমন হয় আজকে ট্রেড করলাম ২০$ প্রফিট হলো। প্রফিট করে আমি খুশি হতে গেলাম এর পর আবার ট্রেড দিলাম কিন্তু এবার আমি loss করলাম। তারপর রাগের মাথার রিভেঞ্জ ট্রেড করলাম আরো loss করলাম এমন হয়। তাই না?

এমন কেনো হয় ? একবার নিজেকে প্রশ্ন করেছেন?
এমন হবার কারণ এক মাত্র আপনি নিজেই।

আপনি যখন প্রথম ট্রেড টা করেছিলেন ওটা আপনার ঠান্ডা মাথার এনালাইসিস ছিল তাই প্রফিট টা হয়েছে।

দ্বিতীয় ট্রেড টা অনেক খুশির কারণে একটা ভুল এনালাইসিস ছিল তাই loss করেছেন।

আর তৃতীয় ট্রেড টা করেছেন রাগের মাথায়।

এই কথা গুলো কেনো বললাম
কারণ একটাই ধরুন আপনার ১০০০ ডলার ইনভেস্ট আছে আপনি প্রতিদিন ১০/১৫ ডলার প্রফিট টার্গেট রাখেন যখন আপনার ১০/১৫ ডলার প্রফিট হবে এর পর আর ওইদিন ট্রেড করবেন না। যা পেয়েছেন আলহামদুলিল্লাহ । এভাবে যদি মেইনটেইন করেন তাহলে মাসে আপনার প্রফিট এবং লস মিলে এভারেজ ১৫০/২০০ ডলার প্রফিট থাকবে।
১০০০ ডলার একাউন্ট এ মাসে ১৫/২০% আসা টা অনেক বেশি। কিন্তু আমরা তাতে সুখী না। আমাদের আরো দরকার। একদিন ৫০০ ডলার প্রফিট লাগবে। তাই loss টা বেশি করি। আর বলি forex ভাল নয়।

Mas26
2021-08-30, 10:49 AM
আসলেই ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট এখানে নিশ্চিত ভাবে বলা যায় না যে আপনি কত ডলার দিয়ে আপনি কত ডলার প্রফিট করতে পারবেন। অনেকে আছে যে খুব অল্প ডলার দিয়ে অনেক ডলার ইনকাম করতে পারে।এখানে আপনার অভিজ্ঞতার উপরে অনেক কিছু ডিপেন্ড করে আবার অনেক সময় দেখা যায় অভিজ্ঞতা কোন কাজে লাগে না কারণ এটা একটি অনিশ্চিত মার্কেট এখানে কখন কোন দিকে মার্কেট মুভমেন্ট করবে এটা কেউ সঠিকভাবে বলতে পারেনা যদি সেটা বলা সম্ভব হতো তাহলে অনেকেই ফরেক্স করে অনেক বেশি সফলতা অর্জন করতে পারতো।

md mehedi hasan
2021-08-30, 11:00 AM
ফরেক্স মার্কেটে গত বছর আমি 70 ডলার ফোরাম থেকে বোনাস পেয়েছিলাম।এই ডলার দিয়ে ট্রেড করে আমি প্রায় দুই সপ্তাহের মধ্যে 40 ডলার প্রফিট করেছিলাম।এটাই আমার জীবনে কম ব্যালেন্স সবচেয়ে বেশি প্রফিট করা।অবশ্যই তার পরের সপ্তাহেই আমার একাউন্ট নিচে নেমে এসেছিল।কিন্তু আমি সব প্রফিট উইথড্রল দিয়েছিলাম।কিন্তু ফরেক্স মার্কেটে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন আমি পার করছি।এখন আগের মত আর একাউন্ট্ লস করি না।তবে একেবারি যে প্রফিট করছি তাও না।তবে চেষ্টা করছি নিয়মিতভাবেপ্রফিট করতে।